নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবন সরকার
রাত তখন সাড়ে বারোটা। ইউটিউবে জ্বীনের বাদশার ভিডিও দেখে মাত্র শুয়ে পড়েছি। হঠাৎ মোবাইল বেজে উঠল। চমকে উঠলাম। এত রাতে কে আবার ফোন করল! ভয়ে ভয়ে ফোন ধরতেই অপর প্রান্ত থেকে সালাম দিয়ে কোরান হাদীসের আয়াত পড়ে বয়ান করতে লাগল। কণ্ঠ মানুষের মত স্বাভাবিক নয় কিছুটা বিকৃত ধরনের ক্যানক্যানে গলা। আমি অন্ধকার ঘরে একা একা শুয়ে আছি। ভয়ে চুপসে গেলাম। মুখ দিয়ে কথা বেরুচ্ছে না। চুপচাপ শুনছি আর তার কথার উত্তরে হুঁ হুঁ করছি।
অনেক ক্ষণ বলার পরে আমাকে উদ্দেশ্য করে বলল, বাবা তুই কি আমার কথা শুনতে পারছিস বাবা?
-- জী শুনতে পারতেছি।
-- আলাহামদু লিল্লাহ আলাহামদু লিল্লাহ। তা বাবা-- আমি তো সবার সাথে কথা বলি না যার উপরে আল্লাহর হুকুম হয় তার সাথেই একমাত্র কথা বলি। তা বাবা আমি তোকে কিছু উপদেশ দিব তুই উপদেশগুলা মেনে চলতে পারবি বাবা?
-- জী বলেন।
-- বাবা, কথা হলো ঈমান ঠিক রাখবি, পাঁচ ওয়াক্ত নামায পড়বি, রোজা রাখবি, হারাম হালাল বেছে চলবি, পারবিনা বাবা?
-- জী বলেন।
-- এসব পালন করার পর আরেকটা কাজ করবি বাবা?
-- কী কাজ?
-- সামনের শুক্রবারে দশ জন মিসকিনকে মসজিদে গিয়ে জুমার নাময পড়ে খাওয়াবি। পারবিনা বাবা?
-- জী বলেন।
-- তার পরের শুক্রবারে হক্কানী পীরের মাজারে গিয়ে এক শ' জন ফকিরকে সিন্নি দিবি। পারবিনা বাবা?
-- জী বলেন।
-- এই কাজগুলা করলে আল্লাহর তরফ থেকে তোর কিছু বরকত হবে। আল্লাহ তোকে ধনী করার মনস্থ করেছে। তুই কিছু গায়েবী ধন পাবি।
গায়েবি ধনের কথা শুনে কিছুটা আগ্রহ জন্ম নিল। ছোটকালে এমন গল্প অনেক শুনেছি। কিন্তু কেউ বাস্তবে পেয়েছে কি না তা চোখে দেখিনি। আজ সেই গায়েবি ধন পেতে যাচ্ছি। ভয় কেটে গিয়ে কিছুটা আগ্রহ দেখা দিল। বললাম, কিভাবে পাবো?
-- সেই কাজটা আমরা করে দিব বাবা।
-- আপনাকে চিনবো কি করে?
-- আমাকে তুই চিনতে পারবি না বাবা। আমরা মানুষ নই আমরা জ্বীন জাতি। আমরা আকাশে বাতাসে ঘুরে বেড়াই।
জ্বীনের নাম শুনেই চমকে উঠলাম। আমি তো একটি আগে জ্বীনদের ভিডিও দেখতেছিলাম। আমার ঘরে আমি ছাড়া তো আর কেউ নেই। আমার ভিডিও দেখার বিষয়টি তো আর কেউ জানার কথা নয়। জ্বীনেরা কি তাহলে গায়েবি ভাবে ভিডিও দেখার বিষয় জেনে গেল? ভয়ে কাঁপতে লাগলাম। কাঁপতে কাঁপতে বললাম, তাহলে গায়েবী ধন কিভাবে পাবো?
-- গায়েবী ধন পেতে হলে তোকে উপরের কাজগুলা করতে হবে, পারবিনা বাবা?
-- আমার তো অত লোক খাওয়ানোর সামর্থ নাই।
-- তাহলে তোকে আরো সহজ করে দিচ্ছি বাবা।
-- সহজ কাজটা কি ভাবে করবো?
-- আগামী পুর্ণিমা রাতে একটা মসজিদে যেতে হবে, সেই মসজিদের বারান্দায় একজন সবুজ পাঞ্জাবী পরা লোক বসে থাকবে। তার হাতে পাঁচ হাজার এক টাকা দিতে হবে-- পারবিনা বাবা?
-- সেই মসজিদটা কোথায়?
-- সেই মসজিদটার ঠিকানা আমি দিব বাবা, তার আগে তোকে খোদার কসম কাটতে হবে এই কথা দুনিয়াতে কাউকে বলতে পারবি না। এমন কি তোর বাবা মা স্ত্রীর কাছেও না। যদি বলিস তুই গায়েবি ধন তো পাবিই না উল্টো আরো তোর জান মালের ক্ষতি হবে। তোর জান মালের নিরাপত্তার জন্য হলেও কসম কাটতে পারবি না বাবা?
-- আমি তো খোদার নামে কসম কাটতে পারবো না।
-- কেন বাবা?
-- আমি তো হিন্দু।
-- মিথ্যা কথা বলিস না বাবা। তোর ভাগ্য কিন্তু কোটিপতির খাতায় লেখা আছে। মিথ্যা বললে ভাগ্য বিপরীত হবে বাবা। মিথ্যা কথার জন্য দুনিয়াতে অছিরেই ধ্বংস হয়ে যাবি বাবা। তুই নাফরমানি না করে আল্লাহর হুকুম পালন কর। আল্লাহ তোকে অছিরেই সম্পদশালী করবে। তুই ধনে জনে সুখী হবি। আর তুই আল্লাহর সাথে নাফরমানি করবি তো অভাব অনটনে পড়ে ধ্বংস হয়ে যাবি।
-- মিথ্যা বলছি না আমি আসলেই হিন্দু।
-- আলাহামদু লিল্লাহ আলাহামদুলিল্লাহ। বলেই মোবাইল কেটে দিল।
আমি সত্যি সত্যি জ্বীন মনে করে ভয় পেয়েছিলাম। হিন্দু বলায় মোবাইল কেটে দেয়ার পরও অনেক ক্ষণ ধান্দা লেগে বসে ছিলাম।
সকাল বেলা মোবাইলটা ঘরে রেখে বাইরে হাঁটতে গিয়েছি, ফিরে এসে দেখি আমার ক্লাস ফোরে পড়া ভাতিজা মোবাইল খুলে ওর সিম লাগিয়ে বন্ধুদের সাথে হ্যালো হ্যালো করছে। আমার সিম লাগানোর পরে আর জ্বীনের নাম্বার খুঁজে পেলাম না।
(ছবি ইন্টারনেট)
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০
পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন ভাই। এরাও একটা প্রতারক চক্র।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভণ্ড প্রতারক সব।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
পবন সরকার বলেছেন: ভন্ডরাই এই রকম রাত দুপুরে জ্বীন সেজে মোবাইলে প্রতারণা করে।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
ভ্রমরের ডানা বলেছেন: হায় হায়!!
পবন ভাই এটা কি সত্যি কাহিনী! এখন তো সিম রেজিস্ট্রেশন করা! নাম্বার র্যাবকে দিন! সাইজ করে দিবে!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
পবন সরকার বলেছেন: সেই নাম্বারটাই তো আমার ভাতিজা সর্বনাশ করে দিয়েছে। নইলে আমারো ইচ্ছা ছিল তাই।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
জুন বলেছেন: ইশ একটুর জন্য গায়েবী ধন সম্পত্তি পাওয়া থেকে বঞ্চিত হলেন পবন সরকার।
কেমন ধান্দাবাজ জীন, বলে কিনা মসজিদের সিড়িতে বসা লোকটাকে ৫ হাজার টাকা দিতে।
কত রকম প্রতারক যে দুনিয়ায় গজিয়েছে তার হিসাব নেই।
ভালোই লিখেছেন।
+
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
পবন সরকার বলেছেন: আগে বুঝতে পারি নাই যখন টাকা চেয়েছে তখন বুঝতে পেরেছি এটা ঠকবাজ।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
জনৈক অচম ভুত বলেছেন: যেদিন জ্বীনের বাদশার ভিডিও দেখছিলেন ঐদিনই জ্বীনের বাদশা ফোন দিল!
সত্যিই আবার জ্বীন-টিন নাতো!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
পবন সরকার বলেছেন: প্রথমে তো জ্বীনই মনে করেছিলাম। কিন্তু টাকা চাওয়ার পরে বুঝলাম এটা বাংলাদেশের মানুষ নামের প্রতারক জ্বীন।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২১
রক্তিম দিগন্ত বলেছেন: জ্বীনে মোবাইলে ফোন করবে কেন? মাথায় তো আমার এইটাই ঢুকতেছে না।
পুরাই প্রতারক দেখি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২
পবন সরকার বলেছেন: ওই মুহুর্তে বুঝতে পারি নাই পরে বুঝতে পেরেছি।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২
অরুনি মায়া অনু বলেছেন: কি লাভ মানুষকে এভাবে ঠকিয়ে বুঝিনা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩
পবন সরকার বলেছেন: পরে খোঁজ নিয়ে জানলাম এভাবে মানুষকে প্রতারণা করে টাকা ইনকাম করে।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: এই ভন্ড ব্যবসা আর কত দিন?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
পবন সরকার বলেছেন: অনেকেই এখন পুলিশের হাতে ধরা পড়তেছে।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
খায়রুল আহসান বলেছেন: আমিও একদিন রাত তিনটের সময় এরকম একটি কল পেয়েছিলাম। এরা সংগঠিত ভন্ড প্রতারকের দল। বেঁচে গেছেন ওর কথা বিশ্বাস না করে আর গায়েবী ধনের লোভ সামলাতে পেরে।
০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৬
পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন ভাই, আমার কেন যেন মনে হলো এরা প্রতারক।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০
শৈবাল বিস্বাস বলেছেন: যারা অাল্লাহর নামে এমন ঘৃন কাজ করে ....এদের চরম শাস্তি হওয়া প্রয়োজন।