নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি-০১
লক্ষ্মী পুজোর জন্য তৈরী লক্ষ্মী সরা বিক্রি করছে। (ছবিগুলি দুর্গা পুজার পরে লক্ষ্মী পুজার সময় তোলা।)
ছবি-০২
শহরের মাঝখানে পুকুর। পরিস্কার পানি, দেখলেই নেমে গোসল করতে ইচ্ছে করে।
ছবি-০৩
মানিকগঞ্জ শহরের পুরান বাজারে সরিষার তেলের ঘাইন। নিজে দাঁড়িয়ে থেকে খাঁটি সরিষার তেল পাঁচ লিটার ভাঙিয়ে নিয়েছিলাম। বেড়াতে গিয়ে এই একটি জিনিষই খাঁটি কিনতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে।
ছবি-০৪
মানিকগঞ্জ পুরান বাজারের পিছনে শহরের মাঝখানে মজা পুকুরের দশা।
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২০
পবন সরকার বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ছবি ব্লগ ভালো লাগে, তয় এতো কম ছবি দিলেন ক্যান ভাই?
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২১
পবন সরকার বলেছেন: ভাই সাদা মনের মানুষ, আমি তো আপনার মত অত এক্সপার্ট না যে কারণে ছবির পরিমাণ কম।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কয়েকটি ছবি দেখলাম।
০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
পবন সরকার বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫
সুমন কর বলেছেন: আরো কিছু ছবি দেবার প্রয়োজন ছিল।
* অ.ট.: পাঁচ লিটার তেল সংগ্রহ করতে খরচ কেমন হলো?
০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৬
পবন সরকার বলেছেন: ১২৫টাকা লিটার হিসাবে ৬২৫টাকা লেগেছে।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: কি দারুন ছবি । ধন্যবাদ শেয়ার করার জন্য ।
০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
পবন সরকার বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৮
চাঁদগাজী বলেছেন:
মানিকগন্জের হিন্দুরা কি আছেন, নাকি যবেশীর ভাগ চলে গেছেন?
০৪ ঠা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
পবন সরকার বলেছেন: বেশিরভাগ চলে গেছে।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪
চাঁদগাজী বলেছেন:
পুরানো দিনে, কলকাতার কোন এক পুরান শিল্পীর একটা গান ছিল:
"শিয়ালদহ গোয়ালন্দ, আজো আছে ভাই,
আমার দেশে যাবো আমি সোজা রাস্তা নেই,
...
কিছু ছিলো মানিকগন্জে ভাবি সদা তাই ..."
০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:০০
পবন সরকার বলেছেন: ব্রিটিশ আমলে মানিকগঞ্জের প্রচুর লোকজন কোলকাতায় ব্যাবসা বাণিজ্য করতো। আরিচা ঘাট পার হয়ে ওপারে গোলন্দ গিয়ে ট্রেনে উঠত আর সোজা কোলকাতায় চলে যেত।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।