নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবন সরকার
বহু আগে গিয়েছিলাম
বরিশালের গাবখান
গাঁয়ের লোকে হেসে বলে
আরে ভাই ডাব খান।
এসেছেন তো ঢাকা থেকে
জীবনে আর আছে কি
এই দেশের মানুষগুলো
খাওয়া ছাড়া বাঁচে কি?
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
পবন সরকার বলেছেন: মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছড়া সুন্দর হয়েছে।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
পবন সরকার বলেছেন: আপনি ছড়া সুন্দর বলায় উৎসাহ পেলাম।
৩| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬
মরুসিংহ বলেছেন: ডাব খাবো, গাব খাবো অথবা এ তালটা
আনারসও খেতে পারি ছিলে দিলে ছালটা।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫
পবন সরকার বলেছেন: হা হা হা তাল আনারস তো ছাল ছিলেই খেতে হবে। দারুণ মন্তব্য।
৪| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০১
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: গাবখানে তো গাব বেশি পাবার কথা। ডাব খেতে বলে কেনো তারা?
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫
পবন সরকার বলেছেন: সেখানে যত না গাব গাছ আছে তার চেয়ে ডাব গাছ বেশি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৫| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০১
বিলিয়ার রহমান বলেছেন: বহুদিন আগে পড়েছিলাম
এক ছড়া
খেয়ে ছিলাম ডাল ভাত
আর খেয়েছি বড়া!!
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬
পবন সরকার বলেছেন: দারুণ ছন্দ। খুব ভালো লাগল।
৬| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: বাহ। খুব ভালো হয়েছে।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬
পবন সরকার বলেছেন: আপনার মন্তব্য পড়ে আনন্দিত হলাম।
৭| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০
সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: সুন্দর হয়েছে। আরেকটু বড় হলে ভালো হতো
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭
পবন সরকার বলেছেন: ছড়া লেখার অভ্যাস কম তাই ইচ্ছা থাকলেও বড় করতে পারছি না।
৮| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
ডাবখানে ডাব খান; ওখানে ডাব আছে তো? সব ডাব ঢাকা চলে আসে আজকাল।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮
পবন সরকার বলেছেন: গাবখানের লোক যতটা পারে খায় বাকী সব ডাব ঢাকা চলে আসে। আপনি মন্তব্য করায় খুশি হলাম।
৯| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৮
সুমন কর বলেছেন: ছোট কিন্তু সুন্দর। +।
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮
পবন সরকার বলেছেন: আপনার মন্তব্য পড়ে আনন্দিত হলাম।
১০| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ছোট হলেও খুব সুন্দর হয়েছে++
শুভ কামনা কবি।
২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪
পবন সরকার বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।
১১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০৮
ওমেরা বলেছেন: ডাবের পানি অনেক উপকারী।
২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫
পবন সরকার বলেছেন: ডাব মানুষের সৃষ্টি নয় যে কারণে এই পানিতে যা আছে তা ন্যাচারাল।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
ঐদিকে মানুষের অর্থনৈতিক অবস্হা কি রকম?
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৫
পবন সরকার বলেছেন: ভালো মন্দয় আছে। ধন্যবাদ গাজী ভাই।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৭
কামরুননাহার কলি বলেছেন: বাহ্ বাহ্ খুব সুন্দর কবিতা । আপনার জন্য ++++