নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী ছড়া

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭


লাগ ভেলকি লাগ দেশ জুড়ে লাগ
লাগছেরে ভাই ঢল
নৌকার উপর ভোট পড়াতে
ধানের শীষ আজ তল।

তারপরেতেও ছিটেফোটা
ভোট কিছুটা পেয়ে
নাক ডুবাডুব শীষের মাথা
দেখছে শুধু চেয়ে।

ভোটের জন্য হিরো আলম
মাঠেই খেল কিল
ভিডিও দেখে আমজনতা
হাসছে খিল খিল খিল।

ইলেকশনটা যেমনই হোক
শান্তির জোয়ার দেশে
একই সরকার বারবার এলে
উন্নয়ন হয় শেষে।

এই কারণেই দেশ জনগণ
হাসিনার কথা রাখছে
তাইতো এবার ইলেকশনটা
ইতিহাস হয়ে থাকছে।

জনগণকে শুভেচ্ছা জানাই
ধন্য সবার তরে
শেখ হাসিনাই থাক না দেশে
সারা জীবন ভরে।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২

তারেক ফাহিম বলেছেন: হিরো আলম সত্যিকারের হিরোই B-)

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

পবন সরকার বলেছেন: অনেকেই তাকে নিয়ে বাজে মন্তব্য করলেও বর্তমানে সেই এখন প্রতিবাদী হিসাবে বিশ্বে পরিচিত মুখ।

২| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবী-দাওয়া-
এই নশ্বর জীবনে একটাই চাওয়া-
এ দেশে আর নির্বাচন না পাওয়া;
আছি সুখে-থাকবো সুখে
জীবন মোদের যাবে কেটে
কেন মিছে প্রহসন-অপচয় করে নির্বাচন!

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

পবন সরকার বলেছেন: নির্বাচন করে মানুষ ক্ষয় করার চেয়ে নির্বাচন না করাই ভালো।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া এসব দেখার সুযোগ পেলেন না!

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

পবন সরকার বলেছেন: দেখলে তিনিও সমালিচিত হতেন।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

যোখার সারনায়েভ বলেছেন: সামনে সুদিন আসুক দেশটাতে ।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

পবন সরকার বলেছেন: নির্বাচন করা মানেই খামাখা কিছু জীবন ক্ষয়।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯

এম এস এ সোহাগ বলেছেন: ইভিএমে ভোট হওয়া খুলনা-২ আসনে ৪৯.৪১ শতাংশ, ঢাকা-৬ আসনে ৪৫.২৬ এবং ঢাকা-১৩ আসনে ৪৩.০৫ শতাংশ। চট্টগ্রাম-৯ আসনে ৬২.৮৭, রংপুর-৩ আসনে ৫২.৩১ এবং সাতক্ষীরা-২ আসনে ৫২.৮২ শতাংশ।
গড়ে ইভিএমে ভোট হয়েছে ৫০.৯৫শতাংশ
নির্বাচনী কর্মকর্তার হাতে ২৫.০০ শতাংশ ভোট দেয়ার ক্ষমতা
সুতরাং প্রকৃত পক্ষে ভোটার ভোট দিয়াছে ২৫.৯৫ শতাংশ
যেখানে ভোটার ভোট দিচ্ছে ২৫.৯৫ শতাংশ, সেখানে আমাদের মত সাধারণ জনগন দেখতে পারছি ৮০ শতাংশ প্লাস মাইনাস। অর্থাৎ ৫৫ শতাংশ ভোট কে দিলো? আমরা জেনেও জানার বাইরে রাখলে আমাদের ব্যক্তিগত জীবনের জন্য সুফল বয়ে আনবে!!!

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

পবন সরকার বলেছেন: এ জবাব দেয়ার লোক নাই।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

সাইন বোর্ড বলেছেন: এখন শুধু তার আয়ুর নবায়ন দরকার ।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

পবন সরকার বলেছেন: কার আয়ু ভাই?

৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২০

হাবিব বলেছেন: বেশ বলেছেন++

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আসলেই ভেলকি লেগেছে ভাই | ভাবছি দেশে গিয়ে কিছু ভেলকি শিখবো, প্রবাসে ওই সব ভেলকি কাজে লাগতে পারে !

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

পবন সরকার বলেছেন: বর্তমানে ভেলকি শিখলে কাজেই লাগে। ধন্যবাদ

৯| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৫

হাফিজ বিন শামসী বলেছেন:

মন্তব্য নিষ্প্রয়োজন।

কবিতায় ভাললাগা রইলো।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

পবন সরকার বলেছেন: ধন্যবাদ

১০| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

পবন সরকার বলেছেন: ধন্যবাদ

১১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০

তাহেরা সেহেলী বলেছেন: কি আর বলবো!?

২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

পবন সরকার বলেছেন: বলার কিছু নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.