নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আর কতো লাশের মিছিল !!

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৯


আর কতো লাশের মিছিল!!
নূর মোহাম্মদ নূরু

যে ছিলো প্রিয়জনের অতি আপনজনা,
সেই মানুষটি লাশ হলে ধরতে তাকে মানা।
কখন কে যে লাশ হবে নাইকো কারো জানা,
করোনাযে লাশ বানাতে কখন দেবে হানা।

রাস্তা গাড়ী আকাশ পথে নিরাপত্তা নাই,
লাশের মিছিল দিনে দিনে বাড়তে আছে তাই।
প্রতিদিনই বাড়ছে সংখ্যা সবখানেতে ভয়,
কখন যানি প্রিয়জন করোনার শিকার হয় ।

আজকে আমি মানুষ বটে কাল যদি হই লাশ,
দ্বায়িত্বটা কেউ নিবেনা বাড়বে দীর্ঘশ্বাস।
লক ডাউন তুলে নিয়ে বিপদ হলো সবার
দলে দলে আসছে মানুষ খুঁজতে তাদের খাবার।

বাঁচার তরে খাবার খুঁজি ঝুকি নিয়ে তাই
কি হবে খাবার দিয়ে যখন আমি নাই!!
যাদের যাবে তারাই বোঝে লাশ হবার কি জ্বালা,
আর কতকাল স্বাস্হ্য নীতির এমন অবহেলা।

নিরাপত্তা দেবার কথা ভুলে গেছে তারা,
মোটা অংকের বেতন ভাতা তুলে নিচ্ছে যারা।
লোভের বশে হাপুস করো এাণেরই মাল
ধরতে তোমায় পাতা আছে করোনারই জাল।

তাইতো বলি সমঝে চলো করো খোদার ভয়
দ্বায়িত্বটা পালন করো হেলাফেলা নয়।
দ্বায়িত্বটা ভুলে গেলে কেমন হবে হাল?
আজকে আমি লাশ হয়েছি তুমি হবে কাল।


নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: ভয়াবহ বাস্তবতা। যতই প্রলয় আসুক আমাদের ভেতরকার সহমর্মিতার সহনশীলতা হাত আরো শক্ত করা দরকার। অবিশ্বাস ভয় সন্দেহ দিয়ে মানবসভ্যতার কোনো উপকার তো হবেই না উল্টে পতনকে তরান্বিত করবে।
কাব্যে ভালোলাগা।

শুভকামনা প্রিয় নূরু ভাইকে।

০৩ রা জুন, ২০২০ রাত ৮:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদাতিক দাদা আপনাকে ধন্যবাদ
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য।
বাস্তবতা খুবই ভয়াবহ। আমাদের সবাইকে
সচেতন হতে হবে স্বাস্থ্য বিধি মানার জন্য।


২| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ যেন ক্ষমা করে।

০৩ রা জুন, ২০২০ রাত ৮:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একমাত্র আল্লা ছাড়া আমাদের আর কোন মাবুদ নাই
তিনিই পারেন আমাদের এই মহামারী থেকে নিস্তার
দিতে। আমদের নিজের উপর বিপদ না আসা পর্যন্ত
আমরা বুঝতে পারবোনা এর ভয়াবহতা। আল্লাহ
আমাদের সহায় হোন। আমিন

৩| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

গুরুভাঈ বলেছেন: করোনার ব্যাপারে আসলে উচ্চকিত হয়ে লাভ নাই। নিজের ঘারে না পরা পর্যন্ত কেউ এলার্ট না। ব্রাহ্মনবাড়িয়া বলেন আর ব্রিটেন, নোয়াখালি বা নিউ ইয়র্ক, জনগনের করোনা প্রতিরক্ষা এ্যাক্টিভিটি নাই। আমেরিকার আন্দোলনের, লুটের কোনো ভিডিওতে কারো কোনো করোনা সুরক্ষা নাই।

০৩ রা জুন, ২০২০ রাত ৮:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যথার্থই বলেছেন গুরুভাঈ।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে

৪| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:০১

ওমেরা বলেছেন: কি ভয়ংকর অবস্থা !!
চোখের সামনে এত কিছু দেখেও আমরা শিক্ষা নেই না ।

০৩ রা জুন, ২০২০ রাত ৯:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

“ বিশ কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী
রেখেছ বাঙালি করে মানুষ করনি ”

৫| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:২৬

নেওয়াজ আলি বলেছেন: অজানা। দিন দিন বাড়ছে লাশের সংখ্যা । তারপর আছে আপনজনের অমানবিকতা

০৩ রা জুন, ২০২০ রাত ৯:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অমানবিকতা, মূর্খতা আর অ-সচেতনতা
দিন দিন আমদেরকে অন্ধকারে নিমজ্জিত
করছে। আমাদের হুস হবে যখন নিজের
কাঁধে প্রিয়জনদের লাশ উঠবে।

৬| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: আপনার চাকরিটা কি আছে?

০৩ রা জুন, ২০২০ রাত ৯:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক এদের চাকুরী
কখনো যায়না। এরা সব সময় কাজের মধ্যেই
থাকে। পার্থক্য হলো এদের চাকুরী যাবার পরে
রিটায়ার্ড কথাটা যোগ হয়।

৭| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শেষের কথাটা মর্মান্তিক!
এটা ভাবতে ভাবতেই হয়তো.....
কবিতায় ভালোলাগা রইলো ।

০৪ ঠা জুন, ২০২০ রাত ১২:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ
আমি চেষ্টা করি কবিতা বা
ছড়ার শেষে একটা মেসেজ
দিতে। অনেক সময় সফল হই
আবার অনেক সময় না।
শুভকামনা আপনার জন্য।

৮| ০৪ ঠা জুন, ২০২০ রাত ২:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার বড় মেয়ের ভাসুর করোনায় আক্রান্ত।সকলের সেকি উৎকন্ঠা।রুগীর বড় বোন ডাক্তার এবং সে যে হসপিটালের ডাক্তার সেই হসপিটালেই ভাইয়ের চিকিৎসা করাতে পারছেনা।কি অসহায় অবস্থ।

০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সত্যিই খুব মর্মান্তিক !!
মৃত্যুশয্যায় মানুষ তার আপন
জনদের কাছে পেতে চায়। অথচ
এমনই এক রোগ যা আপন জনদের
অমানবিক করে তোলে।

৯| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১:০২

কালো যাদুকর বলেছেন: "নিরাপত্তা কথা দেবার কথা ভুলে গেছেন তারা,
মোটা অংকের বেতন ভাতা তুলে নিচ্ছেন যারা"

এই দুই লাইনেই মোটামুটি বুঝায়ে দিসেন। আমেরিকাতে ইমারজেন্সী সারভিসে যারা আছেন, ওনারা কাজে না গেলে , চাকরী শেষ।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমরা কেন আমাদের ভালো বুঝিনা!!
আমরা আর কবে মানুষ হেবো!
নাকি অ-মনুষের ছাপ থেকে যাবে
আজীবন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.