নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

ম্যাঁওপ্যাঁও মন্তব্য খোঁচাখুচি পরিবেশ

১১ ই মে, ২০১৮ দুপুর ২:২৩


বিঃদ্রঃ ব্লগারদের মন্তব্যের ভিত্তিতে ছড়া লেখার জন্য চাঁদগাজী ভাইয়ের কাছে আগেই মাফ চেয়ে নিচ্ছি।

ম্যাঁওপ্যাঁও মন্তব্য
খোঁচাখুচি পরিবেশ
মাঝে মাঝে মজা লাগে
বলতে হয় বেশ বেশ।

অনেকেই বিজ্ঞ লোক
এই সামু ব্লগে
তারপরেও খোঁচাখুচি
ধরল তাদের কি রোগে?

চাঁদগাজী বয়স ভারী
ছেষট্টি তো হবে পার
মুক্তিযোদ্ধা বলে তিনি
উঁচু করে রাখেন ঘাড়।

জিয়ার অধীনে নাকি
মুক্তিযুদ্ধ করেছেন
রাজাকার আর খান সেনা
কত নাকি মেরেছেন।

যুদ্ধ করলেও যুদ্ধের কথা
কোথাও তিনি লেখেন না
খালেদার দোষ ছাড়া
অন্য কিছু দেখেন না।

খালেদার নাম নিলেই
উঠে বসে সাতবার
জিয়ার সাথে যুদ্ধ করেও
জানি না ক্যান ক্ষোভ তার।

ম্যাঁওপ্যাঁও মন্তব্য
অনেকের লেখাতে
ব্লগাররা ব্যস্ত থাকেন
তার এসব ঠেকাতে।

আপত্তিকর মন্তব্য
মাঝে মাঝে দেখতে পাই
মেয়েদের লেখায় দেখলে
নিজেই যেন লজ্জা পাই।

আমি পবন অনুরোধ করে
গাজী ভাইকে বলে যাই
খোঁচাখুঁচি না করে
গঠনমূলক মন্তব্য চাই।

ম্যাঁওপ্যাঁও মন্তব্য
যদি সদা করে যান
ক্ষেপে গিয়ে অনেকেই
করবে আপনায় অপমান।

বয়সেতে বড় আপনি
এটা কেউ মানবে না
কত বড় পদে আছেন
তাও কেউ জানবে না।

আপনার প্রতি ক্ষোভ নাই
চাই পরিবেশটা
সবার সাথে তাল মেলাতে
করেন এবার চেষ্টা।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:৩১

শাহারিয়ার ইমন বলেছেন: B-)

১১ ই মে, ২০১৮ দুপুর ২:৫১

পবন সরকার বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:৫৩

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট পড়লে মন্তব্য নিজের থেকেই এসে যায়; পোষ্ট অনুযায়ী মন্তব্য হয়; মন্তব্যই পোষ্টর মান-নির্ণয় করে। সব ব্লগারের মতো, আমিও চাই যে, পাঠক আমার পোষ্ট পড়ে উনার মতামত দিক; কিন্তু আমি চাই না যে, ব্লগে আমার সাথে পরিচয়ের কারণে পোষ্টকে মুল্যায়ন না করে, পরিচিতিকে মুল্যায়ন করুক কোন ব্লগার।

বেগম জিয়াকে নিয়ে লেখাতে বেশ কিছু ব্লগার বেশ অসন্তষ্ট হয়েছেন, অনেক পরিচিত ব্লগার আমার পোষ্ট পড়া ছেড়ে দিয়েছেন। বেগম জিয়াকে নিয়ে ব্লগে তেমন পোষ্ট আসে না; তিনি আমাদের জাতির উপর প্রভাব রেখেছেন ৩৫ বছর, এটা বিশাল ঐতিহাসিক ব্যাপার; উনার কারণে ৩৬ বছরে জাতি কোনদিকে গেছে সেটা মানুষের বুঝার দরকার আছে।

জাতির মুক্তিযুদ্ধ ততকালীন মানুষের মনে, ও যোদ্ধাদের মনের উপর ভীষণ চাপের সৃষ্টি করেছিল; আমি সেসব দিনগুলো নিয়ে এখন আর মন খারাপ করতে চাই না।

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:০১

পবন সরকার বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, আপনি সুন্দর করে মন্তব্য করায় খুব খুশি হলাম। আপনি রাজনীতি নিয়ে ভালো লেখেন এটা সবারই জানা। এত সুন্দর বিশ্লেষণ ধর্মী লেখা ব্লগে খুব কমই আসে। শুধু আপনার মন্তব্য নিয়ে সবাই নয় অনেকেই একটু বিরুক্তিবোধ করে। আপনি আপত্তিকর কোন শব্দ ব্যবহার না করে গঠনমূলক মন্তব্য করলে হয়তো এই সমস্যার সৃষ্টি হবে না। কারণ আপনি একজন বয়স্ক মানুষ এবং বিদেশ থাকেন আপনার কাছে সবাই ভালো কিছু আশা করে।

৩| ১১ ই মে, ২০১৮ বিকাল ৩:০৯

Sujon Mahmud বলেছেন: চাঁদ গাজী ভাই উপায় নাই..... গঠন মূলক মন্তব্য চাই...

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫০

পবন সরকার বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৪| ১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৩১

মাকামে মাহমুদ বলেছেন: সহমত

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫২

পবন সরকার বলেছেন: নিঃসন্দেহে চাঁদগাজী ভাই রাজনৈতিক লেখা ভালো লেখেন কিন্তু মন্তব্য নিয়েই তার সাথে প্রায়ই দেখি ব্লগারদের মন কষাকষি হয়।

৫| ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:০৩

আকতার আর হোসাইন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। কিন্তু কতটুকু সত্য তাও জানি না... আমি মনে করি চাঁদগাজী সাহেব স্পষ্টভাষী.. এবং স্পষ্টভাষীকে আমি খুব পছন্দ করি... কারণ আমি নিজেও একজন স্পষ্টভাষী লোক... স্পষ্ট কথা বলি বিধায় আমার খুব ছোট্ট জিবনটাতেও অনেক শত্রু জুটেছে... কিন্তু তাতে কি...?
ওসব ভয় করিনা... কারণ স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো...

১১ ই মে, ২০১৮ বিকাল ৪:১৬

পবন সরকার বলেছেন: আপনি তার সম্পর্কে পুরো না জেনে মন্তব্য করেছেন, আমি তাকে ব্লগে দীর্ঘদিন হলো চিনি, যে কারণে আমার ছড়া লেখার পরও উনি প্রতিবাদী মন্তব্য লিখতে পারেন নাই। কারণ তিনি মাঝে মাঝে এমন সব মন্তব্য করে থাকেন যা আপত্তিকর। চ্যালেঞ্জ করলে স্ক্রীন শর্ট এনে দেখাতে পারি। ছড়ার ভিতর খেয়াল করলে দেখবেন সব কথাই বলা আছে। তার সব মন্তব্য নিয়ে সমস্যা হয় না, হুট করে দু'একটি অশালীন ভাষায় এমন মন্তব্য করে থাকেন যা অনেকের আঁতে লাগে। সেইসব নিয়েই সমস্যা হয়। স্পষ্টবাদী হওয়া সমস্যা নয়, শালীনতা বজায় রেখে আপনি মন্তব্য করেন দেখবেন কেউ ক্ষেপবে না কিন্তু যদি অশালীন ভাষা প্রয়োগ করেন তখনই মানুষ ক্ষেপে যায়।

৬| ১১ ই মে, ২০১৮ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



আমি কি মন্তব্যে "অশালীন" কথাও লিখি? যদি লিখে থাকি, আমি স্যরি!

১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

পবন সরকার বলেছেন: আমি ব্লগে লেখালেখি কম করলেও অনেক পড়ি, বেশ কিছু লেখায় আপনার এধরনের মন্তব্য পেয়েছি, যে কারণেই আমি বলতে পারছি। তবে আপনি স্যরি বলেছেন এই মহৎ গুণটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোষ্টের অর্থ কিন্তু আপনার বিরোধিতা করা নয়, আপনি যাতে অতীতের ভুলগুলো না করেন সেই বিষয়ে জানিয়ে দেয়া, অনেক সময় অজান্তেই কিছু ভুল হয়ে যায়, যে ভুলগুলো নিজের কাছে অনেক সময় ধরা পড়ে না। ধন্যবাদ গাজী ভাই, আপনি স্যরি বলায় আমিও পোষ্ট দিয়ে লজ্জা পেলাম, ক্ষমা প্রার্থনা করছি।

৭| ১১ ই মে, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: মিল দিয়ে দিয়ে ভালোই লিখেছেন।

১২ ই মে, ২০১৮ রাত ৮:০২

পবন সরকার বলেছেন: জী ভাই, তবে না বুঝে লিখি নাই। আপনাকে ধন্যবাদ।

৮| ১২ ই মে, ২০১৮ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ছড়া কবিতা হিসেবে মন্দ নয়। কিন্তু চাঁদ গাজী যা বিশ্বাস করেন তাই লিখেন। মত পার্থক্য থাকতে পারে। কিছু মন্তব্য খারাপ হয়ে যায়। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী ।এটি তার অনন‍্য বৈশিষ্ট্য।

১২ ই মে, ২০১৮ রাত ১১:১৬

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন, তার মন্তব্য নিয়ে সমস্যা অন্য সমস্যাগুলো ধরার মত নয়।

৯| ১২ ই মে, ২০১৮ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লগারদের সন্মান করি, তাঁদের ফিডব্যাকের প্রতি আমার সন্মান আছে সব সময়।

১২ ই মে, ২০১৮ রাত ১১:১৭

পবন সরকার বলেছেন: আপনার কাছে এইটা আমরাও কামনা করি। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১০| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব অবশেষে বলনেন তিনি সরি,
ইদানিং সাবই তাকে মারতেছে কুব ঝাড়ি,
জারি-জুরি ফাস হয়েছে সুশীল হতে চান,
আপনারা ভাই তার তকে ক্ষমা ভিক্ষা দেন!

১৪ ই মে, ২০১৮ দুপুর ১:০৬

পবন সরকার বলেছেন: আপনার দোস্তের ক্ষমা তো ভাই আগেই করেছি
এখন শুধু সোজা করতে ল্যাজটা ধরেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.