নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
হৃদ্বতা
নূর মোহাম্মদ নূরু
নামটি তাহার আমার নামে আলোর মতোই জ্বলে
সাদা মনের মানুষ তিনি আমার এ মন বলে।
ঝগড়া ফ্যাসাদ হিংসা বিবাদ তাহার মনে নাই
নামে কিছু মিল থাকাতে হয়েছে আমার ভাই।
দিল দরিয়া মানুষ তিনি শখ যে ছবি তোলা
তাহার কিছু ছবি আছে যাবেনা কভূ ভোলা।
পথে হাটে, যাই সে দেখে ডাইরীতে তা লেখে
সুন্দর করে বলে সে তা কিছুটা রং মেখে।
ঘরে তাহার লক্ষ্মী বধু নানান খাবার বানায়
মাঝে মাঝে ছবি দিয়ে সবা্ইকে সে জানায়।
পরীর মতো মেয়েটি তার ঘর যে আলো করে
মাঝে মাঝে সুযোগ পেলে বিদেশেতে ঘোরে।
ব্যবসায় করার শখ যে ছিলো হলোনা তা করা
বাস্তবতা দেয়নি কিছু দুঃখ বিলাশ ছাড়া।
কল্পনাতে হাজার ছবি হাজার দুঃখী মুখ
এসব তারে ভাবায় শুধু মনেতে নাই সুখ।
করোনাতে মরছে মানুষ হাজারে হাজার
এসব ভেবে সারাটা দিন মনটা থাকে ভার।
আসবে সুদিন হাসবে মানুষ তুলবে ছবি আবার
এমন স্বপ্ন দেখে দেখে রাত যে করে কাবার।
গুরু জনে সকল সময় ভক্তি শ্রদ্ধা করে
শত আঘাত দিলেও সে টু শব্দ না করে।
এমন একটি ভাই পেয়ে সত্যি খুশি আমি
কেউ না জানুক এসব কথা যানে অন্তর্যামী।
বেচেঁ থাকো অনেক বছর নিয়ে শত আয়ু
উপভোগো পৃথিবীর সব রস গন্ধ বায়ূ।
খোদা তোমার সহায় হবে এ প্রার্থনা আমার
ভালো থেকো সুখে রেখো প্রিয় যে জন তোমার।
প্রকাশকালঃ ঢাকা, ৪ জুন ২০২০ ইং বৃহস্পতিবার
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক
[email protected]
০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একবার বিশ্বজয়ী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী
বাংলাদেশে এক পুচেকে ছোড়ার কাছে পরাজয়
বরণ করে নিয়ে মনে প্রশান্তি পেয়েছিলেন।
আশা করি স্মরণে আছে
২| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:১২
মেটালক্সাইড বলেছেন: আগেরটা থেকে এটা ভাল হয়েছে। সহজ সাবলীল ছন্দ ও মিশ্রণ।
নুরু ভাই এই ধারার পদ্য কিন্তু আপনাকে মানায় বেশি।
০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মেটালক্সাইড
মন্তব্যে ভালোলাগা।
লাইক দিলাম
৩| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
ভালো অনুভবতা
০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ গাজীসাব
আপনার শিষ্যকে একটু বোঝান !!
জাত সাপ আর কানা সাপের পার্থক্য
চিনিেয়ে দিন।
৪| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু সাধু সাধু.....
০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সাজ্জাদ ভাই
ব্লগের গুরুগম্বীর ভাবটা একটু্ হাল্কা
করার জন্যই মাঝে মাঝে একটু রস !!!
৫| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উনি লোক ভালো তবে মাঝে মধ্যে স্ববিরোধী কথা-বার্তা বলে।
০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সরল ও সহজ হওয়াতে এমন সমস্যা হয়।
অর্থোৎ লেজে গোবারে করে ফেলেন। তবে
ধরিয়ে দিলে গোযার্তুমি না তরে স্বীকার করে
নেন। এটাই তার বিশেষত্ব।
৬| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: খাতির করে লাভ নাই।
ঝড় আসছে। রেডি হোন।
০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি গত চার দিন যাবৎু
একই গান শুনছি !! ভাঙ্গা
রেকর্ডের মতো !!
৭| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: আর এক ঘন্টা পর থেকে একের পর এক ঝড় আসবে। প্রস্তুত থাকুন। নো মারসি।
০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে বিড়াল ইদুর মারে তার
গোফ দেখলেই প্রতিয়মান হয়
সে ইদুর মারবে না ছুছো !!
৮| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: ভয় পেয়েছেন। তাই আমার বোমা আঘাত হানার আগেই তেল দিতে শুরু করেছেন। কাজ হবে না। লাভ নাই। আমি আগেই বলেছি বাঘের লেজে পা দিয়েছেন।
আমার গ্রেনেড সব রেডি আছে। একের পর এক নিক্ষেপ করা হবে। আর এক ঘন্টা অপেক্ষা করুন।
০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপানাকে তেল দেওয়াতে কোন্ লাভ নাই! মানুষ লাভের জন্য লোহার বস্তা বহন করে
বিনা লাভে তুলার বস্তাও না। একবার কোন এক বিখ্যাত রাজনীতিবীদ
(নামটি মনে আসছেনা) কিন্তু বাকপটুতে অনভিজ্ঞ এক জনসভায় ভাষণ দিতে গিয়ে
বললেন I conceive, তারপর আবার চুপ। আবার বললেন I conceive, এরপর
বারকয়ে এই বাক্য বলার পরেও যখন পরে আর কিছু বলতে পারছিলেন না, তখন
উক্ত জনসভার এক মহিলা শ্রোতা তাকে বললন, আমরা একবার conceive করলে
ছেলে হোক মেয়ে হোক একটা কিছৃ জন্ম দেই। আপনি বারে বারে conceive
করেও কিছু যখন জন্ম দিতে পারছেন না তখন আপনার conceive করটা ঠিক হয়নি।
সুতরাং যা পারবেন না তা conceive না করাই মঙ্গল।
৯| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৫৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুখী পরিবার
০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মহাসুখী পরিবার!
দুই সন্তনের বেশী নয়
একটি হলে ভালো হয়।
১০| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
রাজীব নুর বলেছেন: আমি জানি আপনি ভয়ে কাপছেন।
মালমশলা সব রেডি করেছি। গত দুই চুপ ছিলাম বলে ভেবেছেন আমি বুঝি কথার কথা বলেছি। আজ দেখবেন খেইল।
০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাতি ঘোড়া গেল তল
মশা বলে কত জল।
আপনার গুরু কিন্তু
বুঝে গেছে, আপনাকে
বারণও করে ছিলো আপনি
বোঝেন নাই শুনেনও নাই।
আপনি আসেন দেখাতে খেইল
দেখবেন তখন কেমন খেলে গেইল !!
১১| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
আমি সাজিদ বলেছেন: মানুষ ভালো কিন্তু এই করোনার মধ্যে রোজ বিকেলে ঘুরে বেড়াচ্ছে।
০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সরল সোজা মানুষগুলো নিজের
দোষে বিপদে পড়ে, অপরকেও
বিপদে ফেলে। তার সুমতি হোক।
১২| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৩
গুরুভাঈ বলেছেন: য এর নিচে . হয় নাই দুই যায়গায়।
০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ গুরুভাঈ
ঠিক করে দিয়েছি
লক্ষ্মী বানানটাও
অশুদ্ধ ছিলো।
১৩| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:১১
সাইন বোর্ড বলেছেন: কুলিং টাওয়ার, জল পড়ছে...
দারুণ শীতলতা !
০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুব পানসে লাগে ব্লগ
যখন সবা্বই গোমরা।
তখন আনি আমড়া
যত পারিস কামড়া।
১৪| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে। ভাবছি আপনি মুখে গাজী সাহেবের শিষ্য বললেও ভাইকে আপনি অসম্ভব ভালোবাসেন। বিগত বেশ কয়েকদিন ধরে আপনার চিন্তার কেন্দ্রবিন্দু আমাদের ছোট ভাই। আমরা উপভোগ করছি....
০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা আপনার ছোটভাই তা বুঝলোন।
শুধু তন্তবিহীন ব্যাঘ্রের মত হালুম হুলুম
করে। বোঝেনা যেখানে তার গুরু বস
সেখানে বৃথাই তার ফোঁস ফাস!!
১৫| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:৪০
পদ্মপুকুর বলেছেন: ঢাকাই সিনেমার একটা নাম বোধহয় ছিলো- বন্ধু তুমি শত্রু তুমি...
০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বন্ধু থকে শত্রু হওয়া বিচিত্র নয়।
তবে শত্রু থেকে বন্ধু হলে তা টেকে
অনেক দিন। যেমন কথায় আছেনাঃ
আগে তিতা তার পরে মিঠা !!
১৬| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:৫৫
বিজন রয় বলেছেন: বাহ!!
০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহা বেশ বেশ বেশ
১৭| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৩৭
গুরুভাঈ বলেছেন: মেখ টাও ঠিক করেন, মেখে হবে। ফ্যাসাদ। বানান ভুল না ধরি কারন আমার নিজেরও ওনেক ভুল থাকে।
০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নজর এড়িয়ে গেছে মেখে
তবে কবিতায় ফ্যাসাদ, ফেসাদ
দুটোই প্রযোজ্য। ধন্যবাদ গুরু
১৮| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: ঠেলা সামলান মুরুব্বী।
০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একবার সুযোগ দিলাম
ফের যদি দেখি এসব
ছাড়বোন কইয়া দিলাম
১৯| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১১:১৭
কাছের-মানুষ বলেছেন: ছবিটা দারুন হয়েছেন। খান সাহেব মনে হয় অনেক রোমান্টিক মানুষ, ছবিতে দেখা যাচ্ছে ম্যাচিং করে জামা পড়েছে দুজন।
কবিতা ভাল লাগল।
০৪ ঠা জুন, ২০২০ রাত ১১:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধ্যন্যবাদ কাছের মানুষ
কবিতা ভালো লাগার জন্য।
কাছেই থাকুন। তবে সামাজিক
দুরত্ব বজায় রাখবেন। হাহাহা
২০| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১১:৩২
রাজীব নুর বলেছেন: আরো আসবে। আজই আসবে।
০৪ ঠা জুন, ২০২০ রাত ১১:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসুক !! আপনার সুন্দর প্রতিচ্ছবির পিছনের
দিকটা সবার কাছে উন্মোচিত হোক। আমি
আপনাকে ক্ষমা করে দিলাম, পাঠককের
খবর জানিনা। তাদের কাছে ক্ষমা চেয়ে
নিবেন।
২১| ০৫ ই জুন, ২০২০ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: আমাকে জেনারেল করা হয়েছে।
খুশি হয়েছেন নিশ্চয়ই।
ভালো থাকুন। শুভ রাত্রি।
০৫ ই জুন, ২০২০ রাত ১:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখিত !!
আপনার এমন সাজা হোক
তা আমার প্রত্যাশা ছিলোনা।
কর্তৃপক্ষের কাছে নিবদন আপনার
বিষয়টি পুণঃ বিবেচনা করা হোক।
২২| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: সামু না বুঝুক আপনি তো আমার ফান বুঝবেন এবং ফান টা ফান হিসেবে ধরবেন। সিরিয়াস কিছু না তো। বাট আমিই ভুল করলাম। কাউকে বিশ্বাস করতে নেই, ভালোবাসতে নেই।
০৫ ই জুন, ২০২০ বিকাল ৪:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি ফান হিসেবে নিলেও আপনার
পাঠককুল আপনার লেখা ফান হিসেবে
নেয়নি। তারা আপনার ওই লেখাকে জঘন্য
বলে মতামত দিয়েছে যা আপনার স্বভাবের
বিপরীত। কাউকে সম্মান করতে না পারেন
তাকে অবজ্ঞা করেন তাই বলে তার নামে
কুৎসা রটানো ঠিক হয়নি।
২৩| ০৫ ই জুন, ২০২০ রাত ৮:২৬
মা.হাসান বলেছেন: @ মডারেটর-- মডারেটরের কাছে বিনীত অনুরোধ, জনাব রাজীব নুর কে যতটুকু সময় জেনারেল না করলেই নয় ততটুকু সময় জেনারেল রেখে দ্রুত সেফ করা হোক। নূরু ভাই বিষয়টা ফান হিসেবে নিয়েছেন, ওনার কোন অভিযোগ ছিলো বলে মনে হয় নি। পাঠকদের মধ্যেও অনেকেই এরকম খুনসুটি উপভোগ করেছি। অতীতে তিন দিনে জেনারেল থেকে সেফ করা দেখেছি। সম্ভব হলে এরও আগে রাজীব নুর কে সেফ করার বিষয়টি বিবেচনা করার অনুরোধ করছি।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মা.হাসা্ন ভাই ধন্যবাদ আপনাকে
আমি ফান হিসেবে নিলেও কিছু
উস্কাানী দাতা যার উপরেরটাও
খায় আর তলেরটাও কুড়ায় তারা
তাকে উস্কানীর ফঁদে ফেলে মজা
লুটছে। আাগেও বলেছি রাজীব খান
সরল সহজ মানুষ, প্যাচ কম বুঝেন
তাই তাদের ফাঁদে পা দিয়ে এমন
এক অশালীন পোস্ট দিযে বিতর্কের
সৃষ্টি করে মডুদের টনক নড়িয়ে দিয়েছে।
তাই তারা বাধ্য হয়ে তাকে জেনারেল করেছে।
আমিও মডুদের কাছে তার স্বল্পকালীন জেনারেল
মেয়াদ প্রত্যাশা করি।
২৪| ০৭ ই জুন, ২০২০ সকাল ৮:২৭
সোহানী বলেছেন: রাজিব ভাই কিন্তু সত্যিই খুব সহজ সরল। জটিলতা অনেক কম। মুখে মুখে হুমকি দেয় কিন্তু বাস্তবে তেমন কিছু করে না
০৭ ই জুন, ২০২০ সকাল ৯:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোহানী আপুু
আমিও তাকে তাই মনে করতাম
তবে কষ্টিপাথরের পরীক্ষায় সে কৃতকার্য
হতে পারেনি । তাইতো মডু তাকে জেনারেল
করে রেখেছে। সে আমাকে নিয়ে আারে একটি
জঘন্য পোস্ট দিয়েছে জেনারেল থাকা অবস্থায়
"একজন দুষ্ট লোক" শিরোনামে দেখে আসতে পারেন তার
ব্লগে। আসলে এতদিন সে ভদ্রতার মুখোশের আড়ালে
ছিলো। তার ভিতরের কুটিলতা এবার প্রকাশিত হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:০৯
মীর আবুল আল হাসিব বলেছেন: সত্যিই অপ্রত্যাশিত!!!
পোস্ট পড়ার আগে মনে করছিলাম তৃতীয় বারের মত পাল্টা দিছেন। কিন্তু না!!
মন ভালু হয়ে গেলু.......