নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিন টাকা পিস ডিম কিনতে গিয়ে যারা পুলিশের হাতে ডিম থেরাপি খেয়েছেন তাদের দুখে দুঃখিত হয়ে হাসতে হাসতে জান শেষ। তবে কথা হলো-- সামান্য ডিমের জন্য বেরসিক পুলিশমহোদয়গণ এরকম ব্যাবহার করবেন এটা কেউ আশা করে নাই।
বাঙালি সস্তা পেলে আলকাতরা খায়, বিশ হাজার ডিমের জন্য চল্লিশ হাজার লোক লাইনে দাঁড়িয়ে তা প্রমাণ করল।
বাঙালিদের ডিম প্রীতি দেখে ডিম খুশিতে মাটিতে পড়ে নিজেই ফেটে গেল।
সস্তায় ডিম কেনার জন্য মানুষের এরকম ঢল পৃথীবিতে আর কোথাও হয়েছে কিনা ডিমেরা নিজেরাও জানে না।
(ছবি ঃ গোগুল মামার সৌজন্যে)
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪
পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন চাঁদগাজী ভাই, ডিম সরবরাহ করতে পারবে না অথচ সস্তা ডিম দেয়ার কথা দুনিয়া জুড়ে প্রচার করে বসে আছে ।
২| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১২
শায়মা বলেছেন: হা হা ছবির ডিম দেখি মানুষের কান্ডে বড়ই বিরক্ত। বমি করছে ! হা হা হা
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৭
পবন সরকার বলেছেন: ডিমের তো প্রেস্টিজ বলে একটা ভাবসাব আছে।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২১
শায়মা বলেছেন: সেই তো দেখছি সে মানুষের অমানুষীও কান্ডে নিজেই বমি করে দিয়েছে!
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩০
পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন, ডিম নিয়ে এরকম কান্ড পৃথীবিতে মনে হয় আর কোথাও ঘটে নাই।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই ভীর প্রমাণ করে দ্রব্যমূেল্যর নাভীশ্বাসে অসহায় আমজনতার কষ্টচ্ছবি!
এতটুকু সাশ্রয় যদি মেলে!
অথচ সার্বিক ব্যার্থ সরকার আরেকটি ব্যার্থ প্রহসনের জন্ম দিল!
ডিমের যোগান না নিয়েই ফলাও প্রচার!
ছবির একটা হাত যেন আশ্বস্ত করার বদলে জনতার ভীরে ডুবন্ত এস ওএস ম্যাসেজ দিচ্ছে বাস্তবতায়। যে হাত ৭১এ সবাইকে উজ্জিবীত করেছিল তারই কন্যার অনির্বাচিত স্বৈরাচারী সময়ে ডিমের চাহিদার ভীরে সেই উত্তোলিত হাত যেন ভরসাস্থল হেয় উঠছে না!!!!
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭
পবন সরকার বলেছেন: বলার কিছু নাই
৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭
আল ইফরান বলেছেন: তিন টাকায় ডিম বিক্রির জন্য যেভাবে তিন কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়েছে তাতে আমাদের উচিত যারা এর সাথে জড়িত তাদের তিনটা করে ডিম-থেরাপি দেয়া, তাতে যদি কাজ হয় আর কি
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮
পবন সরকার বলেছেন: মন্দ বলেন নাই।
৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তিন টাকার ডিম কিনতে গিয়ে যাতায়াত আর চিকিৎসা খরচ বাবদ পাঁচশো টাকা খরচ। হায়রে বাঙ্গালী!
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯
পবন সরকার বলেছেন: আপনি ঠিকই বলেছেন, তিন টাকার ডিমের জন্য পাঁচশ' টাকা খরচও করেছে পেটনও খেয়েছে।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
বিষাদ সময় বলেছেন: ফার্মগেটের কাছে বাড়ি হওয়ায় একবার ভেবেছিলাম ডিম মেলা ঘুরে দেখে কয়টা ডিম কিনে নিয়ে আসবো, রথ দেখাও হবে কলা বেচাও হবে, ভাগ্য ভাল শেষ পর্যন্ত যাওয়া হয়নি।
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২০
পবন সরকার বলেছেন: না গিয়ে ভালই করেছেন, গেলে ওই ঝামেলায় পড়তেন।
৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯
সুমন কর বলেছেন: আমরা পারিও !!!
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২০
পবন সরকার বলেছেন: আমরা যে পারি তার প্রমাণ ভালো ভাবেই হয়ে গেল।
৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুজুগের নিত্যনতুন উদাহরণ দিয়েই চলেছি আমরা...
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২১
পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন, পৃথীবিতে এটাও একটা উদাহারণ হয়ে থাকল।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: বিশ্ব আলকাতরা দিবস বলতে যদি কিছু থাকে। আর দিনটি যদি পালন হয় এদেশে। তাহলে সেদিন নিশ্চয়ই মাগনা আলকাতরা নিতে জড়ো হবে গোটা শহর।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯
পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন ভাই, মাগনা আলকাতরা পেলেও কাজে লাগুন আর না লাগুক মানুষ এভাবেই ভীর লেগে যাবে।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২
চাঁদগাজী বলেছেন:
এগুলো জাতির মানসিক দৈন্যতার প্রমাণ; ডিম বিক্রয়ের প্রচার, ও ডিম সংগ্রহের চেস্টা সবই দৈন্যতা ও বেকুবী