নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

জাদরেল মাদবর

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:০০



গায়ে মানে না আপনি মোড়ল
এই না হলো মাদবার
নিজের বিচার নিজেই করেন
কানে ধরেন সাতবার।

এই মাতবরকে নিয়েই মোরা
সমাজটাতে খুশি
একনজর না দেখলে তাকে
করি তোষাতুষি।

দাওয়াত ছাড়াই দাওয়াতে যান
তাতে বেজার নই
বিনা দাওয়াতের লোকজন পেলে
খুশিই মোরা হই।

তা না হলে বিস্বাদ খাবার
কে খাবেরে ভাই?
মাতবর ছাড়া এসব খাবার
খাওয়ার মানুষ নাই।

এমন মাতবর কোথায় পাবেন
বাংলা-ভারত মিলে
নাটোর গেলেও পাবেন নাকো
বিশাল চলন বিলে?

নিজে নিজেই মাতবর হলেও
বড়াই কিন্তু নাই
সকল লোকে এই কারণে
ভালোবাসেন তাই।

আমরা কিন্তু খুব সহজে
পেয়েছি এমন লোক
নামটা শুনলে চমকে উঠবেন
গিলবেন শুধু ঢোক!

তাই তো হেথায় নাম বলবো না
ইংগিত দিয়ে যাই
কিল গুতা ভাই যতই দেন না
শরম লজ্জা নাই।

ভুল বুঝবেন না কেহ ভাইরে
এই ছড়াটি পড়ে
খুঁজবেন নাকো এমন মাতবর
পুরো ব্লগ ধরে।

ছবিঃ গুগল
(উৎসর্গঃ আমার ছড়া লেখার গুরু নুরু ভাইকে)

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:১০

আখেনাটেন বলেছেন: হা হা হা। আপনার ছড়ার কিন্তু বেশ উন্নতি হচ্ছে। আপনি দেখছি ছড়াগুরু প্রামাণিক ভাইয়ের বাড়া ভাতে পাড়া দিবার লাগছেন। :P

চালিয়ে যান। শুভকামনা।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৩৩

পবন সরকার বলেছেন: হা হা হা বলেন কি, ধারে কাছেও নাই।

২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:২২

প্রামানিক বলেছেন: হে-- হে-- হে-- আখেনাটেনকে মন্তব্যর জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন। আপনার মন্তব্য সঠিক।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৩৪

পবন সরকার বলেছেন: হে হে হে- - - -

৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: গুরু শিষ্যের মিথোস্ক্রিয়ায় আমরা পাচ্ছি মজার ছড়া। আজ আমিও ফ্যারাও ভাই ও প্রামাণিক ভায়ের হি হি হি দলের যাত্রী হবো ।

অনেক শুভ কামনা রইল প্রিয় কবিকে।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৩৫

পবন সরকার বলেছেন: পদাতিক দা, হি হি হি দলের যাত্রী হলে মন্দ হয় না, দলীয়ভাবে হি হি করা যাবে। ধন্যবাদ

৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৫২

পবন সরকার বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই, মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

৫| ০৫ ই জুন, ২০১৮ রাত ১২:২৫

শাহিন-৯৯ বলেছেন: ব্লগে ছড়াকার বাড়ছে দেখে খুব ভাল লাগল। ছড়াটি খুব সুন্দর হয়েছে।

০৫ ই জুন, ২০১৮ রাত ১২:৪১

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৫ ই জুন, ২০১৮ রাত ১২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ ছড়া লিখেছেন ভাই, মনে হলো বাস্তবিক এমন কোন মাতব্বর আছে, নামটা জানলে আরো মজা হতো।

ছড়ায় মুগ্ধতা রইল

০৫ ই জুন, ২০১৮ রাত ১২:৪২

পবন সরকার বলেছেন: এরকম মাতব্বার অনেক আছে তবে নাম বলা যাবে না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৭| ০৫ ই জুন, ২০১৮ রাত ১২:৪৭

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার ছড়া।

০৫ ই জুন, ২০১৮ রাত ১:০৮

পবন সরকার বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই, ছড়া পড়ার জন্য শুভেচ্ছা রইল।

৮| ০৫ ই জুন, ২০১৮ রাত ১:৫৫

রোমিও সবুজ দাস বলেছেন: আধুনিক ছন্দের যাদুকর!

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৭

পবন সরকার বলেছেন: মন্তব্য পড়ে উৎসাহিত হলাম, শুভ্চেছা রইল।

৯| ০৫ ই জুন, ২০১৮ রাত ২:১৩

শেখ সাদী মারজান বলেছেন: খুব সুন্দর

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৬

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

১০| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৯

আকিব হাসান জাভেদ বলেছেন:
মাতবর
মাতবর আছে মাতবরিতে
সব এলাকা জুড়ে
ন্যায় নীতি সব ভুলে গিয়ে
টাকা জমান ঘরের ডুলায় ।
সুন্দর ছড়া কাব্য ।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৬

পবন সরকার বলেছেন: হা হা হা কথা ঠিকই বলেছেন, এখনকার মাতবররা মাতবরি করে টাকা কামান। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১১| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৯

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: ছড়ার তালে পর্দাফাঁস। ভালো লাগলো।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৫

পবন সরকার বলেছেন: কথা মন্দ বলেন নাই, মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

১২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: মিল দিয়ে দিয়ে খুব সুন্দর লিখেছেন।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৪

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ।

১৩| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কি বলিব ভাই পাগল হয়ে যাই,
ছড়ায় ছড়ায় ছড়া ছড়ি সবই দেখতে পাই।
সময় করে আসতে হলো এই ছড়াটির টানে,
পবন ভাই শুধু শুধু আমায় গুরু মানে।

আমার চেয়ে ভালো তিনি লেখেন আমি জানি,
তার পরেও গুরু হতে দিচ্ছে যে হাতছানি,
ধন্য আমার শিশ্য পবন তোমার সুনাম চাই,
গুরু জনম স্বার্থক হবে যদিও চলে যাই।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:২৯

পবন সরকার বলেছেন: শিষ্যের যদি গুরু না থাকে
তাহলে কি হয়
উল্টাপাল্টা লেখা লিখে
দিলে পাবো ভয়।

গুরু আছে বলেই হেথায়
সাহস করে লিখি
যা কিছু সব ভুল হয়ে যায়
গুরুর কাছেই শিখি।

১৪| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিষ্য বানানটি টাইপো হয়ে গেছে
তাই এটিসহ উপরের টি মুছে দিবেন,
নিচেরটি রেখে
ধন্যবাদ

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:২৯

পবন সরকার বলেছেন: ধন্যবাদ নুরু ভাই।

১৫| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি বলিব ভাই পাগল হয়ে যাই,
ছড়ায় ছড়ায় ছড়া ছড়ি সবই দেখতে পাই।
সময় করে আসতে হলো এই ছড়াটির টানে,
পবন আর মন্ড আমায় মিছাই গুরু মানে।

আমার চেয়ে ভালো তারা লেখেন আমি জানি,
তার পরেও গুরু হতে দিচ্ছে যে হাতছানি,
ধন্য শিষ্য পবন/মন্ডল তোমাদের সুনাম চাই,
গুরু জনম স্বার্থক যখন তোমাদের মতো শিষ্য পাই।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩০

পবন সরকার বলেছেন: আপনি পুনরায় মন্তব্য করায় অনেক খুশি হলাম। শুভ্চেছা রইল।

১৬| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:২২

সনেট কবি বলেছেন: বেশ বেশ প্রামানিক ভাইয়ের যোগ্য প্রতিদন্দ্বি তবে পাওয়া গেল।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩১

পবন সরকার বলেছেন: সমুদ্র আর নদী যদি
একই রকম হতো
তাহলে তো নদীকে সব
সমুদ্র নামই কতো।

ধন্যবাদ ভাই সনেট কবি।

১৭| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

বিজন রয় বলেছেন: ব্লগে দেখি ছড়ার গুরু-শিষ্যদের জয়জয়কার।
শুভলক্ষণ।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:২৫

পবন সরকার বলেছেন: শিষ্যের যদি গুরু না থাকে তাহলে কি হয়? ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৮| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:০২

তারেক ফাহিম বলেছেন: নতুন ছড়াকারের জন্য শুভকামনা।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:২৩

পবন সরকার বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

১৯| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
@"তাই তো হেথায় নাম বলবো না
ইংগিত দিয়ে যাই
কিল গুতা ভাই যতই দেন না
শরম লজ্জা নাই।:P


ছন্দ দিয়ে ছড়া লিখে
রাখবো মোরা দেশের মান,
কবিদের বিরুদ্ধে
ডাইরেক্ট অ্যাকশান!!X(

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:২২

পবন সরকার বলেছেন: এ্যাকশান ট্যাকশান বুঝি না
শোনেন তবে মন্ডল ভাই
আমার মনের দুখের কথা
ছন্দ ছড়ায় লিখে যাই।

২০| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: আপনার ছড়াগুলোও মজার হচ্ছে...... ;)

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৯

পবন সরকার বলেছেন: দোয়া করবেন ভাই, মন্তব্য পড়ে খুশি হলাম।

২১| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: নুরু ভাইকে একটা ধন্যবাদ দেওয়া দরকার।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৯

পবন সরকার বলেছেন: হে হে হে কথা মন্দ বলেন নাই, তার জন্যই এতদূর আসতে পেরেছি। ধন্যবাদ ভাই রাজীব নুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.