নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কাঠাঁলের মর্ম বেদনা (কবিতা)

১৯ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৮


কাঠাঁলের মর্ম বেদনা
নূর মোহাম্মদ নূরু

আজকে আমি বলবো শুধু কাঠাঁল নিয়ে কথা
জাতীয় ফল হয়েও যার মনে অনেক ব্যাথা।
ইলিশ বাঘ শাপলা দোয়েল সবই হলো রাজা
কাঠাল শুধু নামে রাজা কাজে অধম প্রজা।

আম লিচু আপেল চেরী দাম অনেক চড়া
তবু তাদের কদর বেশী কাঠাঁলের মন মরা।
পুষ্টি বেশী দামে কম সাইজ ও অনেক বড়
তাকে ছেড়ে অন্যফল তোমরা কেন ধরো?

আপেল চেরী নামের সাথে নাম মিলিয়ে রাখে
কাঠাঁল বলে ডাকলে কেউ চোখ রাঙ্গিয়ে থাকে।
কাঠাঁল পাতা ছাগলের খুবই প্রিয় খাবার
কাঠাঁল কাঠ ফার্নিসারে ইচেছ তাকে পাবার।

দোয়েল এবং শাপলা চত্তর এই ঢাকাতে আছে
কাঠাঁল বাগান আছে বটে মান কি তাতে বাচেঁ?
রাজা সাহেব থাকবে কেন বাগানেতে পড়ি
মধু মাসে সবার সাথে তাহার কদর করি।

চেরীর চেয়ে শতগুন সাইজে বড় কাঠাঁল
পুষ্টিগুণ বেশী কিনা ভেবে চিন্তে বল।
স্যুপ, জুস আসিক্রিম চিপস বানাতে নিয়ো
কাঁচা পাকা যেমন ইচ্ছা তেমন করে খেয়ো।


নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২০ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


কাঁঠাল উৎসব নামে আপনি একটা দিন বানায়ে ফেলেন।

২০ শে জুলাই, ২০২০ রাত ১২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ফিতা কেটে উদ্বোধন করতে হবে
আপনি প্রধা্ন অতিথি !! কবে সময়
হবে ?

২| ২০ শে জুলাই, ২০২০ রাত ১২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



কাডল অনেক ভালো ফল, গতর ভরা কাডা
কাডল যারা না খায়, তাদের ঠ্যাঙ্গে পড়ে ঠাডা

২০ শে জুলাই, ২০২০ রাত ১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাঠাঁল ভাঙ্গা পরের মাথায় কিযে মজা লাগে
আমিও ভাঙ্গবো কাঠাল পাইলে তারে বাগে!!
সাবরিনা আর শাহেদ মিলে ভাঙ্গছে মাথায় কাঠাঁল
এবার বোঝ মজা কতো রস কতো আঠাল !!

৩| ২০ শে জুলাই, ২০২০ রাত ১:১৪

নেওয়াজ আলি বলেছেন: কাঠাল আমাদের জাতীয় ফল। অন্যের মাথায় রেখে খায় অনেকে ।

২০ শে জুলাই, ২০২০ রাত ১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্যের মাথায় রেখে কাঠাঁল
খাবার মজাই আলাদা!!

৪| ২০ শে জুলাই, ২০২০ রাত ২:০৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: কাঁঠাল সত্যই জাতীয় ফল হবার যোগ্য।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্ঞানীও বিজ্ঞজনেরা যা জানেন তা
আমরার জানিনা। তাইতো জ্ঞানীরা
কাঠাঁলকে জাতীয় ফলের মর্যদা
দিয়ে কাঠাঁলরক গৌরবান্বিত
করেছেন।

৫| ২০ শে জুলাই, ২০২০ ভোর ৬:১৬

ইসিয়াক বলেছেন: আমি কাঁঠাল খাই না।
আম আমার প্রিয়। খুব খুব প্রিয়।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি ভাই, সব ফলই খেতে হয় কারন এক এক ফলের এক এক রকম
উপকারিতা ও টেস্ট। তাই সব ফলই খাবেন তবে সীমিত পরিমানে।

৬| ২০ শে জুলাই, ২০২০ সকাল ৭:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কাঁঠাল আমার প্রিয় ফল।কিন্ত ডাক্তার বলেছে কাঁঠাল না খাওয়াই ভাল।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নূরুল ইসলাম ভাই
ওই ডাক্তারের পাশের সার্টিফিকেট আছে !!! =p~
পৃথিবীতে এমন কিছু সৃষ্টি হয়নাই যা মানুষের
কল্যাণের জন্য নয়। তবে সীমিত পরিমানে
খেতে হবে। অতিরিক্ত কোন কিছুই ভালোনা।
নানান পুষ্টিগুণে পুরোপুরি ভরপুর কাঁঠাল। কাঁঠালের ৪-৫ কোয়া
থেকে ১০০ কিলো ক্যালরি খাদ্যশক্তি পাওয়া যায়। এর হলুদ রঙের
কোষ হচ্ছে ভিটামিন 'এ' সমদ্ধ। ২-৩ কোয়া কাঁঠাল আমাদের এক
দিনের ভিটামিন 'এ' এর চাহিদা পূরণ করে। সেজন্য কাঁঠাল অপুষ্টিজনিত
সমস্যা রাতকানা এবং রাতকানা থেকে অন্ধত্ব প্রতিরোধ করার জন্য খুবই
উপযোগী ফল। শিশু, কিশোর, কিশোরী এবং পূর্ণ বয়সী নারী-পুরুষ সব
শ্রেণির জন্যই কাঁঠাল খুবই উপকারী ফল। গর্ভবতী এবং যে মা বুকের দুধ
খাওয়ান তাদের জন্য কাঁঠাল দরকারি ফল।

কাঠালের উপকারিতা
শক্তির উৎস কাঁঠাল
কাঁঠালে পর্যাপ্ত পরিমাণে শর্করা, ক্যালোরি, ফ্রুক্টোজ ও সুক্রোজ রয়েছে, যা আমাদের শরীরে দ্রুত শক্তি বাড়ায়।
কাঁঠাল রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
আমাদের সর্দি-কাশি, জ্বরের মতো সাধারণ নানা রোগকে প্রতিহত করে এই রসালো কাঁঠাল।
সাধারণত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস কাঁঠাল।
রক্তস্বল্পতা রোধে কাঁঠাল
কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, কে, নিয়াচিন, ফলেট,
এবং ভিটামিন বি-৬। এছাড়াও আছে বিভিন্ন ধরণের মিনারেল সমৃদ্ধ উপাদান যেমনঃ কপার,
ম্যাংগানিজ, ম্যাগনেসিয়াম যা রক্ত তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। তাই এটি রক্তস্বল্পতা রোধে
দারুণ কাজ করে থাকে। তাই যারা রক্তস্বল্পতায় ভুগছেন তাদের জন্যে এই রসালো ফল কাঁঠাল
উপকারি হবে এতে কোন সন্দেহ নেই।
দুরারোগ্য ব্যাধি প্রতিরোধে
কাঁঠালে বিদ্যমান প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্টস- যা কিনা আমাদের শরীরে আলসার, ক্যান্সার,
উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম। কাঁঠালে আছে প্রয়োজনীয় পরিমাণে শক্তিশালী
অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রির‌্যাডিকেলস থেকে রক্ষা করে। এছাড়াও
আমাদের সর্দি-কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে।
চোখ ভালো রাখে
কাঁঠালে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন-এ, যা আমাদের চোখের জন্য অপরিহার্য একটি পুষ্টি উপাদান।
আপনারা হয়ত অনেকেই জানেন না যে, কাঁঠাল খাওয়ার অভ্যাসে দৃষ্টিশক্তি ভালো হয় এবং এটি
আমাদের ত্বকের বলিরেখা বা ভাঁজ প্রতিহত করতে সক্ষম। যেহেতু, রসালো ফল কাঁঠালে প্রচুর
পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, তাই এটি চোখের রেটিনা বা অক্ষিপটের ক্ষতি প্রতিহত
করে থাকে।
হাড় মজবুত ও শক্ত করে
কাঁঠালে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়ামের আধিক্যের জন্যে এটি হাড়ের
গঠন সুদৃঢ় ও মজবুত করে। এটি অস্টেওপরোসিস (osteoporosis) নামে হাড়ের ক্ষতিকর
রোগ প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই আপনি যে কেউ হাড় মজবুত
করার জন্যে খাবারের তালিকায় নিতে পারেন জাতীয় ফলের সাহায্য।

এখন বলুন কাঠাল খাবেন নাকি ডাক্তারের কথা মানবেন!!

৭| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: জটিল হয়েছে।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব আমি সহজ করে বললাম
আর আপনি জটিল করে দিলেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.