নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
প্রকৃত দাতা
কালিদাস রায়
দাতার প্রধান জাফর নিত্য দান করে দুঃখী জনে,
তাহার তুল্য নাহি বদান্য বিশ্বাস মনে মনে |
একদা সহসা উদ্যানমাঝে সান্ধ্যভ্রমণ কালে,
হেরে তার দাস ক্ষুধায় কাতর বসে আছে আলবালে |
দিবস শেষের তিনখানি রুটি প্রাপ্য আহার তার
একে একে দিল কুকুরের মুখে,–বিচিত্র এ ব্যবহার !
কহিল জাফর, ‘ওরে কিঙ্কর, সারাদিন উপবাসী,
দিবস শেষের খাদ্য তাও কুক্কুরে দিলি হাসি ?’
চমকি বান্দা জোড় হাতে কয়,– ‘মানুষ হয়েছি ভবে,
আজিকে ভাগ্যে না হয় আহার, কালি পুনরায় হবে |
খোদার এ জীবে আহার কে দিবে ? ক্ষুধায় বাঁচাবে কেবা ?
মোরা যে ধরাতে এসেছি করিতে নিখিল জীবের সেবা |’
কহিল জাফর আঁখি ছল ছল– ‘ আবিসিনিয়ার দাস,
আজিকে দর্প করিলি চূর্ণ, ছিঁড়ে দিলি মোহ-পাশ |
গুরুর মন্ত্র কানে দিলি তুই, দে রে কোল, বুকে আয় ;
দুর্দিনে ধীর সেরা দানবীর তুই দীন-দুনিয়ায় |
রাজকোষ যে বা মুক্ত করেছে দাতা নাহি কই তারে,
সেই ত্যাগ-বীর বুকের রুধির হেলায় যে দিতে পারে |
রে চির বান্দা, নহিস বনদী– দিলাম মুক্তি প্রাণ,
এই বাগিচার মালিক হইয়া প্রাণ ভরে কর দান |
এবার মূল্যান করুন নিজেকে, আপনি কেমন দাতা!
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক
[email protected]
২৩ শে জুন, ২০২০ রাত ৯:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ খানসাব
আপনার গুরুর খবর কি?
২| ২৩ শে জুন, ২০২০ রাত ১০:৫১
দীপঙ্কর বেরা বলেছেন: ভাল কবিতা
২৩ শে জুন, ২০২০ রাত ১১:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার খু প্রিয় একটা কবিতা।
অবশ্যই ভালো কবিতা।
৩| ২৩ শে জুন, ২০২০ রাত ১১:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন:
চমৎকার কবিতা।
এসব কবিতাতেই কেবল মেলে।
মানবসমাজে বড় দুর্লভ হয়ে গেছে।
শুভেচ্ছা প্রিয় নুরু ভাইকে।
২৪ শে জুন, ২০২০ রাত ১:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নীতি কথা এখন আর কেউ শুনতে চায়না।
নীতির চর্চাও করেনা। সেই জন্যই হয়তো
আমাদের এত অবনতি!!
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।