নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

ভাগ্যবান জামাই বটে

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১



এই রকম শ্বশুর বাড়ি যদি কারো ভাগ্যে জোটে তারে ভাগ্যবানই কওয়া যায়।
শ্বশুর বাড়ি যাওয়ার পর এরকম একশত পদ খাবার সামনে দিলে জামাই খাইবো না টাসকি লাইগা বইসা থাকবো ভাইবাই পাইতেছি না। আপনারা একবার ভাইবা দেখেন তো ভাই!

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

বিজন রয় বলেছেন: বটে রে বটে!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

পবন সরকার বলেছেন: হা হা হা আপনিও কি এই ভাগ্যের?

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

বিজন রয় বলেছেন: জামাই বলে কথা!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

পবন সরকার বলেছেন: তথাস্থ তথাস্থ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

শরীফ বিন ঈসমাইল বলেছেন: দেখতে দিছে না খাইতে দিছে ? ঠিক বুঝলাম না :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

পবন সরকার বলেছেন: জামাই খাইবো কি, খাবারের আইটেম দেইখাই বেকুব হইছে!

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:





ফুড টেস্টিং করাচ্ছে, জামাই মরলে জেলে যেতে হবে না, ভালো বুদ্ধি

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫

পবন সরকার বলেছেন: হা হা মন্দ বলেন নাই।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

প্রণব দেবনাথ বলেছেন: এটা জামাই নয় এক গুরুদেব এক ভক্তের বাড়িতে। :D

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৭

পবন সরকার বলেছেন: এইভাবে গুরুদেবের খাবারের ব্যবস্থা করলে ভক্তদের আর চালচুলো কিছু থাকবে না---!

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ফুড টেস্টিং করাচ্ছে, জামাই মরলে জেলে যেতে হবে না, ভালো বুদ্ধি

চাঁদা গাজী ভাই ভালই বলেছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৭

পবন সরকার বলেছেন: ধন্যবাদ দুইজনকেই।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরকম বাড়িতে বিয়ে করলে আয়ু কমে অর্ধেক হয়ে যাবে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯

পবন সরকার বলেছেন: বলেন কি ভাই! অনেকেই তো শ্বশুর বাড়ির খাবার না পেয়ে গোস্বা করেন, তাদের জন্য এইরকম শ্বশুর বাড়ি উত্তম।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাই,সেই জামাইয়ের ছোট শালী আছে???থাকলে আমার জন্য ফিক্সড করেন। ;) ;) ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২২

পবন সরকার বলেছেন: হা - - - হা - - হা -- - ইন্টারনেটে সার্চ দেন পেয়েও যেতে পারেন।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

ঢে্উটিন বলেছেন: জামাই হইবার চায়.... B:-)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

পবন সরকার বলেছেন: সুস্থ্য জীবনে সাবারই জামাই হইতেই হইবো।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

পথহারা মানব বলেছেন: আহ! যদি এমন একটা শশুর বাড়ি পাইতাম...!!!! :((

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬

পবন সরকার বলেছেন: বিয়ে না করে থাকলে চেষ্টা করেন পাইলেও পাইতে পারেন।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: সাধ্য কম থাকলেও নিম্নবিত্ত্ মানুষের সাধ অনেক।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

পবন সরকার বলেছেন: ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৯

দৃষ্টিসীমানা বলেছেন: খাওয়া দাওয়ার কথা সবারটা পড়ে মজা পেলাম ।মন্তব্য করছি আপনার প্রফাইল পিকচার নিয়ে , চমৎকার - এ ছবি মনকে কো থা য় যেন নিয়ে যায় ।
শুভ কামনা ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮

পবন সরকার বলেছেন: কি আর করবো ভাই আমার ফটোফেজ ভালো না তাই প্রফাইলে ফুলের সৌন্দর্য দিয়েছি। ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.