নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা ছিল ছায়া ছিল
বটের গাছের মত
জান প্রাণে ঠেকিয়ে যেত
ঝড়-ঝামেলা যত।
বটের ছায়ায় যেমনি মোরা
আরাম করে থাকি
তেমনি থাকতাম বাপের কোলে
নিজের মাথা রাখি।
খাওয়া পরার দুঃশ্চিন্তাটা
ছিল বাপরে ঘাড়ে
মনটা চাইলেই সকল বায়না
করতাম গিয়া তারে।
ধমক-ধামক দিত বটে
বায়না করতো পুরণ
বাবা নাই আজ সেসব কথা
হচ্ছে শুধু স্মরণ।
বাবা নাই আজ নাইরে ছায়া
হা হুতাশে মরি
বিপদ-আপদ দেখলে পড়ে
শুধুই তাকে স্মরি।
আহা! আজকে যদি
বাবা বেঁচে থাকতো
সকল বিপদ বুকটা দিয়ে
আগলে তিনি রাখতো।
বটের গাছের মত।
ছবি ঃ গুগল
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:১৪
পবন সরকার বলেছেন: ধন্যবাদ বোন শায়মা, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা।
২| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:১৪
পবন সরকার বলেছেন: সহজ সরল মন্তব্যে অনুপ্রাণীত হলাম। ধন্যবাদ
৩| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৩
সনেট কবি বলেছেন: পাঠে মনটা ভরেগেল।
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:১৫
পবন সরকার বলেছেন: ধন্যবাদ কবি ভাই, মন্তব্যে খুশি হলাম।
৪| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাবা-মা আসলেই বটগাছ!
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:১৮
পবন সরকার বলেছেন: বাবা-মা বেচেঁ থাকতে নিজের অসহায়ত্বভাবটা বোঝা যায় না। কারণ বাবা মার সমর্থ অনুযায়ী সেটা টেকেল দিয়ে যায় তখন আসলেই বাবা মাকে বটগাছ মনে হয়। ধন্যবাদ ভাই নিজাম মন্ডল।
৫| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:১৮
পবন সরকার বলেছেন: মন্তব্যে অনুপ্রাণীত হলাম। শুভেচ্ছা রইল।
৬| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় পবনদাকে পিতৃ স্মরণে রচিত কবিতা পাঠের মাধ্যমে জানাই আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম।
অনেক ভালো লাগা রইল দাদাকেও।
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:১৯
পবন সরকার বলেছেন: মূল্যবান মন্তব্য করায় আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
৭| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+ আপনার বাবা ভাল থাকুক ।
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:২০
পবন সরকার বলেছেন: আপনার সুন্দর মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।
৮| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৬
এখওয়ানআখী বলেছেন: বিষয়বস্তু খুবই সুন্দর। ছড়াটি ভাল লাগল।
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:২১
পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯| ১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
করুণাধারা বলেছেন: বাবাকে নিয়ে লেখা চমৎকার পদ্য, ভালো লাগলো।
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:২২
পবন সরকার বলেছেন: ধন্যবাদ বোন, আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণীত হলাম। শুভেচ্ছা রইল।
১০| ১৮ ই জুন, ২০১৮ রাত ৮:০০
নিশি মানব বলেছেন: সহজ ভাষায় সরল কবিতা।
সুন্দর হয়েছে। অনেক ভাল লাগছে।
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:২৩
পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ১৮ ই জুন, ২০১৮ রাত ৯:০২
বৃষ্টি বিন্দু বলেছেন: ভালো লাগা রেখে গেলাম...
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:২৫
পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২| ১৮ ই জুন, ২০১৮ রাত ৯:৪৯
খনাই বলেছেন: ওরে বাবা !
(খুব সুন্দর)
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:২৬
পবন সরকার বলেছেন: সুন্দর হলেই সুন্দর, না হলেই অসুন্দর। ধন্যবাদ
১৩| ১৮ ই জুন, ২০১৮ রাত ১১:১২
ওমেরা বলেছেন: বাবা , মা না থাকলে দুনিয়ায় কোন আনন্দ নেই।
১৮ ই জুন, ২০১৮ রাত ১১:২৫
পবন সরকার বলেছেন: ধন্যবাদ বোন ওমেরা, ঠিকই বলেছেন, পৃথিবীতে মায়ের তুলনা নাই। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ১৯ শে জুন, ২০১৮ সকাল ৯:২৬
তারেক_মাহমুদ বলেছেন: মন ছুয়ে গেল পবন দা, ভাল থাকুক পৃথিবীর সব বাবারা।
১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৮
পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই তারেক মাহমুদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:০৭
সিগন্যাস বলেছেন: অনুভূতির সুন্দর প্রকাশ।প্লাস দিলাম।
১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৯
পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৩
শায়মা বলেছেন: বাবা কবিতায় অনেক ভালো লাগা।