নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবন সরকার
পান খেয়ে গান গায়
মুখ ভরা থাকে পিক
কালো দাঁতে চুন মেখে
হেসে মরে খিক খিক।
বিয়ের রাতে বাসরেতে
বউ উঠলো চমকে
মুখ ভরা পিক নিয়ে
কথা বলল ধমকে।
ফিক করে হাসি দিতেই
পিক পড়ল মুখেতে
মজা গুয়ার পঁচা গন্ধে
বউ কাঁদে দুখেতে!
পাজি বউ রাজি নয়
তার পানে চাইতে
ঠেলেঠুলে পাঠালো
পঁচা জলে নাইতে।
দাঁত ঘষতে হাতে দিল
টয়লেটের হারপিক
তারপরেও হাদারাম
হেসে মরে খিক খিক।
ছবিঃ গুগল
মজা গুয়া> দীর্ঘদিন রাখার জন্য মাটির কোলার ভিতর রেখে পঁচানো শুপারীকে মজা গুয়া বলে।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩০
পবন সরকার বলেছেন: ধন্যবাদ কাইকর, শুভ্চেছা রইল।
২| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৯
স্ব বর্ন বলেছেন: বাহ্ বেশ হয়েছে ।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩০
পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যে খুশি হলাম।
৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি তো ছড়ার ছড়াছড়ি করে দিচ্ছেন?
বেশী ছড়া লিখলে আবার কবিদের মত অবস্থা হবে!!!
@"বিয়ের রাতে বাসরেতে
বউ #উঠে চমকে
মুখ ভরা পিক নিয়ে
কথা #বলে ধমকে।"
---ছড়াতে সোজা স্বরবৃত্ত ছন্দই ভাল...
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৪
পবন সরকার বলেছেন: মুক্তাক্ষর বদ্ধাক্ষর বা স্বরবৃত্ত মিলালেও মাত্রায় মিল হচ্ছে না, ৫ আর ৬ মাত্রা থেকেই যা্চ্ছে। তারপরেও আপনার উপদেশটি ভেবে দেখার মত। খুব ভালো লাগল আপনার মন্তব্য, খুবই খুশি হলাম। ধন্যবাদ
৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:২২
নিশাচড় বলেছেন: ছন্দে ছন্দে দাত মাঝ
হারপিক দিয়া ঘসো।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৫
পবন সরকার বলেছেন: হা ভাই কি আর করা, পান খেতে গিয়ে বউ যদি হারপিক ধরিয়ে দেয় উপায় নাই।
৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৩
ব্লগার_প্রান্ত বলেছেন: হারপিক দিয়ে দাঁত মাজলে, ঐ দাঁত দেখিয়ে লাক্স সুন্দরী হওয়ার সম্ভাবনা আছে, কি বলেন পবনদা
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৬
পবন সরকার বলেছেন: হারে দাদা, মন্দ বলেন নাই, হারপিক দিয়ে দাঁত মাজলে লাক্স সুন্দরী হওয়ার সম্ভাবনা আছে।
৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: আর এই হচ্ছে টুথ ব্রাশ
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৭
পবন সরকার বলেছেন: দারুণ ব্রাশ ঠাকুর মাহমুদ ভাই। শুভেচ্ছা রইল।
৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর বিনোদন।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৮
পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, শুভ্চেছা রইল।
৮| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৩
মীর সাজ্জাদ বলেছেন: পান আর খাওয়া যাবে না। তা না হলে বউয়ের জ্বালায় হয়তো হারপিকের সঠিক ব্যবহার হতে পারে।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৯
পবন সরকার বলেছেন: যদি বউ পান খায় তাইলে তারেও একখান হারপিক ধরাইয়া দিবেন তাইলে আর কথা কইবো না। ধন্যবাদ ভাই রসালো মন্তব্য করার জন্য।
৯| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৬
মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: সুন্দর ছড়া!
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৪০
পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
১০| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৭
রসায়ন বলেছেন: ধুইয়া দিসেন পুরা । পান খাওয়া লোকজন আমারো বিরক্ত লাগে । বিশেষত জোয়ান অবস্থায় যারা খায় ।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৪১
পবন সরকার বলেছেন: পান খাইতে অসুবিধা নাই, কিন্তু কিছু লোক একেবারে ছ্যাড়ায়াবেড়ায়া পান খায় তাদের নিয়ে সমস্যা। ধন্যবাদ আপনাকে।
১১| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৩৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: কথা মালার ফুলঝুরিতে সাজানো সুন্দর একটি ছড়া
২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
১২| ২৫ শে মে, ২০১৮ সকাল ৮:৩৭
সনেট কবি বলেছেন: এক কথায় চমৎকার ছড়া।
২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
পবন সরকার বলেছেন: ধন্যবাদ কবি, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:১৪
সুমন কর বলেছেন: ইদানিং আপনার ছন্দময় কবিতা / ছড়া ভালোই হচ্ছে....
২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০০
পবন সরকার বলেছেন: আপনার কাছ থেকে ছড়া লেখার উৎসাহ পেলাম। ধন্যবাদ আপনাকে
১৪| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: হি হি হি। দারুল উপভোগ্য হল ছড়াটি। ভীষণ ভাল লাগলো। আমরাও হেসে চলি ফিক ফিক।
শুভ কামনা রইল, প্রিয় পবনদাকে।
২৭ শে মে, ২০১৮ রাত ১১:২৯
পবন সরকার বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, মন্তব্য পড়ে খুশি হলাম।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৬
কাইকর বলেছেন: আহা...ছন্দের ফুলঝুরি।