নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী ভাই আর দু\'টি নাই

২০ শে মে, ২০১৮ সকাল ৯:৫৫



(উৎসর্গঃ সনেট কবি ও রাজীব নুর)

চাঁদগাজী ভাই আর দু'টি নাই
এই না সামু ব্লগে
বিদেশ বসে মনের জোসে
ভুগছেন নানান রোগে।

নুরু ভাইয়ের গুতাগুতিতেও
মাইন্ড করেন না
হাজার ব্লগার খোঁচা মারলেও
মুখে করেন না রা।

বুড়ো বয়সেও ব্লগ কিন্তু
মাতিয়ে রাখেন তিনি
ছেষট্টি বছর পার করেছেন
মুক্তিযোদ্ধাও যিনি।

গাজীর পক্ষে সনেট কবি
যেই না দিলেন পোষ্ট
হুমরি খেয়ে পড়ল যেন
নাখোশ কিছু হোষ্ট।

কেউবা বলল ভালো ভালো
কেউবা বলল মন্দ
ভালো মন্দের ঠেলাঠেলিতে
বের হলো দুর্গন্ধ।

আমি কিন্তু পবন সরকার
মধ্য পন্থায় আছি
উভয় দলের গুতাগুতিতে
ভোদর নাচা নাচি।

যতই হোক না গুতাগুতি ভাই
মজা কিন্তু কম না
উভয় পক্ষের মন্তব্য দেখে
হেসেই মরি রমনা।

তবে ভাইরে একটি কথা
স্বীকার করতেই হয়
গাজী ভাইয়ের খোঁচা মন্তব্যর
নাই কিন্তু আর ভয়।

নুরু ভাইটা বড়ই ঠ্যাটা
বরিশালের লোক
গুতা দিয়ে চাঁটগাঁ গাজীর
ভালো করেছেন রোগ।

দুইজনকেই ভালোবাসি
কারে বলবো মন্দ
রোজার দিনে দোয়া করে যাই
মিটে যাক তাদের দ্বন্দ।

নুরু-গাজী হোক না পাজি
তবুও মোদের ভাই
ব্লগটাকে মাতিয়ে রাখায়
অভিযোগ নাই তাই।

আসেন ভাইরে গাজী, পাজি
সবাই মিলে থাকি
ভদ্র ভাষায় মন্তব্য করে
বন্ধু বলে ডাকি।

ছবি ঃ গুগল

মন্তব্য ৬৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ সকাল ৯:৫৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ওহ্ ফাটাফাটি কবিতা। B-)

২০ শে মে, ২০১৮ সকাল ১০:০৬

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, সকালের শুভেচ্ছা রইল।

২| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


গত ২ দিনে, কমপক্ষে ৫০টার বেশী পোষ্টে রমযানের মাসে সংযমের কথা বলা হয়েছে; আমি ব্লগারদের সন্মান করি, সংযম করছি; কিন্তু নুরু সাহেব ইহাকে ভুলভাবে নিয়েছেন: তিনি মনে করেছেন, মাঠ খালি! ঈদের জামাত থেকে ফেরার পর, উনি বুঝতে পারবেন, ট্রাক্টরের জন্য কোন রাস্তার দরকার হয় না, উহা যেই কোন দিকে ছুটতে পারে।

২০ শে মে, ২০১৮ সকাল ১০:২৪

পবন সরকার বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, নুরু ভাইয়ের মন্তব্যর অপেক্ষায় আছি।

৩| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:১১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চমৎকার ছড়া হয়েছে! একটি বিষয়ে একমত হতে পারি না যখন আপনারা চাঁদগাজীকে বুড়া বয়েসের ধরেন | ছিষট্টি বছর বর্তমান যুগে কোনো বয়সই নয় | আর চাঁদগাজীর মতো রসিক চিরসবুজ মনের মানুষের জন্য তো নয়ই !

২০ শে মে, ২০১৮ সকাল ১০:২৭

পবন সরকার বলেছেন: যারা রসিকতা করে তারা বুড়ো বয়সে আরো বেশি রসিক হয়। আমাদের চাঁদগাজী ভাই এর ব্যতিক্রম নয়। ধন্যবাদ স্বামী বিশুদ্ধানন্দ।

৪| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:১২

বৃষ্টি বিন্দু বলেছেন: দারুন ছড়াতো!!
শুভকামনা রইলো...

২০ শে মে, ২০১৮ সকাল ১০:২৮

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, চাঁদগাজী ভাই আর নুরু ভাইয়ের জন্য দোয়া করবেন।

৫| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:২৪

কলাবাগান১ বলেছেন: চাদগাজী বলেছেন "আমি ব্লগারদের সন্মান করি, সংযম করছি;"

২০ শে মে, ২০১৮ সকাল ১০:৩০

পবন সরকার বলেছেন: চাদগাজী ভাই তার শত্রুর লেখাতেও মন্তব্য করতে দ্বিধা করেন না এই গুণটা উনার খুব ভালো। ধন্যবাদ কলাবাগান

৬| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:২৯

তারেক_মাহমুদ বলেছেন: গাজী ভাই সামুর সুপারস্টার, উনাকে নিয়ে কেউ এক লাইনের পোষ্ট দিলেও ৫০টি কমেন্ট পড়ে। আসলে গাজী প্রথম গাজীই সেরা।

২০ শে মে, ২০১৮ সকাল ১১:১০

পবন সরকার বলেছেন: গাজী ভাইয়ের কিছু গুণ আছে, খোঁচা মারা মন্তব্য করলেও তিনি সবার লেখাতেই মন্তব্য করেন। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

৭| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৪

অনুতপ্ত হৃদয় বলেছেন: দারুণ হয়েছে, দুজনের জন্য শুভ কামনা রইল

২০ শে মে, ২০১৮ সকাল ১১:১৩

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


মানুষ চোখে সর্ষে ফুল দেখে, নুরু সাহেব দেখবেন চারিদিকে ট্রাক্টর আর ট্রাক্টর, এবং মাথার উপর দিনের বেলায়ও পেঁচা উড়তে থাকবে।

২০ শে মে, ২০১৮ সকাল ১১:১০

পবন সরকার বলেছেন: নুরু ভাই যে কেন আপনার উপর ক্ষেপলো এটাই আমার মাথায় আসে না।

৯| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:১০

কাইকর বলেছেন: খুব ভালো লাগলো পড়ে। চাঁদগাজী ভাই আসলেই একটা ভালো মানের ব্লগার। যদিও আমি ব্লগে আজ দ্বিতীয় দিন। সবার সব কিছু জানিনা। তবে, এই দুই দিনে যা বুঝলাম চাঁদগাজী ভাই আসলেই মন ছুয়ে যাওয়ার মত একটা মানুষ। শুভকামনা রইল।

২০ শে মে, ২০১৮ সকাল ১১:১২

পবন সরকার বলেছেন: চাঁদগাজী ভাই দোষেগুণে মানুষ। উনি যেমন ভালো তেমনি মাঝে মাঝে খোঁচামারা মন্তব্য করে মানুষকে বিগড়িয়ে দেন।

১০| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:২০

আবু আফিয়া বলেছেন: চমৎকার, ধন্যবাদ

২০ শে মে, ২০১৮ সকাল ১১:২৫

পবন সরকার বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১১| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! ছন্দে ছন্দে কি সুন্দর বর্ণনা ! চমৎকার!
সবাই মিলে মিশে থাকি এই কামনা।

২০ শে মে, ২০১৮ দুপুর ১:২৩

পবন সরকার বলেছেন: সুন্দর কথা বলেছেন, সবাই মিলে মিশে থাকি এটাই কামনা হওয়া উচিৎ।

১২| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৩৯

বিজন রয় বলেছেন: আপনিও কি ছড়াকার, নাকি পুরানো কেউ নতুন করে.............?
+++

২০ শে মে, ২০১৮ দুপুর ১:৩০

পবন সরকার বলেছেন: আমি আগে টুকটাক কবিতা লিখতাম, ছড়ায় ছড়ায় সবাই মন্তব্য করে, দেখে খুব আফসোস হতো, তাদের দেখাদেখি আমিও কিছুদিন হলো চেষ্টা করতে লাগলাম, এই চেষ্টার অপফসল হলো এটি। তবে এই ব্লগের নামকরা ছড়াকারদের ধারে কাছেও আমি নাই। আপনাকে ধন্যবাদ

১৩| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন হয়েছে।

২০ শে মে, ২০১৮ দুপুর ১:৩১

পবন সরকার বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই, মন্তব্য করায় খুশি হলাম।

১৪| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৪

সুমন আকরাম বলেছেন: ভাল্লাগসে!

২০ শে মে, ২০১৮ দুপুর ১:৩১

পবন সরকার বলেছেন: ভালো লাগায় খুশি হলাম। ধন্যবাদ

১৫| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:১২

আল ইফরান বলেছেন: চাঁদগাজী বলেছেন মানুষ চোখে সর্ষে ফুল দেখে, নুরু সাহেব দেখবেন চারিদিকে ট্রাক্টর আর ট্রাক্টর, এবং মাথার উপর দিনের বেলায়ও পেঁচা উড়তে থাকবে।

কমেন্টস পড়ে হাসতে হাসতে শেষ B-) :P ;)

২০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

পবন সরকার বলেছেন: চাঁদগাজী ভাই তো তার বক্তব্য দিল কিন্তু নুরু ভাইয়ের তো দেখাই পাচ্ছি না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৬| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: পবনদা মধ্যপন্থা মনে হয় বেস্ট। ছড়াটা এককথায় অনন্য! শ্রদ্ধেয় গাজী সাহেবকে ইতিমধ্যে দুবার দেখলাম অস্ত্রে শান দিয়ে রমজানে সংযম দেখাতে আর বেচারা নূরু ভাইকে সম্ভত মিসিং বলে বরিশাল পুলিশ স্টেশন থেকে ঘোষনা করতে চলেছে।

সব্বাইকে আমার অন্তরের শুভেচ্ছা।

২০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৮

পবন সরকার বলেছেন: ব্লগটা যখন মরা মরা ভা্ব তখন নুরু ভাই আর গাজী ভাইয়ের ঠেলাঠেলি পোষ্টৈর কারণে ব্লগটা বেশ চাঙ্গা মনে হচ্ছে। কাজেই দুইজনকেই রমজানের শুভেচ্ছা দিতে হয়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ পদাতিক দা।

১৭| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:৩২

শাহাদাত নিরব বলেছেন: মন খারাপের দিনে খুঁজে খুঁজে এই কবিতা টা পড়বো ।
চাঁদগাজী ভাই অনেক বড় মনের মানুষ এটা সবাইকে মানতে হবে ।
আর নুরু ভাইতো সাহসের খনি নিয়ে বাস করেন নইলে চাঁদগাজী ভাইয়ের সাথে পাঙ্গা নেন কি ভাবে ?

২০ শে মে, ২০১৮ দুপুর ১:৪১

পবন সরকার বলেছেন: সাহসের দিক দিয়ে কেউ কম না, একজন হলো পাহাড় এলাকার লোক আরেকজন হলো নদী এলাকার লোক। দুইজনের সাহসের তারিফ করতে হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

১৮| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: এক কথায় অসাধারন। মুগ্ধ হয়ে পড়লাম।

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনি মুগ্ধ হয়ে পড়ায় খুশি হলাম।

১৯| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুজনেই ভদ্রলোক। বিরোধ কেন বাধলো বুঝতেছিনা।

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

পবন সরকার বলেছেন: লিটন ভাই, খোঁচামারা মন্তব্যে চাঁদগাজী ভাইয়ের একচেটিয়া রাজত্ব ছিল, হয়তো নুরু ভাইয়ের কোন লেখায় খোঁচা মারতে গিয়েই এই বিপত্তিটা বাধে। ধন্যবাদ লিটন ভাই।

২০| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮

মীর সাজ্জাদ বলেছেন: এত সুন্দর কবিতা পড়ে আমাদের দুই আপন ভাই আর রেগে থাকতে পারবেই না, সব সমস্যা সমাধান।

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

পবন সরকার বলেছেন: তারা দুইজন সমঝোতায় আসুক এটা আমরাও চাই।

২১| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৯

সনেট কবি বলেছেন: হঠাৎ দারুণ ভাল লাগছে। উৎসর্গের জন্য ধন্যবাদ জনাব পবন।

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

পবন সরকার বলেছেন: আপনি গুনীলোক আপনি আমার ব্লগ বাড়িতে উকি দিয়েছেন এতেই আমি খুশি হয়েছি। ধন্যবাদ

২২| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:১৭

জোকস বলেছেন: মাঝে মধ্যেই দেখি দুজনাই পাশাপাশি থাকেন, হয়তো এই কারনি ঠুকা-ঠুকি লাগে :P

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

পবন সরকার বলেছেন: পাশাপাশি থাকার কারণেও ঠোকাঠুকি লাগতে পারে। আপনার অনুসন্ধানী চোখের জন্য ধন্যবাদ।

২৩| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বড়ই চমৎকার লাগল

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

২৪| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

সুমন কর বলেছেন: হাহাহা..........ভালো লিখেছেন। ;)

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

পবন সরকার বলেছেন: তাদের ঠেলাঠেলি অনেকের জন্য হাসির খোরাক। ধন্যবাদ আপনাকে

২৫| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কত হাজারবার ভেবেছি – কাকের কর্কশ
গলা টিপে কি বন্ধ করার আছে কি কোনও উপায়!
না নেই। প্রকৃতির রাজত্বে কাকের অবাধ বিচরণ।
নিরুপায় হয়ে তাই কাকের কা-কা বাসিয়াছি ভালো!

২০ শে মে, ২০১৮ রাত ৮:০০

পবন সরকার বলেছেন: কথা কয়টির মধ্যে মনে হলো অনেক রহস্য লুকিয়ে আছে। ধন্যবাদ নুরু ভাই আমার ব্লগে ঢু মারার জন্য।

২৬| ২০ শে মে, ২০১৮ রাত ৮:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার লেখা পড়ে চাঁদগাজীর পুড়তন রোগ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে।

২০ শে মে, ২০১৮ রাত ৯:১৭

পবন সরকার বলেছেন: গাজী ভাইয়ের পুরাতন রোগ সারানোর জন্য নুরু ভাইয়ের খোঁচা থেরাপি ভালো কাজ করছে। রাসালো মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

২৭| ২০ শে মে, ২০১৮ রাত ৮:২২

ফাহমিদা বারী বলেছেন: জটিল!!!

২০ শে মে, ২০১৮ রাত ৯:১৮

পবন সরকার বলেছেন: আপনার মত গুনী লেখক আমার ব্লগ বাড়িতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।

২৮| ২০ শে মে, ২০১৮ রাত ৯:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অ‌নেক সুন্দর ক‌বিতা। খুবই উপ‌ভোগ্য। ধন্যবাদ দি‌য়ে খা‌টো কর‌তে চাই না।

২০ শে মে, ২০১৮ রাত ৯:১৯

পবন সরকার বলেছেন: আপনি মন্তব্য করায় খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

২৯| ২০ শে মে, ২০১৮ রাত ১১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভায়া।।

২১ শে মে, ২০১৮ সকাল ১১:০৫

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ২১ শে মে, ২০১৮ রাত ৩:২২

ঠ্যঠা মফিজ বলেছেন: হ্যা ওনার মত ভদ্র লোক ব্লগে দিত্বীয়জন আর কেহ নাই।

২১ শে মে, ২০১৮ সকাল ১১:০৬

পবন সরকার বলেছেন: জী ঠ্যাটা ভাই, তবে ভদ্রতা প্রশংসা করবো না ধৈর্যের প্রশাংসা করবো।

৩১| ২১ শে মে, ২০১৮ ভোর ৪:৫৯

কাওসার চৌধুরী বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজীকে নিয়ে চমৎকার কবিতা। ভাল লাগলো পড়ে।

২১ শে মে, ২০১৮ সকাল ১১:০৭

পবন সরকার বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই, শুভেচ্ছা রইল।

৩২| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধ হলাম ! সবার জন্য শুভকামনা রইলো

২৩ শে মে, ২০১৮ রাত ৮:০৭

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.