নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমার ৩৯তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

১১ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৪


বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। পুরো নাম দিলারা হানিফ পূর্ণিমা, ডাক নাম রীতা। অল্প বয়সে বিনোদন অঙ্গনে পদার্পণ করেছিলেন তিনি। এসেই অভিনয় দক্ষতা দেখিয়ে অনেক আগেই তিনি জয় করে নিয়েছেন ভক্তদের হৃদয়। সেই ভালোবাসা আজও অটুট।তার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে। মডেলিং ও টিভি নাটকেও মাঝেমধ্যে পাওয়া যায় তাকে। চলচ্চিত্রে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতেই ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। পাশাপাশি ছোট পর্দা, অর্থাৎ টেলিভিশনেও করেছেন অত্যন্ত চমৎকার কিছু কাজ। পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফ আই মানিক পরিচালিত অপরাধ-নাট্যধর্মী লাল দরিয়া (২০০২), মতিউর রহমান পানু পরিচালিত রোম্যান্সধর্মী মনের মাঝে তুমি (২০০৩), চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক মেঘের পরে মেঘ (২০০৪) ও নাট্যধর্মী সুভা, এবং এস এ হক অলিক পরিচালিত রোম্যান্সধর্মী হৃদয়ের কথা (২০০৬) ও আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮) সহ অসংখ্য ব্যবসা সফল ছবিতে দেখা গেছে তাকে। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের হার্টথ্র নায়িকা পূর্ণিমার ৩৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৮১ সালের আজকের দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমার জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

পূর্ণিমা ১৯৮১ সালের ১১ জুলাই রাজধানী শহর ঢাকায় জন্মগ্রহন করেন। তার পারিবারিক নাম দিলারা হানিফ ও ডাক নাম রীতা। তাদের পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। পূর্ণিমার চলচ্চিত্রে আগমন জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। ২০০৩ সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সবথেকে সফল ছবির মধ্যে অন্যতম ২০০৪ সালে রাবেয়া খাতুনের উপন্যাস মেঘের পরে মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি মেঘের পরে মেঘ ছবিতে অভিনয় করেন। এছাড়া কাজী নজরুল ইসলামের গল্প রাক্ষুসী নিয়ে নির্মিত চলচ্চিত্র রাক্ষুসীতেও অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ২০০৫ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প অবলম্বনে নির্মিত শাস্তি চলচ্চিত্র চন্দরা চরিত্রে অভিনয় করেন। ২০০৬ সালে বিশ্বকবির শুভাসিনী গল্প অবলম্বনে নির্মিত সুভা চলচ্চিত্রে তিনি একটি বোবা চরিত্রে অভিনয় করেন। একই বছর তার অন্যতম বাণিজ্যিক সফল ছায়াছবি হৃদয়ের কথা মুক্তি পায় এবং এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ২০০৮ সালে তার অভিনীত আরেকটি বানিজ্যিক সফল ছায়াছবি আকাশ ছোঁয়া ভালোবাসা মুক্তি পায়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপ ও সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনীত হন। ২০০৯ সালে ওয়াকিল আহমেদ পরিচালিত কে আমি, মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও স্বামী নাম্বার ওয়ান এবং এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার ছায়াছবিতে অভিনয় করেন। এছাড়া এ বছর তিনি শুভ বিবাহ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। ২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ওরা আমকে ভাল হতে দিল না ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একই বছর পরাণ যায় জ্বলিয়া রে ছায়াছবির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনীত হন

২০১১ সালে চিত্রনায়ক আলমগীর প্রযোজিত শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা মুক্তি পায়। ছায়াছবিটি বানিজ্যিক সফলতা লাভ করে। পাশাপাশি মুক্তি পায় আরেক চিত্রনায়ক সোহেল রানা প্রযোজিত আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য পাগল। এটিও বানিজ্যিক সফলতা লাভ করে ও পূর্ণিমা মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনয়ন লাভ করেন। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার চলচ্চিত্রটি বানিজ্যিক সফলতা লাভ করে। বড় বাজেটের এ ছায়াছবিতে অভিনয় করেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, ও শাকিব খান। ২০১৪ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পাপ পাপে মৃত্যু চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াজ।কন্যা সন্তান জন্মানোর পর তিনি অভিনয় থেকে বিরতি নেন এবং ২০১৬ সালে ফিরে আসেন প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র বন্ধ দরজা দিয়ে। চলচ্চিত্রে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতেই ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।পূর্ণিমা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন। ২০১১ সালে বিশ্বকবির প্রয়ান দিবস উপলক্ষে তার ছোটগল্প ল্যাবরেটরি অবলম্বনে মাহবুবা ইসলাম সুমির পরিচালনায় ল্যাবরেটরি নাটকে সেজুতি চরিত্রে অভিনয় করেন।এছাড়া একই বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য ঈদের পাঁচটি নাটকে অভিনয় করেন। নাটকগুলো হল আরিফ খান পরিচালিত ওই খানে যেও নাকো তুমি, শামীমা আক্তার বেবী পরিচালিত উল্টোধনুক, মাহবুবা ইসলাম সুমি পরিচালিত এখনও ভালোবাসি, এসএ হক অলিকের পরিচালনায় নীলিমার প্রান্তে দাঁড়িয়ে ও অমানিশা। ২০১৫ সালে ঈদ উপলক্ষে নির্মিত প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন নাটকে অভিনয় করেন। তুহিন হোসেন পরিচালিত এ নাটকে তার বিপরীতে অভিনয় করেন মোশাররফ করিম ও ইরেশ যাকের।২০১৬ সালে প্রায় সাত মাসের বিরতির পর সেজান মাহমুদের লাভ অ্যান্ড কোং নাটকে অভিনয় করেন। এতে তার সহশিল্পী ছিল মাহফুজ আহমেদ। একই বছর সঙ্গীতশিল্পী হৃদয় খানের বিপরীতে এস এ হক অলিক পরিচালিত ফিরে যাওয়া হলো না টেলিফিল্মে অভিনয় করেছেন। ২০১৮ সাল থেকে তিনি তারকাদের নিয়ে আলাপচারিতা অনুষ্ঠান "এবং পূর্ণিমা" উপস্থাপনা করছেন।[২৪] এই বছর তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত হ্যালো ৯১১-লাভ ইমার্জেন্সি, রাজিবুল ইসলাম রাজিব পরিচালিত রোদ্দুরে পেয়েছি তোমার নাম টেলিছবি এবং আবির খান পরিচালিত ম্যানিকুই টেলিভিশন নাটকের অনুবর্তী পর্বে কাজ করেন।

ব্যক্তিগতজীবনে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ ফাহাদ জামাল নামে চট্টগ্রামের এক ব্যাবসায়িকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন। তাদের সংসারে আরশিয়া উমাইজা নামে ছোট্ট একটি ফুটফুটে মেয়েও রয়েছে। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। সম্প্রতি তাদের সংসার জীবনের ১৩বছর পূর্ণ হলো। পূর্ণিমার স্বামী কখনো মিডিয়া বা ক্যামেরার সামনে তাদের দাম্পত্য জীবন বা স্ত্রীকে নিয়ে কথা বলতে রাজি হননি। তবে ঘুরতে ভীষণ ভালোবাসেন পূর্ণিমা। সময় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। বাংলাদেশের হার্টথ্র নায়িকা পূর্ণিমার ৩৯তম জন্মবার্ষিকী আজ। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমার জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২০ রাত ১০:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিনে জানাই ফুলেল শুভেচ্ছা।
শুভেচ্ছা আপনাকেও প্রিয় নুরু ভাই।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ দাদা
জনপ্রিয় অভিনেত্রী পূর্ণীমার জন্মদিনে শুভেচ্ছা।
জানানোর জন্য।

২| ১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: পূর্নিমা কি আপনার প্রিয় নায়িকা?

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেন আপনার পছন্দ হয় নাই !!

৩| ১১ ই জুলাই, ২০২০ রাত ১১:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এত পরে পোস্ট দিলেন যে নায়িকাকে শুভেচ্ছা জানানোর সুযোগ রাখলেন না। :)

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দিনে রাতে যে কোন সময় শুভেচ্ছা জানাবেন
সমস্যা নাই। শুভেচ্ছা যথাসময়ে পৌছে যাব।

৪| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:০৯

লরুজন বলেছেন: নুরুবাই ইউ আর বেরি বেরি ব্যাড ম্যান!!! আপনে যেই জামানার মানুষ হেই জামানা নিয়া পোস্ট দিবেন শাবানা সুজাতা কবরি, আপনে পোস্ট মারছেন পূর্ণিমারে লইয়া কেমনে? অপু বিস্বাস মাপ পাইবোনি আপনের কাছে? নাকি তারেও ছাড়বেন না?

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গুনীজন একাল আর সেকাল হয়না।
শুভেচ্ছা জানাতে কার্পণ্য না করলে
অতীত বর্তমান সব সময়ের গুনীদেরই
শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো যায়! আমি
কাউকেই ছোট করে দেখিনা।

৫| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৬

রাকু হাসান বলেছেন:


৩৯ বছরেও কিশোরী। এ :D । জন্ম দিনের শুভচ্ছা। :)

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ রাকু হাসান ভাই
এটা তার কৃতিত্ব!! বাংলার
নারী কুড়িতে বুড়ি।
পূূর্ণীমা
সেই প্রবাদকে বাড়া আঙ্গুল
দেখিয়েছেন

৬| ১২ ই জুলাই, ২০২০ রাত ১:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পুর্নিমার খবরও রাখেন।আমিত ভুলেই গেছিলাম যে আপনি গনমাধ্যমকর্মী।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভুলে যাতে না যান সেই জন্যই
মাঝে মাঝে মনে করিয়ে দেওয়া।
তবে সবার খবর রাখলেও সবার
কথা বলা হয়ে ওঠেনা। ধন্যবাদ
আপনাকে।

৭| ১২ ই জুলাই, ২০২০ রাত ২:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো। শুভ জন্মদিন।

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনকে ধন্যবাদ গোফরান ভাই
পূর্ণীমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.