নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

ধর শালা!!

২৩ শে মে, ২০১৮ রাত ৮:১৪


পবন সরকার

ধর শালা! মার শালা!!
কোন শালা কয়রে,
হাত খালি মুখে গালি
দিলে নাই ভয়রে?

ঘুষ খেয়ে হুশ নাই
সেই নাকি গলাবাজ
উঁচু গলায় কথা বলে
চোখে বুঝি নাই লাজ?

মাল খেয়ে টাল হয়ে
চোখ তুলে কপালে
জনগণকে গালি দেয়
সুর্য্য উঠা সকালে।

রিলিফের গম খেয়ে
হুশ বুঝি নাই তার
টাকা কড়ি বেশি হওয়ায়
হলো নাকি ত্যাড়া ঘাড়?

খায় না ছোঁয় না
নাই যাদের ধান্দা
তাদের কাছে জোরে নেয়
কোটি টাকার চান্দা?

উঠ শালা! ধর শালা!!
লাথি মার কপালে
খালি হাতে গালি দে
বিকালে আর সকালে।

ঘর নাই বাড়ি নাই
নাই যার পেটে ভাত
তার দেহে ঝুলে আছে
হাড্ডিসার দু'টি হাত।

সেই হাতেই উঠে পর
ধর শালার টুটিটা
কাত করে ফেলে দে
ধরে চুলের মুঠিটা।

ফুঁসে উঠে ঘুষি মার
নাকে কিংবা শিনাতে
ক্ষীণ দেহে বাজুক সুর
যেমন বাজে বীণাতে।

কেঁদে কেটে নয় আর
বিনয়ের কিসসা
জোর করেই নিয়ে নে
গরীবের হিসসা।

ছবিঃ গুগল

(কি যে লিখলাম ভাই, নিজেও জানি না, কবি নজরুলের বিদ্রোহী কবিতা পইড়া মাথাডা গরম হইছিল তো তাই যা মনে আইল তাই লিখলাম। আপনারা পইড়া কেউ কষ্ট পাইলে মাফ কইরা দিয়েন।)

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:৩৯

জোকস বলেছেন: মাঝে মধ্যেই এভাবেই মাথাডা গরম কইরেন। যদি যত খুশি তত পেলাচ দিতে পারতাম আরো দিতাম।

২৩ শে মে, ২০১৮ রাত ৮:৪৫

পবন সরকার বলেছেন: অনেকক্ষণ পড়ে আপনারে পাইলাম। গরম মাথায় একটু শান্তি লাগতাছে।

২| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:৪৬

সুমন কর বলেছেন: হুম, ভালোই লিখেছেন।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:২০

পবন সরকার বলেছেন: আন্দা কুন্দা লেখলাম তারপরেও কন ভালো হইছে আপনার কথায় আমি খুব খুশি হইলাম।

৩| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:০৬

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটি বিদ্রোহী কবিতা। আমার বেশ ভাল লেগেছে।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:২০

পবন সরকার বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই, আপনার ভালো লাগায় আমার খুব আনন্দ হচ্ছে। শুভেচ্ছা রইল।

৪| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:২৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: না হইলেও হইছে।
চালিয়ে যান।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

পবন সরকার বলেছেন: আপনারা হইলেন আমাদে গুরু, আপনারা একটা কিছু কইলেই আমরা খুশি হই।

৫| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩৩

সনেট কবি বলেছেন: হঠাৎ দারুণ ভাল লাগছে। কেন? কারণ পবনে উড়িয়ে এনে একটা দারুণ ছড়া উপহার দিল। ধন্যবাদ কবি।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩৫

পবন সরকার বলেছেন: কবি ভাই, আপনার সনেটের ধারে কাছেও আমি নাই, খুশি মনে ছালাম জানাই তাই।

৬| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:০০

কাইকর বলেছেন: ভালই লাগলো। খারাপ না

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

পবন সরকার বলেছেন: ধন্যবাদ কাইকর, শুভেচ্ছা রইল।

৭| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:০০

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করায় অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছড়া দারুন হয়েছে!!;)

ভাবছি কবিদের বিরুদ্ধে একটা ছড়া বাহিনী গড়বো!!:P
আপনাকে এক বাহিনীর প্রধান করতে হবে! ;)
রাজি তো???

২৩ শে মে, ২০১৮ রাত ১১:০১

পবন সরকার বলেছেন: মন্ডল ভাই, ছড়া বাহিনী করেন তাতে আমার আপত্তি নাই, তবে আমারে নেতা বানাইয়েন না তাইলে কিন্তু আমি ন্যাতাইয়া ত্যানা হইয়া যাওয়ার সম্ভাবনা আছে। কারণ পেটের দুখে কাম কাইজ কইরা খাইতে গিয়া অনেক সময় ব্লগে আসা সম্ভব হয় না। ধন্যবাদ নিজাম ভাই আপনার মন্তব্য পড়ে খুশি হলাম।

৯| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: মজার।

২৪ শে মে, ২০১৮ রাত ৮:৩০

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.