নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহিলা টি-২০ এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের পর এবার ভারতকেও হটিয়ে দিল বাংলাদেশ দল। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে ভারতকে। প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় এই দল।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আজ প্রথমে ব্যাট করতে নামে ভারত। শুরুটা ভালো না হলেও মিডল-অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে অধিনায়ক হারমানপ্রিত কাউর ৪২ ও দিপ্তি শর্মা ৩২ রান করেন। রুমানা আহমেদ ৩টি উইকেট এবং অধিনায়ক সালমা ১ উইকেট নেন।
জয়ের জন্য ১৪২ রানের টার্গেটে দুই ওপেনার ২৯ রান করেন। ৪৯ রান করতে না করেতেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এতে ম্যাচের নিয়ন্ত্রন চলে যায় ভারতের কাছে। কিন্তু তৃতীয় উইকেট ঠিক রেখে ৯৩ রানের জুটি গড়ে তোলে ফারজানা আর রুমানা। ২ বল বাকী থাকতেই জয় ছিনিয়ে আনেন। ৪৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫২ রান করেন ফারজানা এবং ৩৪ বলে ৬টি চার মেরে ৪২ রান করেন রুমানা। ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা।
আগামীকাল থাইল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ। দেখা যাক আগামী কাল কী হয়।
(সব গুগল মামার দান।)
০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
পবন সরকার বলেছেন: জার্সিটা আমার কাছেও কেমন কেমন লাগছে। ধন্যবাদ ভাই মন্ডল।
২| ০৬ ই জুন, ২০১৮ রাত ৮:১৬
সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট দিয়েছেন কবি।
০৬ ই জুন, ২০১৮ রাত ৮:১৮
পবন সরকার বলেছেন: ধন্যবাদ সনেট কবি।
৩| ০৬ ই জুন, ২০১৮ রাত ৮:৩৫
সুমন কর বলেছেন:
১১ ই জুন, ২০১৮ রাত ৩:২১
পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ৮:৩৭
তারেক_মাহমুদ বলেছেন: শত দুঃখের মাঝে কিছু খবর সত্যি শান্তি দেয়, এটা তেমনি একটি খবর।
১১ ই জুন, ২০১৮ রাত ৩:২২
পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ
৫| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:১১
কাওসার চৌধুরী বলেছেন: জার্সিটা পুরুষ দল থেকে আলাদা করতে হবে। না হলে এমপি সাহেবদের মতো কুফা লাগবে।
১১ ই জুন, ২০১৮ রাত ৩:২২
পবন সরকার বলেছেন: মন্দ বলেন নাই।
৬| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: গ্রেট।
১১ ই জুন, ২০১৮ রাত ৩:২৩
পবন সরকার বলেছেন: ধন্যবাদ
৭| ১১ ই জুন, ২০১৮ ভোর ৬:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল পবনদা। খেলা মানে বিনোদন। হার জিত থাকবেই। আমি বরং আপনি জিতলেও খুশি। অর্থাৎ যে ভালো খেলবে তার জন্য আনন্দিত। পাশাপাশি যে হারছে তার জন্যও সমব্যথী। সকলের মঙ্গল হোক।
শুভ কামনা আপনাকেও।
১৭ ই জুন, ২০১৮ রাত ৯:২৩
পবন সরকার বলেছেন: ঠিক বলেছেন পদাতিক দা।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখককে ধন্যবাদ,
আমি চাচ্ছিলাম এটা নিয়ে কেউ লিখুক!!
Bangladesh Women 142/3 (19.4 ov)
India Women 141/7 (20 ov)
Bangladesh Women won by 7 wkts
জার্সিটা ভালো লাগছে না!!