নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

তালকানা ছাগল (ছড়া)

০৯ ই জুন, ২০২০ রাত ১০:২৯



তালকানা ছাগল (ছড়া)
নূর মোহাম্মদ নূরু

এক ছাগী জন্ম দিলো তিনটি ছাগল ছানা,
নাদুস নুদুস দেখতে তবে একটা ছিলো কানা।
দুই বাচ্চা দুধ পানে সদাই মায়ের সাথে,
তিন নম্বরটা শুধুই লাফায় দুধ জোটেনা পাতে।

সবল হলো দুইটি ছানা দুগ্ধ পানে মায়ের,
কানাটা তো লাফায় শুধু জৌলুশ দেখে ভায়ের।
নিজের দিকে দেয়না নজর কানা ছাগল ছানা,
অন্য দুটা সুযোগ নিলো জানলোনা তা কানা।

লাফা-লাফি, ছোটা ছুটি কানা ছাগল করে,
এরে গুতায় ওরে মারে কারো ধার না ধারে।
এমন করে গুতায় গুতায় শিং ভাংলো তাহার,
শিং এর ব্যাথায় কাতর কানা জুটলানা তার আহার।

কানা ছাগল বোঝেনা যে কখন কোন ভাও,
গায়ের জোরে বাঘকেও সে বলতে গেছে ম্যাও!!
অন্য দু'টা আপন মনে খাচেছ কচি ঘাস
তিন নম্বার বাচ্চা নিজের করলো সর্বনাশ।

সময় থাকতে সমঝে চলো তাল কানা ছাগল,
নিজের ভালো সবাই বোঝে হলেও পাগল।
হাত দিওনা সাপের গর্তে না যেনে তার মন্ত্র ,
বে ঘোরে প্রাণ হারাবে দাওনা এবার ক্ষ্যান্ত।


নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।

যদি সময় পান আমার সব শেষ পোষ্টটায় একবার চোখ বুলাবেন।

১০ ই জুন, ২০২০ দুপুর ১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখিত আমি আপনার উপর আমার
আগ্রহ হারিয়ে ফেলেছি। আপনি ভালো
থাকুন। পরীকে আমার শুভেচ্ছা জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.