নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবন সরকার
চৈতা পাগল পৈতা গায়ে
আসছে নাকি এদিক
মাথার মধ্যে কিচ্ছু নাই তার
হয়েছে সে বেদিক।
বামন সেজে আমন ধানে
দিচ্ছে এবার মই
এই নিয়ে তো পাড়া জুড়ে
চলতেছে হইচই।
সবাই যখন বাঁধা দিচ্ছে
চৈতা গেল ক্ষেপে
হুঙ্কার দিয়ে বলল কথা
উঠল সবাই কেঁপে।
ধমক শুনে বলদগুলোও
দৌড়ায় ধানের মাঝে
চৈতা তখন মনের দুখে
লাগল ক্ষেতের কাজে।
ছবি ঃ ইন্টারনেট
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
পবন সরকার বলেছেন: চাঁদগাজী ভাই, আপনি নিজেও এই দেশের লোক, আপনি ভালো করেই জানেন এদেশের মানুষ কেন মানসিক সমস্যায় ভোগে। একজন লোক যত সৎ হোক না কেন তাকে সৎ থাকতে দেয়া হয় না। অনিচ্ছা সত্বেও তাকে অসৎ কাজ করতে বাধ্য করা হয়। যেমন কৃষকদের ঘুষ খাওয়ার কোন সুযোগ নাই কিন্তু ঘুষ দিতে তাদের বাধ্য করা হয়। আপনি আমেরিকায় গিয়ে এইসব বিষয় থেকে অনেক আরামে আছেন কিন্তু আমাদের দেশের লোকজন বিনা কারনে ঘুষের টাকা যোগাড় করতে গিয়েও অনেক সময় মানুষ মানসিক সমস্যায় ভোগে।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
মাহমুদুর রহমান বলেছেন: আহা!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে ! চৈতা। সুন্দর রম্য ছড়া।
শুভকামনা জানবেন ।।
২৮ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৮
পবন সরকার বলেছেন: ধন্যবাদ পদাতিক দা।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৮ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৮
পবন সরকার বলেছেন: মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৮ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৯
পবন সরকার বলেছেন: মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ
৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭
তাহেরা সেহেলী বলেছেন: আপনি ছন্দ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা
রম্য করে বলতে, লিখতে পারেন, চর্চা ধরে রাখা দরকার।
২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪
পবন সরকার বলেছেন: চেষ্টা করছি কিন্তু কর্ম করার কারণে সময় পাই না
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে শতকরা ২০ জন মানুষের মানসিক সমস্যা আছে, ইহাতে সমাজেরও অবদান আছে; ইয়েমেনে শতকরা ৬০ ভাগ মানুষ মানসিক সমস্যায় ভোগে।