নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আরও একখান বিয়া !!

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩০


আরও একখান বিয়া !!
নূর মোহাম্মদ নূরু

এক ব্লগার খায়েশ করছে করবে আর এক বিয়া
আগেরটাকে ঘরে রেখে হনলুলু, যাবে তাকে নিয়া।
তার সুন্দরী বউ কন্যা আছে ঘর করিয়া আলো।
আরেক বিবি নাই বলে তার মুখ হয়েছে কালো।

আমায় বলে পাত্রী দেখেন করবো আর এক বিয়া
এক জীবনে মজা যে নাই একটা বউ নিয়া।
বুঝাই তাকে অনেকেরই দুই তিনটা বউ নাই
বলে আমায় কাজ হবেনা আর একটা বউ চাই।

বিয়ে বিয়ে করে সে যে ভাসছে হাওয়ার দোলায়
বলি তাকে বিয়ে করলে টাকা আসবে ঝোলায়?
জীবনটতো শ্মশান হবে করলে আর এক বিয়া,
বিয়ের পরে সুখ পাখিটা যাবে উড়াল দিয়া।

দুইটা বিয়ে মজা নাকি, দুঃখ কেন করা,
যে করেছে সে বুঝেছে জীয়ন্তে সে মরা।
বিয়ে করে কেবা কবে হয়ে গেছে বড়?
আর এক বিয়ার বদ চিন্তা মাথা থেকে ছাড়ো ।

কেউ যদি পারেন তাকে একটু বুঝাতে পারেন
বিয়ে বিয়ে করে কেন পাগলামীটা করেন?
পাগল হবার বাকীযে নাই বিয়ে করার আগে
এই বয়সে এমন করলে কেমনটা যে লাগে!

তার পরেও আর এক বিয়ে করতে যদি চায়,
আগের বউয়ের কাছ থেকে পারমিশনটা নেয়।
বলেন তাকে বিয়ে করার যুক্তি গুলি বউকে খুলে বলো
উভয়েরে সমান দেখো মুখ না করে কালো।

কার সাথে কতদিন থাকতে হবে মাসে
হিসাব মিলাও আগে থেকে স্থীর হয়ে বসে।
এ ছাড়াও হিসাব নিকাশ আরো আছে ম্যালা
বুঝবা তখন আর এক বিয়ের কতরকম জ্বালা।

তবে অন্ধ আর বোবা স্বামীর আছে বড় গুণ,
তানা হলে কুরুক্ষেত্র, লাগবে যে আগুন।
যদি পারো এক বাঁধনে বাধতে দুটি হিয়া,
তা না হলে সুখের পাখি যাবে উড়াল দিয়া।

ধর্ম তোমায় না করে নাই করতে অধিক বিয়া
শর্ত মতো এক- দুই তিন অথবা চারটা করো বিয়া।
তারপরেও বলি সবায় যদি করতে চাও বিয়া
দিল্লিকা লাড্ডু এ যে পস্তাও করে বিয়া।


প্রকাশকালঃ ঢাকা ১৮ আগস্ট ২০২০
উৎসর্গঃ ব্লগের সেই বিয়ে পাগলাকে!!

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ---------------

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহা বেশ বেশ বেশ
পাকে মাথার কেশ
তবু রয়ে যায় য়ে
বিয়ে করো রেশ!!

২| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪২

চাঁদগাজী বলেছেন:


২য় বিয়েতে এত সমস্যা হলে, ৪টার সময় কি হবে?

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যত মুসকিল তত আছান
তখন সব সয়ে যাবে, বলবেনা সে
আমাকে বউয়ের হাত থেকে বাঁচান

৩| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৪

অজ্ঞ বালক বলেছেন: আর এক খান বিয়া করার শখ নাই কন কার,
দুইটা কইরা, তিনটা করুম, করমু বিয়া চার!!! ;) =p~

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শখের বসে বিয়া কইরা
খাইছে অনেক ধরা
উপরে তার খোলশ আছে
আসলে সে মরা !!

৪| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনারে কইলে আপনিও লাফদিয়ে উঠবেন আর একটি বিয়ে করার জন্য।

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লিলুয়া বাতাসে মনে যখন লাগে দোলা
পুরানো সেই দিনের কথা যায়না কভু ভোলা!
তবে সমঝে চলা সঠিক বলার মানুষ নাই যে আর
ফিরানো যাবে কি তাকে বিয়ের শখ লেগেছে যার!!

৫| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৬

পদ্মপুকুর বলেছেন: মাফ চাই দোয়াও চাই....

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দোয়া দিলাম মাফ করিয়া
না করাতে বিয়া।
কিন্ত সে যে নাছড় বান্দা
করেই ছাড়বে বিয়া !!!

স্বপ্নে তাহার ললনারা
উকি ঝুকি মারে
কোনটাকে করবে বিয়া
কোনটাকে ছেড়ে !!

৬| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৫

ঘরহীন বলেছেন: নাহ! এখন তো আমার মনে হচ্ছে এটা আপনারই মনের সুপ্ত ইচ্ছা।

১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ঘরহীন কে ঘর দেবার জন্য
এটা সবারই সুপ্ত বাসনা!!
ধন্যবাদ আপনাকে ঘরহীন
আমার ব্লগে আসবার জন্য।

৭| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৬

ঢাবিয়ান বলেছেন: কে আবার আরেকখান বিয়া করতে চাইল ? B:-)

১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে কথা বলতে বারণ
গোপন থাকুক মনে!
বিয়ে না করতে পেরে
সে ঘুরছে বনে বনে !!

৮| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: কেন জানি বিয়াশাদীর লেখা আমার ভাল লাগে!!

১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কারণ সে খানা মজাদার খানা পিনার ব্যবস্থা থাকে
আমাদের এখন তা নিয়েই সন্তষ্ট থাকতে হবে অন্য
কিছৃ ভাবার অবকাশ নাই !! =p~

৯| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫২

দেবদাস বাবু বলেছেন: দারুন লিখেছেন

১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ দেবদাস বাবু
আমার ব্লগে আসবার জন্য। ভালো
লাগার জন্য কৃতজ্ঞতা।

১০| ১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: লিখাটা ভাল কিন্তু উদ্দেশ্য ভাল না।

১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

উদ্দেশ্য যার তার দিক থেকে ভেবে দেখুন
খারাপ লাগবে না !!

১১| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:১৪

নেওয়াজ আলি বলেছেন: আপনার কবিতা পুরো কবিতা না পড়লে তৃপ্ত হয় না মন।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আলি ভাই
অনুপ্রাণিত হলাম।
ভালো থাকবেন।
কিন্তু জামাইকে
খুঁজে পাচ্ছিনা যে !!

১২| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৪

মেটালক্সাইড বলেছেন:
অনেকদিন পর আবার খুনসুটি শুরু করলেন
বিয়ে পাগলা এখনো হাজির হলো না দেখি

মজা পেলাম নুরু ভাই।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এতক্ষণ পরে অরিন্দম কহিলা হাসি মাখা বদনে
জামাই মিয়া হাজির তা কি দেখছেন নয়নে!!

১৩| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ছড়া লিখেছেন। যে আরেকটা বিয়ে করতে চাচ্ছে আল্লাহ তার ইচ্ছা পূরন করুক।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জীবনতো একটা্টি, একদিনতো মরেই যেতেই হবে
ছোট্ট এ জীবনে শখ আহ্লাদ খায়েশ কেন অপূর্ণ রবে!!

১৪| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: ধর্ম তো একের অধিক বিয়ে করতে বলা যায় উৎসাহ দিয়েছে।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শর্তসাপেক্ষে বিশেষ কারণে অনুমতি
ভাববেন না খেলা এটা ভানুমতি!!
বউয়ের অনুমতি নিয়া করতে পারেন বিয়া
তা না হলে চুবাইবো কীর্তন খোলা নদীতে নিয়া।

১৫| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রচ্ছদের ছবিটা দুর্দান্ত হয়েছে। লেখাও মজাদার হয়েছে।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ সাচু ভাই
মাঝে মাঝে উৎসাহ দিবেন আর
পাশে থাকবেন লড়িতে পামরে !!

১৬| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৮

মা.হাসান বলেছেন: আ+লাহ মেটাল অক্সাইড ভাইয়ের আশা পুরন করুক, আরো যারা স্বপ্ন দেখে তাদের আশাও পুরন করুক। সাধারণ ব্লগারদের স্বপ্ন সাধাসিধা। বোরহানি-রোস্ট-পোলাও-রেজালা-জর্দা-পান।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মেটাল অক্সাইড জামাইয়ের জন্য
অপেক্ষা করছে, সেতো জামাই না !!
অবশ্যই শুভকাজ সম্পন্ন হলে
কব্জি ডুবিয়ে খাবার আেযোজন
করবে জামাই!!

১৭| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:০২

আকন বিডি বলেছেন: আগের দিনের রাজা বাদশাহরা হেরেম রাখতো।আমারও স্বপ্ন হেরেম।আহ যদি পূরণ হতো। :D

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহা !! কি দারুন স্বপ্ন !!
বাস্তবে না হোক অন্তত
স্বপ্নেও যেন বাস্তবায়িত
হয় আপনার সেই সাধ !!
দুধের সাধ ঘোলে মিটুক!!

১৮| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:১১

ঊণকৌটী বলেছেন: আপনার এই কবিতা ও এই chutki গুলি খুবই মজাদার

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ উণকৌটী
তবে মজাদার বলে বেশী খাবেন না!!
পরিমীত খাবেন, সুস্থ্য রবেন।

১৯| ১৯ শে আগস্ট, ২০২০ ভোর ৫:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মূতা বিবাহের কথা ভেবে দেখতে পারেন - ভেজাল কম। =p~

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ্

দাদা ইসলাম ধর্মে কেয়ামত পর্যন্ত মুতাহ বিবাহ নিষিদ্ধ
ঘোষণা করা হয়েছে। সুতরাং ওই চিন্তা করে
ঘুম নষ্ট করবেন না।

২০| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: প্রতিটা পুরুষের দুই তিনটা বউ থাকা উচিত। অবশ্য দুই তিনটা বউ পালার ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা না থাকলে একের অধিক বিবাহ করা বোকামি হবে।

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুবই মহৎ চিন্তা, ভাব্না!!
তা আপনার পক্ষে কয়টা করা সম্ভব ?

২১| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৩

তারেক ফাহিম বলেছেন: এখনো শুরু করে নি, শুরু করলে ১,২,৩,৪,৫,৬..... যা'ই পারি। :D

আচ্ছা আপনি পারবেনতো? ইয়ে বিয়ে না, ঘটকালি :-B

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জ্বি না, তা হবেনা, তা হবেনা
৪ টার অধিক যাওয়া যাবেন!!
তবে খুন, গুম করে সীমিত করণ
করা যেতে পারে। যদিও রিস্ক আছে!! =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.