নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুনয়নী!
অশীতপর বৃদ্ধকে বিয়ে করলে কেন?
আমি কি তোমার অযোগ্য?
অর্থের অভাব আছে বটে,
অন্য অভাব তো ছিল না আমার,
আমার পৌরুষদীপ্ত যৌবন ভরা দেহে
কি না আছে?
ঐ বৃদ্ধের কি আছে?
সুনয়নী!
একটি অভাবকে পুরণ করতে গিয়ে,
শত অভাব বুকে টেনে নিলে,
তুমি কি জেনে শুনেই এ ভুল করলে?
সুনয়নী!
বুকের চাপা ব্যাথা বুকে চেপে রেখে,
কতদিন থাকবে বিদগ্ধ হৃদয়ে?
জানি, শুধু শুধু কাঁদবেÑ নির্জনে, নিরবে,
আজীবন, আমরণ।
তোমার ভুলে তুমি কারাবাসি।
ভালবাসায় পরাজিত হয়েও,
আমি নিরাপরাধ।
সুনয়নী!
শুধু অর্থের কারণে;
সব যোগ্যতা হারালাম
আমি এখন অযোগ্য।
২৮ শে মে, ২০১৬ সকাল ১১:২৬
পবন সরকার বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
২| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:২০
জনি চৌধুরী বলেছেন: অযোগ্য তোমায় ভালো লেগেছে।
২৮ শে মে, ২০১৬ সকাল ১১:২৬
পবন সরকার বলেছেন: মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ
৩| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: অর্থই অনর্থের মূল
২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৫২
পবন সরকার বলেছেন: ঠিক বলেছেন ভাই, অর্থ না থাকলে প্রেমও থাকে না।
৪| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৪৮
নীলপরি বলেছেন: লোভীর হাত থেকে নিস্তার পেয়েছেন। আনন্দ করুন।
২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৫৩
পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন বোন নীলপরি। এরকম লোভীদের থেকে দূরে থাকাই ভালো।
৫| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৫৬
আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: অযোগ্য প্রেমিকা
২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:০৪
পবন সরকার বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
৬| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৬
লক্ষ্মীছেলে বলেছেন: সুনয়নী!
একটি অভাবকে পুরণ করতে গিয়ে,
শত অভাব বুকে টেনে নিলে,
তুমি কি জেনে শুনেই এ ভুল করলে?
নিয়তি কখনো কখনো আপন ভালো লাগাকেও হার মানিয়ে দেয়; কবিতায় ভালো লাগা রেখে গেলাম কবি, ভালো থাকুন সব সময়।
২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৯
পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই লক্ষীছেলে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগল।
৭| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১:৫৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান কবি , শুভাশিস রইল।
২৮ শে মে, ২০১৬ দুপুর ২:৪৫
পবন সরকার বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। আপনাকে অশেষ ধন্যবাদ।
৮| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৩:০৩
জেন রসি বলেছেন: অর্থের কাছে সবই অনর্থ। শুভব্লগিং।
২৮ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৬
পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করায় খুব খুশি হলাম।
৯| ২৯ শে মে, ২০১৬ রাত ১২:২৯
কল্লোল পথিক বলেছেন:
দারুণ হয়েছে।
২৯ শে মে, ২০১৬ রাত ৯:৩৯
পবন সরকার বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক দা। শুভেচ্ছা রইল।
১০| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৯
প্রথমকথা বলেছেন: অর্থের অসংগতির কারণে এখনো অনেক সম্পর্ক ভেঙ্গে যায়, আহত হউন অনেক প্রেমিক যুগল।
খুব সুন্দর লিখেন।
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৩
পবন সরকার বলেছেন: সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ
১১| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০০
খায়রুল আহসান বলেছেন: "তোমার ভুলে তুমি কারাবাসী।
ভালবাসায় পরাজিত হয়েও,
আমি নিরাপরাধ" - বেশ তো, এবারে তবে 'সুনয়নী'র প্রতি করুণা করুন। আর কভু নিজের প্রতি অনুশোচনা নয়!
নীলপরি এর মন্তব্যটা (৪ নং) প্রনিধানযোগ্য।
১২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৩
পবন সরকার বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, পুরানো লেখায় মন্তব্য করায় খুবই খুশি হলাম। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:২০
মার্কোপলো বলেছেন:
প্রলাপ?