নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবন সরকার
সেদিন রাতে পুষ্প হাতে
দাঁড়িয়ে নদীর ঘাটে
অনেক খুঁজেও পাইনি তোমায়
ঘুমিয়ে ছিলে বাটে।
তারা ভরা আকাশটাতে
চাঁদের সে কি আলো
তোমায় যদি পেতাম সখি
লাগতো কি যে ভালো!
ঝিঁ ঝিঁ পোকার গানের সাথে
গাইতাম মোরা গান
শাড়ির আঁচল উড়তো হাওয়ায়
নাচতো মোদের প্রাণ।
ঘাসের পরে গা এলিয়ে
করতাম কত গল্প
সুখের রাজ্যে হারিয়ে যেতাম
হার মানাতো কল্প।
চাঁদের আলোয় দেখতে পেতাম
মিষ্টি মুখের হাসি
আব ছায়াতেও ঝরতো যেন
মুক্তা রাশি রাশি।
দু’হাত ধরে চেয়ে থাকতাম
চাঁদ বদনের পানে
মনের কথা বলতাম কত
দুল লাগানো কানে।
অনেক আশায় এসে ছিলাম
আশার গুঁড়ে বালি
রাত পোহালে নদীর জলে
পুষ্প দিলাম ঢালি।
সারা রাত্রি দাঁড়িয়ে থেকেও
পেলাম নাকো সাড়া
বিফল মনে ফিরতে হলো
জাগল যখন পাড়া।
(ছবি ইন্টারনেট)
১৩ ই মে, ২০১৬ রাত ৮:১৩
পবন সরকার বলেছেন: ধন্যবাদ সুমন কর দা। মন্তব্য পড়ে খুশি হলাম।
২| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:৩৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি।
১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:২০
পবন সরকার বলেছেন: ধন্যবাদ কবি ভাই। খুশি হলাম।
৩| ১৩ ই মে, ২০১৬ রাত ১১:০৯
সোজোন বাদিয়া বলেছেন: বেশ মিষ্টি কবিতা। লিখে যান।
১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:২০
পবন সরকার বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত হলাম।
৪| ১৪ ই মে, ২০১৬ রাত ১:৫১
মুসাফির নামা বলেছেন: দারুণ!
১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:২১
পবন সরকার বলেছেন: আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমার প্রেরণা।
৫| ১৪ ই মে, ২০১৬ সকাল ৭:০৮
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার লিখেছেন ভাই, ভালোলাগা জানিয়ে গেলাম।
১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:২২
পবন সরকার বলেছেন: ভাই, আমি যত ভালই লিখি আপনার ছবির মত অত সুন্দর হয় না। আপনার কাছে ভালো লেগেছে এতেই আমি আনন্দিত।
৬| ১৪ ই মে, ২০১৬ সকাল ৭:০৯
সাদা মনের মানুষ বলেছেন:
১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:২৩
পবন সরকার বলেছেন: আপনার দেয়া চা পেয়ে খুব খুশি হলাম।
৭| ২১ শে মে, ২০১৬ রাত ২:১৯
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার ছন্দময় কবিতা।
কবিতায় ++++++++++++
২৫ শে মে, ২০১৬ রাত ২:০৫
পবন সরকার বলেছেন: ধন্যবাদ দাদা
৮| ২৫ শে মে, ২০১৬ রাত ২:১৮
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা
২৫ শে মে, ২০১৬ রাত ৩:১৩
পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৫৯
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভালো লিখেছেন।
২৭ শে মে, ২০১৬ রাত ১:৩৯
পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই স্বপ্নের ফেরিওয়ালা।
১০| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৮
খায়রুল আহসান বলেছেন: আপনি শেষ পর্যন্ত বিফল মনে ফিরে এলেও কবিতা লেখায় সফল হয়েছেন। কবিতার রোমান্টিকতা ও ছন্দ ভালো লেগেছে। যেমনঃ
১। ঝিঁ ঝিঁ পোকার গানের সাথে
গাইতাম মোরা গান
শাড়ির আঁচল উড়তো হাওয়ায়
নাচতো মোদের প্রাণ। - আর,
২। চাঁদের আলোয় দেখতে পেতাম
মিষ্টি মুখের হাসি
আব ছায়াতেও ঝরতো যেন
মুক্তা রাশি রাশি। -
১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৪
পবন সরকার বলেছেন: ধন্যবাদ বড় ভাই, আপনি কবিতার বিশ্লেষণ করায় খুব খুশি হয়েছি।
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:০৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।