নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

করোনার প্রভাবঃ স্থবির সামু !! (রম্য কাব্য)

১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:২২


করোনার প্রভাবঃ স্থবির সামু !!
নূর মোহাম্মদ নূরু

কয়েকদিন দেখছি সামুর মন্ নাই কাজে কামে
সকাল বেলা পোস্ট দিলে তা সন্ধ্যায় নিচে নামে।
সুদিনের পোস্ট গুলো সব তড়িৎ পরের পাতায়
এখন কেন ধীর গতি তার রক্ত ওঠে মাথায়।

মন্তব্যও নাই লেখাতে পাঠকও কম পাঠে
এমন ধারা চলে যদি উঠবে মামু লাটে।
আমরা যারা ভক্ত সামুর চিন্তা করি বসে
এমন কেন হল সামু স্থবির কার দোষে!

করোনা কি ছোবল দিলো নাস্তানাবুদ সামু!
ভয় নাই তার আমরা পাশে আছি শত মামু।
সবা্ই মিলে যত্ন নিলে সামু হবে খাঁড়া
লেখো পড়ো মন্তব্য করো সামু ভক্ত যারা।

সামু ছাড়া দিন কাটেনা রাতে স্বপণ দেখি
সামুর তরে দিবা রাত্রি তাইতা শুধু লিখি।
একা লেখে একা পড়ে সমাধান যে নাই
পড়বো সবাই লিখবো আর মন্তব্য করা চাই।

একার বোঝা দশের লাঠি কথা মিথ্যা নয়
লেখা লেখি বন্ধ হবে যদি সামু স্থবির হয় ।
সুযোগ আছে সামু দিছে লেখা লেখির মাঠ
লেখো তাই বেশী করে মন্তব্য আর পাঠ।


নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: দূর কি এ বলেন!!!!

সামু ঠিকই আছে। ভালৈ তো চলছে।

১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমিও জানি ভালোই চলছে তবে
একটু ধীর গতিতে। আরো বেগবান
হওয়া আবশ্যক।

২| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৫

মনিরা সুলতানা বলেছেন: ঠিকঠিক ;
আমি নিজেও খুব ই কম আসি আজকাল সামু তে।

আশা করছি ভালো আছেন :)

১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মতো অনেকেই কম আসছে !!
এটা করোনার প্রভাব কিনা কে জানে।
অনেকে আসে পাঠ করে কিন্ত মন্তব্য করেনা।
আবার কেউ কেউ পোস্ট দেয়না। তাই এক
পোস্ট অনেক্ষন প্রথম পাতায় থাকে। আগের
মতো আসুন আবার।

৩| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুতে আমরা সকলেইতো আছি!!

১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আছি আমরা সবা্ই
কিন্তু লেখা মন্তব্য খুবই
কমে গেছে। তাই প্রথম
পাতার লেখা সরেনা বহু
সময় ধরে। বেশী বেশী
লেখা দিন।

৪| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:২৭

নেওয়াজ আলি বলেছেন: কথা সত্য আজ দুই তিন দিন একদম কম লেখা আসতেছে

১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি যা দেখি সহজ ভাষায় তা
প্রকাশ করি। ২/৩ দিন যাব্ৎ এ
অবস্থা পর্যবেক্ষন করছি।

৫| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মারহাবা। প্রথম ৪ লাইনের শিকার আমি নিজে। ছন্দে ছন্দে অনেক দরকারি কথা সামুকে নিয়ে বলেছেন।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি আরো বেশী শিকার!!
এখন সকালে একটা পোস্ট দিলে
মাঝ রাতে তা পরের পাতায় যায়।
প্রথম পাতায় একজনার একাধিক
পোস্ট দেথতে খারাপ লাগে।

৬| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রাণের আকূতি সহজে বোধগম্য । নতুন উ্দ্যমে কমেন্ট লাইক হোক । সামুর উজ্জীবনে আমরাও যেন উ্জ্জীবিত হই ।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ কবি
সামুর বর্তমান অব্স্থা
আপনাকে বুঝাতে
পেরেছি সে জন্য
ভীষণ খুশি।
লিখুন সবাই
আদের মত।

৭| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৫০

এস এম মামুন অর রশীদ বলেছেন: Your observation is right. Samu now needs a few get-together and gossip type posts, especially by the apus, as a tonic. :)

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

Thank you very much bro for your
nice compliments.

৮| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপার সকল পোষ্টই পড়ি কিন্ত মাঝে মাঝে প্রতি উত্তর লেখেন না বলে হতাশ হয়ে যাই।সব সময় যে প্রাসঙ্গিক হতে হবেএমন কথা নেই।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি চেষ্টা করি সবার মন্তব্যের প্রতিমন্তব্য
করার জন্য। প্রতিিনিকারটা প্রতিদিন না হলেও
সময় করে প্রতিমন্তব্য করে থাকি। যদি কোন
কারণে মিস হয়ে থাকে তবে তা আমার অজ্ঞতা
প্রসুত!

৯| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আগের চেয়ে পাঠক খুব কমই আসেন।

পাঠক না থাকলে মজা লাগে না।
পুষ্প আপনার জন্য ফোটে না।
লেখকও কেবল নিজের জন্য লিখেন না।
পাঠক না থাকলে লেখকের মজা কই।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার পর্যবেক্ষন তাই বলে।
সে কারনে আজকের এই রম্য।
সাথে থাকার জন্য ধন্যবাদ।

১০| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:০৬

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,




সময়োচিত লেখা।

সামুতে আমরা কোনও লকডাউন মানিনা। যে যার ইচ্ছে মতো যাবে আসবে, হৈ হৈ .. রৈ রৈ ... করে সামুকে হাটবাজার বানিয়ে ফেলবে, লকডাউনে ঢাকার ওয়ারী এলাকার জনগণের মতো। :(

সামুর আড্ডা চলছে ... চলবে। তালিয়া...................... :)

[ রম্য কাব্য,
রম্য মন্তব্য। ]

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একে কোন কাজ কর্ম নাই
তাই সামুরে ছাড়া নাই উপায়।
সে যদি করে এমন
তখন লাগেডা কেমন?

১১| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:


লেখকেরা মাঝে মাঝে ক্লান্ত হয়ে যান; কয়েকটা নিক (সুখী মানুষ, টোকন ঠাকুর, শ্মশান ঠাকুর, রেজা ঘটক ...) দেখলে ভয় লাগে, এঁরা আছেন, কিন্তু কথা বলেন না

১৯ শে জুলাই, ২০২০ রাত ১:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সুখী মানুষ আমার কলিগ ছিলেন খুবই
হাসিখুশি দিলদরিয়া মানুষ। টোকন ঠাকুর,
শ্মশান ঠাকুর, রেজা ঘটক এরা বিদগ্ধ
ব্লগার। খুবই সমীহ করি। তাদের
অনুরোধ করবো নিয়মিত
হবার জন্য।

১২| ১৯ শে জুলাই, ২০২০ সকাল ৮:৫৯

কলাবাগান১ বলেছেন: যে ব্লগে ৬০-৭০% 'ব্লগার' তাবিজ-কবোজে বিশ্বাস করে (বৈদ্যতিক সুইচ নিয়ে কারন না খুজে, হুজুর এর তাবিজ দিয়ে সমাধান খোজা!!!!), সেই ব্লগ তার পথ হারাতে পারে....

১৯ শে জুলাই, ২০২০ সকাল ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কি,যে কার ধারনা আমি তা বুঝিনা
মইরা গেলাম বগলেরনই গন্ধে
আছি আমরা সামু নিয়ে সুখে দুঃখে
আপন হইয়া ভালো আর মন্দে !
!মইরা গেলাম বগলেরনই গন্ধে

১৩| ১৯ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৬

রুদ্র আতিক বলেছেন: সাথেই আছি মামু !

১৯ শে জুলাই, ২০২০ সকাল ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগের মতোই অনড় সামু নড়ে চড়ে না!!
এমন যদি করে মামু প্রাণে সহেনা!!!

১৪| ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৮

তারেক ফাহিম বলেছেন: লগইন দেখালেও পড়ার সময় হয়ে উঠে না।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সময় করে পড়ে নিবেন দাদা
তা না হলে স্থবির হয়ে পড়বে
সামু যা আমাদের কাম্য নয়।

১৫| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা তো খাসা হয়েছে।তবে অ্যাংজাইটির প্রভাবকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কয়েকদিন আগে আমি নিজেও মারাত্মক সমস্যায়​ ভুগেছি। জানিনা এই ক্রান্তিকালের অবসান ঘটবে কিনা...

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার সংশয়কে. হালকা ভাবে নিবেন না দাদা
যদিও রম্যর ট্যাগ লাগানো কিন্তু বাস্তবতা বর্জিত নয়।
শুভকামনা আপনার জন্য।

১৬| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৪

মা.হাসান বলেছেন: মইরা গেলাম বগলেরনই গন্ধে

=p~ =p~

মডু আর কত করবে? তারে দিয়ে শেষ মেশ এই কাম ও করাইতে চান?

লেখকরা নাই, ঠিক আছে, মাগার কবিরা গেলো কই? এই ভাবে চলতে দেয়া যায় না।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কবিরা সব কলম ছেড়ে ধরতে গেছে করোনা
হাট বাজারে সপিং মলে লোক যেন্ ধরেনা।
এত এত মানুষ মরে তবু তারে ডরেনা
কবিদের ছাড়ু পিটায় দেশ ছাড়িবে করোনা।

১৭| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: আমাকে যদি সামু বলে প্রতিদিন দশটা পোষ্ট করতে আমি রাজী আছি। এটা আমার জন্য কোনো ব্যাপারই না।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার পক্ষে তা সম্ভব্ !!
রাস্তা ঘাটের ডাইরী লিখতে
গেলে সাবজেক্টের অভাব হবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.