নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
দুনিয়াটা আজব বড় ভেবে চিন্তে দেখি
যােদের ভাবি প্রাণের সুহৃদ আসলেতে মেকি।
কথা কার্য আলাপ যাহাই করি তােদের সাথে
পানের থেকে চুন খসিলে চলে অন্য পথে।
আপন স্বজন ভাবি যাদের তারা হলে বৈরী
বেঘোরেতে প্রাণটা নিতে কারণ করে তৈরী।
তুচ্ছ কারণ স্বার্থ হানি যদি কভু হয়
আপন বলে ভাবো যাকে সে আর আপন নয়।
ভাই বন্ধু পুত্র জায়া
১০ ই জুন, ২০২০ দুপুর ২:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই যুদ্ধের মহত্ব আপনি বুঝতে অক্ষম।
এই যুদ্ধের সারমর্ম হচ্ছে আ্ল্লাহ সহায়
হলে কম মানুষের পক্ষেও যুদ্ধে জয়লাভ
করা সম্ভব। আর রসুল (সঃ) আদেশ অমান্য
করলে কি পরিনতি হয় তার উদাহরণ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২০ রাত ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
উহা যুদ্ধ ছিলো না, এগুলো মারামারি; ব্রাম্নণবাড়িয়ার মারামারিতে এর থেকে লোকজন বেশী হয়।