নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটি দেখতে শুখনা আদা বা হলুদের মত হলেও আসলে আদা বা হলুদ নয়। এর নাম স্থানীয় ভাষায় বচ। ঢাকা শহরে এই মসলাটি সচারচর চোখে পড়ে না। এই মসলাটি অন্যান্য মসলার মতই ভারত থেকে আমদানি করা হয়। উত্তরাঞ্চলের সব মুদির দোকানেই পাওয়া যায়। এই মসলা মাংসের কাঁচা ঘ্রান নষ্ট করে আলাদা একটা ফ্লেবার তৈরী করে এবং মাংস খুবই সুস্বাদু হয়।
এক কেজি মাংসের ভিতর ছবিতে দেয়া টুকরাগুলোর মত এক টুকরা আধা ছ্যাঁচা করে দিতে হয়। পুরো পাউডার বা পাটা পুতায় বেটে পেষ্ট না করলেও চলে।
(ছবি ইন্টারনেট)
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৯
পবন সরকার বলেছেন: অনেক এলাকায়ই এই মসলা সম্পর্কে ধারনা নাই। তবে যারা ব্যবহার করে তারা নিয়মিত এই মসলা ব্যবহার করে থাকে।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৩
ফেরদৌসা রুহী বলেছেন: এটা কিভাবে মাংসে ব্যবহার করে।এটা কি পাউডার করে দেয় নাকি আস্ত।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১
পবন সরকার বলেছেন: এটি রান্নায় ব্যবহারের পূর্বে ছ্যাঁচে নিতে হয়। পাউডার করার প্রয়োজন পড়ে না।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯
সুমন কর বলেছেন: জানা ছিল না !