নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নওগাঁর বিস্ময়কর কিশোরী ঘোড়সওয়ার তাসমিনা চার বছর বয়সে খেলার ছলে বাবার কেনা ছোট একটি ঘোড়ায় চড়ে খেলা করতো। সেই ছোট্ট শিশু এক পর্যায়ে হয়ে উঠে দুর্দান্ত ঘোড়সওয়ার। মাত্র ১১ বছর বয়সে ঘোড় দৌড় প্রতিযোগীতায় সবাইকে পিছনে ফেলে হাজারবার প্রথম স্থান অধিকার করে। দরিদ্র ঘরে জন্ম নেয়ায় প্রতিযোগীতা করার মত নিজের ঘোড়া না থাকায় অন্যের ঘোড়া দাবড়িয়ে অনেক পুরুষ্কার অর্জন করেছে কিন্তু পুরুষ্কারগুলো নিজের ভাগ্যে জোটেনি, সব পুরুষ্কার খেলা শেষে ঘোড়াওয়ালাদের হাতে তুলে দিতে হয়েছে। নিজে পুরুষ্কার না পেলে কি হবে তারপরেও দমে যায় নি, প্রতিযোগীতায় প্রথম হওয়াটাই ছিল তার নেশা।
গ্রামের দরিদ্র ঘরে জন্ম নেয়া এই কিশোরী হাজার ঘোড়সওয়ারকে পিছনে ফেলে শ্রেষ্ঠ পুরুষ্কার অর্জন করায় তার উপর নির্মিত হয় সিনেমা। তাসনিমাকে নিয়ে নির্মিত সেই সিনেমা গ্রীসে অলিম্পিয়া ফিল্ম ফেস্টিভল ফর চিল্ড্রেন এনড ইয়ং পিপলস-এ স্থান পেয়েছে। এখন সে বিশ্ব জুড়ে আলোচিত মেয়ে শিশু ঘোড়সওয়ার হিসাবে পরিচিত। গ্রামের স্কুলে লেখাপড়া করে। বর্তমানে সে ক্লাস সিক্সে পড়ে। মেয়ে শিশু হয়ে ঘোড়ায় চড়ার কারণে তাকে এবং তার বাবা মাকে গ্রামের লোকজনের কাছে অনেক কটু কথা সহ্য করতে হয় কিন্তু তাতে সে দমে যায় না। তার ইচ্ছা ভবিষ্যতে পুলিশে চাকরী করে বিশ্ববিখ্যাত ঘোড়সওয়ার হবে।
নিচে তাসমিনার ঘোড় দৌড় প্রতিযোগীতার দু'টি ভিডিও দেয়া হলো--
তাসমিনা আক্তার
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১
পবন সরকার বলেছেন: তাসমিনার জন্য অনেক অনেক ভালোবাসা জ্ঞাপন করায় ধন্যবাদ।
২| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দরিদ্র ঘরে জন্ম নেয়ায় প্রতিযোগীতা করার মত নিজের ঘোড়া না থাকায় অন্যের ঘোড়া দাবড়িয়ে অনেক পুরুষ্কার অর্জন করেছে কিন্তু পুরুষ্কারগুলো নিজের ভাগ্যে জোটেনি, সব পুরুষ্কার খেলা শেষে ঘোড়াওয়ালাদের হাতে তুলে দিতে হয়েছে।
এটা আদিম বর্বরতা! দাদাদের ঋণ শোধরানের মত অবস্থা।
তাসনিমাকে নিয়ে নির্মিত সেই সিনেমা গ্রীসে অলিম্পিয়া ফিল্ম ফেস্টিভল ফর চিল্ড্রেন এনড ইয়ং পিপলস-এ স্থান পেয়েছে। এখন সে বিশ্ব জুড়ে আলোচিত মেয়ে শিশু ঘোড়সওয়ার হিসাবে পরিচিত।
কিন্তু বাংলাদেশে সে প্রদীপের আলোর নিচেই থেকে যাবে। তার প্রতিভার সম্মান বাংলাদেশে পাওয়াটা বিরল। আর তাকে নিয়ে আলোচনা করার সময় দেশের কই। সবাই শেখ’ আর জিয়া’ করতে করতেই মুখে ফেনা তুলছে।
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১
পবন সরকার বলেছেন: বাস্তব কথাই বলেছেন। ধন্যবাদ
৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
ওর বিজয়ের জন্য ওকে স্কলারশীপ পেতে সাহয্য করুন, সে পড়ুক; এই ধরণের প্রতিযোগীতায় সে আহত হওয়ার সম্ভাবনা অনেক। তার বর্তমান বিজয়কে কাজে লাগিয়ে তার পড়ার ফান্ড গঠনে সাহায্য করার চেস্টা করেন।
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
পবন সরকার বলেছেন: ঠিক কথাই বলেছেন। তাসমিনার বাবা খুব গরীব ওর প্রতিভার কারণেই সাহায্য করা দরকার।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাসমিনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি যেন তার মনস্কামনা পূরণ হয়।
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৬
পবন সরকার বলেছেন: আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হোক এই কামনা করি।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩
শায়মা বলেছেন: তাসমিনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা