নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
দেশের সাংবাদিকতার উজ্জ্বল বাতিঘর কিংবদন্তি সাংবাদিক গোলাম সারওয়ার।তিনি ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। সেই থেকে একটানা পাঁচ দশকের বেশি সময় তিনি এ পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িক চিন্তা চেতনার নিরবচ্ছিন্ন চর্চায় নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেন। তার নেতৃত্বে সাংস্কৃতিক সাপ্তাহিক হিসেবে পূর্বানী অভুতপূর্ব জনপ্রিয়তা অর্জন করে। এসব কৃতিত্বের ধারাবাহিকতায় তিনি দেশের দুটি দৈনিক ‘যুগান্তর’ ও ‘সমকাল’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে নজিরবিহীন সাফল্য অর্জন করেন। তার সুযোগ্য নেতৃত্ব ক্ষুরধার মেধা ও অসামান্য সাংগঠনিক দক্ষতা পত্রিকা দুটিকে দ্রুততম সময়ে পাঠকপ্রিয় করে তোলে। মৃত্যুর আগ পর্যন্ত গোলাম সারওয়ার দৈনিক সমকালের সম্পাদকের দায়িত্বে ছিলেন। মেধা, নিষ্ঠা ও দক্ষতার উৎকৃষ্টতার কারণে গোলাম সারওয়ারকে অনেকেই ‘সাংবাদিকদের শিক্ষক’ হিসেবে অবিহিত করেন। তিনি ছিলেন এদেশের সংবাদপত্রের সাফল্য ও পেশাদারিত্বের প্রতীক। তিনি বাংলাদেশের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সৃজনশীল সাহিত্যে গোলাম সারওয়ারের অকৃত্রিম আগ্রহ ও উদ্যোগ তার সৃষ্টিশীলতা ও প্রাণময়তার আরেক ক্ষেত্র। দৈনিক পত্রিকায় সাহিত্যকে তিনি মানে ও মর্যাদায় স্বতন্ত্র করেছেন। পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ ছড়াকার; ষাটের দশকে অসংখ্য ছড়া লিখেছেন। সত্তর দশকেও ছড়ায় সচল রেখেছিলেন নিজের কলম। বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীত জগতে এক সময় তিনি ছিলেন ঘনিষ্ঠ। তার লেখা বেশ কয়েকটি গান আজও শ্রোতাদের হৃদয়ে শিহরণ জাগায়। তার রচিত গ্রন্থের মধ্যে ছড়া গ্রন্থ ‘রঙিন বেলুন’ ‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’ এবং ‘স্বপ্ন বেঁচে থাক’ ইত্যাদি উল্লেখযোগ্য। দৈনিক সমকাল ও যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের ২য় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের এদিনে ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের আধুনিক সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ, মেধাবী ব্যক্তিত্ব সম্পাদক গোলাম সারওয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি
গোলাম সারওয়ার ১৯৪৩ সালের ১ এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তানের বরিশাল জেলার বানারীপাড়ায় জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম গোলাম কুদ্দুস মোল্লা এবং মাতা মরহুমা সিতারা বেগম। ছোটবেলা থেকেই তার লেখালেখির প্রতি আগ্রহ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তার সাংবাদিকতা পেশার সূচনা। বিশ্ববিদ্যালয় জীবন শেষে তিনি দৈনিক সংবাদে সহ-সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। একই বছর দৈনিক সংবাদের সহ-সম্পাদক হিসেবে যুক্ত হন। ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত তিনি দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এরপর মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নিজ এলাকা বানারীপাড়ায়। মুক্তিযুদ্ধের পর কয়েক মাস বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত সেখানে কাজ করেন। এরপর নিজ এলাকা বানারীপাড়ায় গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বানারীপাড়া ইউনিয়ন ইন্সটিটিউশনে প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। পরে ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৯৯ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানেই যথাক্রমে প্রধান সহ-সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক, বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে প্রকাশিত দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব নেন তিনি। এর ছয় বছর পর ২০০৫ সালে আরেকটি নতুন দৈনিক সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন প্রবীণ এ সাংবাদিক। মৃত্যুর আগ পর্যন্ত পালন করে যান সে দায়িত্ব। গোলাম সারওয়ার দৈনিক সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক। সমকালের সম্পাদক ছাড়াও গোলাম সারওয়ার বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) চেয়ারম্যান, সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি সেন্সর বোর্ডের আপিল বিভাগের সদস্য হিসেবে কাজ করেন। একাধিকবার জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন খ্যাতিমান এ সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি প্রচুর বই লিখেছেন গোলাম সারওয়ার। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ছড়াগ্রন্থ ‘রঙিন বেলুন’ এবং প্রবন্ধ সংকলন ‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’, ‘স্বপ্ন বেঁচে থাক’ উল্লেখযোগ্য। সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০১৪ সালে সরকার প্রথিতযশা এ সাংবাদিককে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এছাড়া তিনি ২০১৬ সালে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আজীবন সম্মাননা এবং ২০১৭ সালে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা অর্জন করেন।
গোলাম সারওয়ার দীর্ঘদিন ধরে হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সোমবার দুপুরের পর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন গোলাম সারওয়ারের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিকেল ৫টায় লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে। তখন চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন। রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি এবং প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) চেয়ারম্যান গোলাম সারওয়ারের মৃত্যুর মধ্য দিয়ে এক সফল সাংবাদিকের জীবনের সমাপ্তি ঘটে। গোলাম সারওয়ারের ২য় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের এদিনে ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তি সাংবাদিকগোলাম সারওয়ারের ২য় মৃত্যুবার্ষিকী আজ। দেশের আধুনিক সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ, মেধাবী ব্যক্তিত্ব সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক
[email protected]
১৪ ই আগস্ট, ২০২০ রাত ১:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তো কি হইছে !!!
আপনারা বেশী বেশী
লিখলেতো আমাকে
এক পাতায় তিনটা
পোস্ট দিতে হয়না।
তবে আপনি আমার উপরে ও
নিচের পোস্টের মাঝে স্যান্ডউয়িচ
হয়ে আছেন !!
২| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ২:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আধুনিক সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ, মেধাবী ব্যক্তিত্ব সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুবার্ষিকীতে
.....................................................................................................................................
থাকল আমার শ্রদ্ধাঞ্জলি।
১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল
আধুনিক সংবাদপত্রের মেধাবী ব্যক্তিত্ব
গোলাম সারওয়ারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা
জানানোর জন্য।
.
৩| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ৩:৩৪
রাজীব নুর বলেছেন: স্যান্ডউইচ হয়ে থাকতে চাই না।
১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিয়তি এমনই একটা ব্য্যাপার যা
চাইলেই পাওয়া যায়না তেমনি না
চাইলেও ফিরানো যায়্না। যা কপালে
আছে তা মেনে নিতেই হবে।
৪| ১৪ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৪
শেরজা তপন বলেছেন: উনাকে ভাল বলেই জানি। বিনম্র শ্রদ্ধা রইল
১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তিনি ভালোই ছিলেন !
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: প্রথম পাতায় আপনার তিনটা পোষ্ট দেখা যাচ্ছে!!!!!!!!!!!!!!