নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

মৃতরাও ভোট দেয়

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১


ভোট সেন্টারের পোলিং অফিসারকে এক ব্যাক্তি জিজ্ঞেস করছে, দ্যাহেন তো স্যার জরিনা বিবি ভোট দিছে নাকি?
পোলিং অফিসার লিস্ট হাতিয়ে বলে দিল, সকালেই সে ভোট দিয়ে চলে গেছে, বলেই পোলিং অফিসার পাল্টা জিজ্ঞেস করলো, কেন তাকে খুঁজছেন কেন?
স্যার, জরিনা বিবি আমার বিয়া করা স্ত্রী, গত তেরো বছর আগে মইরা গ্যাছে, তয় প্রত্যেকবার ভোটের দিন আইসা ভোট দিয়া যায় আমার লগে দ্যাহা করে না। আইজকা সকাল থিকা হের লগে দ্যাহা করার লাইগা বইয়া রইছি কোন ফাঁকে যে ভোট দিয়া গেল আজকাও দ্যাহা করল না।
ছবি অন্তর্জাল

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

সামরিন হক বলেছেন: আর জীবিতেরা ঘরে বসে ভোট দেয়।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৪

পবন সরকার বলেছেন: বলার কিছু নাই

২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২

পবন সরকার বলেছেন: ঠিক বলেছেন, বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশে এরকম হয় কিনা জানি না।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১

আঁধারের যুবরাজ বলেছেন: ২০১৪ সালে এরশাদ তার প্রার্থিতা বাতিলের আবেদিন করেছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে। হাসপাতাল নাটকের পরে নির্বাচন কমিশন উনাকে বলে যে আপনি জয়ী হয়েছেন ! ভূতেরা এসে ভোট দিয়ে গিয়েছিল। আজকাল ভূতেরাও বিএনপি করা শুরু করেছে।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

পবন সরকার বলেছেন: ভূতের আগমন বর্তমানে যেভাবে বেড়ে গেছে আগামীতে যে কি হবে

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

নজসু বলেছেন:



ভূতেরা ভোট দিয়ে সরকার নির্বাচিত করে। জীবিত মানুষরা ভোট না দিলেও সমস্যা নাই। :)

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

পবন সরকার বলেছেন: কয়েকটা ইলেকশন এভাবেই চলছে

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

কথামৃত বলেছেন: হাহাহাহাহা

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২

পবন সরকার বলেছেন: ধন্যবাদ

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

Rahat islam juwel বলেছেন: লজ্জা না থাকলে যা হয় এদের।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

পবন সরকার বলেছেন: মৃত ব্যাক্তির ভোট দেয়ার পরে বলার মতো ভাষা থাকে না

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

ফিনিক্স পাখির জীবন বলেছেন: ২০০৯ সালে আওয়ামী লীগে ভোট দিয়ে চিরদিনের মত ভোটাধিকার হারালাম।
একভোটে আজীবনের ভোট দেয়া শেষ।

কত ভাগ্যবান আমরা!

২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

পবন সরকার বলেছেন: বেঁচে থাকলে সুযোগ হয়তো আবার ফিরে আসতে পারে

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

আঁধারের যুবরাজ বলেছেন: @Rahat islam juwel বলেছেন: লজ্জা না থাকলে যা হয় এদের।

- লজ্জা থাকলে " অন্ধসমর্থক " (বাস্তবে দলদাস ) হওয়া যায় না।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

পবন সরকার বলেছেন: লজ্জা মানুষের ভুষণ

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৭

কামাল১৮ বলেছেন: এবার অনেক জীবিত ভোট দিতে আসবে না।মৃত হবার ভয়ে।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

পবন সরকার বলেছেন: সমস্যা নাই, কেউ জিগ্যেস করবে না

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২১

বাকপ্রবাস বলেছেন: ব্লগার হাসান এ‌সে এখন যু‌ক্তি দেখা‌বে এই ব‌লে যে, তা‌রেক জিয়া খাম্বা রাজনী‌তি ক‌রে‌ছে তায় মৃতরা এ‌সে ভোট দিয়ে যায়

২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩

পবন সরকার বলেছেন: মতের স্বাধীনতা থাকলে যে কেউ যে কোন মন্তব্য করতে পারে।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

নাহল তরকারি বলেছেন: বর্তমানে স্বাধীনতার সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায়। তাদের বিপক্ষে কথা বলা মানে আপনি রাজাকার। এসব কথা বললে পুলিশে ধরবে।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

পবন সরকার বলেছেন: মুখটা কন্ট্রোল করলেই হবে।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: লোকটা মনে হয় বউকে খুব ভালোবাসত।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫

পবন সরকার বলেছেন: অবশ্যই ভালোবাসে, ভালোবাসা ছিল বলেই ভোটের দিন খুঁজতে এসেছিল।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬

পবন সরকার বলেছেন: হা হা এইরকম ব্লগার ব্লগে না থাকলে কি চলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.