নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

ঠেলাঠেলির বাঁশ

১৬ ই মে, ২০১৮ রাত ৯:৪২


চাঁগা ভাই আর নুমো ভাইয়ের ঠেলাঠেলির বাঁশ
ব্লগেতে শুরু হলো কি যে সর্বনাশ
ঠেলাঠেলি করে দু'জন ওদিক আর এদিক
মাঝখানো ব্লগাররা হয়েছে বেদিক।

কোন দিকে কে যাবে বুঝে নাকো কেউ
মাঝখানে শুরু হলো হাসাহাসির ঢেউ।
কেউ বলে খুব ভালো কেউ বলে মন্দ
কেউ বলে রসিকতা কেউ বলে দ্বন্দ।

বাড় নাকি বেড়েছিল মোদের চাঁগা ভাই
নুমো ভাই ঠেলা দিয়ে সোজা করছে তাই।
কথা শুনে হাসি পায় পাই নাকো দিশে
নুমো ভাই চাঁগার ট্রাকে মানুষ মারছে পিশে।

দেশে থাকি বিদেশ থাকি তাতে কিছু নাই
এদেশের মোরা সব হলাম ভাই ভাই।
ভালো-মন্দ যাই হোক সবার মাঝে আছে
অহংকার করলে তার পতন আছে পাছে।

খোঁচা মারা কথা সব বন্ধ করে
মিলে যাই কানে কানে গলাগলি ধরে
চাঁগা ভাইয়ের দেহে আসুক নতুন প্রাণ
বাড়ুক সবার মাঝে উভায়ের সম্মান।
(ছবিঃ গুগল)

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঐ দুই ভাল মানুষকে(!!!) টাইট/বাঁশ দেয়ার দায়িত্বটা আমাকে দেয়া হোক!!X(

ছড়া দারুন হয়েছে।

১৬ ই মে, ২০১৮ রাত ১০:০৫

পবন সরকার বলেছেন: দিলাম দায়িত্ব তবুও দুইজন ঠেলাঠেলি ছাড়ুক। ধন্যবাদ

২| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


মে মাসের প্রথমদিকে কোন বিখ্যাত লোকজন মৃত্যুবরণ করেননি, মনে হয়; তাই, নুরু সাহেব ট্রাক্টর ম্রাক্টর নিয়ে লেগে গেছেন; অবশ্য এতে উনার কবিতা-চর্চা চলছে ভালো! কয়েকটি ভালো কবিতা লিখেছেন চান্দুমিয়া ও ট্রাক্টরের উপর। রোষা এসে গেছে, এনার্জি লেভেল এমনিতেই নীচে আসবে।

১৬ ই মে, ২০১৮ রাত ১০:০৬

পবন সরকার বলেছেন: দেখা যাক রোজায় নুরু ভাই কি করে? ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৩| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৫৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বড়ই আনন্দ বিনোদন পাইলাম। ধন্যবাদ

১৬ ই মে, ২০১৮ রাত ১০:১৭

পবন সরকার বলেছেন: কথা মন্দ বলেন নাই, তাদের ঠেলাঠেলি দেখলে অনেকেই মজা উপভোগ করে। ধন্যবাদ

৪| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! ভাগ্যিস ঐ দুই ভাই ছিল। নতুবা এমন কাজ যে আর কেউ করতে পারতো না। হা হা হা। সুমনদা চালিয়ে খেলুন। আমরা বেশ উপভোগ করছি।

অনেক শুভ কামনা রইল দাদা।

১৬ ই মে, ২০১৮ রাত ১০:১৮

পবন সরকার বলেছেন: হা দাদা, কথা মন্দ বলেন নাই, উনারা দুইজন আছেন দেখেই মজা উপভোগ করতে পারছি।

৫| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:১৪

অর্ক বলেছেন: দিনশেষে দুইটাই এক গোয়ালঘরের দুষ্ট গরু... দুইটাই চোর সন্ত্রাসী ও ৪২০! ব্লগ থেকে উভয়কে ব্যানসহ আইনগতভাবে শাস্তির ব্যবস্থা করা হোক!

আপনার আর কোনও চিন্তা নেই পবন ভাই। এরপর থেকে আমি আপনি আমরা মিলেমিশে ব্লগিং করবো।

১৬ ই মে, ২০১৮ রাত ১০:২১

পবন সরকার বলেছেন: আপনার মন্তব্য পড়ে হাসতে হাসতে জান শেষ। আপনি ঠিকই ধরেছেন এই দুইজনকে শান্ত করা দরকার।

৬| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



@অর্ক,

একবার আপনাকে একটা ধন্যবাদ দিতে চেয়েছিলাম; দেখলাম, সেই রাস্তাও নেই, সাঁকো ভেংগে দেয়া হয়েছে।

১৬ ই মে, ২০১৮ রাত ১০:৪২

পবন সরকার বলেছেন: দেখি অর্ক কি লেখে

৭| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"অর্ক"
:P:P


চাঁদগাজী না থাকলে আলোচিত অংশে যাওয়া ঠেকায় কে???:P:D

১৬ ই মে, ২০১৮ রাত ১০:৪৩

পবন সরকার বলেছেন: এ কথাও মন্দ নয়

৮| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: এ কেমন কবিতা.......? আমি ব্লগে নিয়মিত না ........................তাই হয়ত পুরো ব্যপার টা জানি না.....জানার ইচ্ছা রইল

১৬ ই মে, ২০১৮ রাত ১০:৪৫

পবন সরকার বলেছেন: আপনি ঠিকই বলেছেন কবিতাটির মর্ম নতুন অবস্থায় বুঝতে একটু কষ্টই হবে। ধন্যবাদ

৯| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:৫২

অনুতপ্ত হৃদয় বলেছেন: অহংকার করলে তার পতন আছেই

অহংকার পরিত্যাগ করা জরুরি

১৮ ই মে, ২০১৮ রাত ১২:৩১

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

১০| ১৭ ই মে, ২০১৮ রাত ১:৩৮

অর্থনীতিবিদ বলেছেন: কবিতা তো মারাত্মক হয়েছে। অসাধারণ করে চাঁগা আর নুমো ভাইকে তুলে ধরেছেন। কবিতাটা পড়ে জসীমউদ্দিনের বাঙ্গালীর হাসির গল্পের একটা গল্পের কথা মনে পড়ে গেলো। একটা কথায় এতো।

১৮ ই মে, ২০১৮ রাত ১২:৩২

পবন সরকার বলেছেন: আপনার মন্তব্য পেলাম জসীমউদ্দিনের হাসির গল্পটি পেলাম না। ধন্যবাদ

১১| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: জীবন, ঐষর্য্য নয় কিছুতেই। না কোন রত্ন সম্ভার জীবনে জড়ানো থাকে কারো। জীবন এক দীর্ঘ অভিজ্ঞতার পাঠ। অজানার পথে হাঁটা পর্যটকের নিজ চোখে দেখা, জানা শোনার এক সুদীর্ঘ রোজনামচা। আমরা জীবনকে সুধা ভেবে তৃপ্ত কিন্তু জীবন কি আসলেই সুধাসম?

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:১০

পবন সরকার বলেছেন: বড়ই মূল্যবান মন্তব্য করেছেন। আসলেই আমরা কেউ জীবনকে এত মূল্যায়ন করি না। ধন্যবাদ

১২| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:১০

অর্ক বলেছেন: @চাঁদগাজী ভাই, সাঁকো আবার মেরামত করে ঠিক করে দিলাম। দেখি, কী ধন্যবাদ পাই!

১৮ ই মে, ২০১৮ রাত ১২:৩২

পবন সরকার বলেছেন: চাঁদগাজী ভাই কই?

১৩| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

কাইকর বলেছেন: শব্দচয়ন বেশ লেগেছে। চালিয়ে যান। আমি ছোটখাটো একটা গল্পকার। সময় পেলে আমার গল্প পড়তে আসবেন। দাওয়াত রইলো। ধন্যবাদ

১৯ শে মে, ২০১৮ রাত ৮:০৫

পবন সরকার বলেছেন: গল্পই যখন লিখেন তখন নিজ নামে ব্লগার হলেন না কেন? কষ্ট করে গল্প লিখে নিক নাম দেয়ার কি প্রয়োজন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.