নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

হতভাগা জানিলো কেমনে !!

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৩৫


হতভাগা জানিলো কেমনে !!
নূর মোহাম্মদ নূরু

ও মনু তাইলে তুমিও ছিলা ওদের দলে
বুঝছ এখন ক্যামনে তুমি পড়াছা যাতা কলে!
বারোটা সাঙ্গাত যখন উঠলা রাতের ট্রেনে
মতি গতি ভালোনা তা বুঝলো আামার ব্রেনে।

মজা করে চেন টানিবা দন্ড তোমার জানা
তাইতো তুমি আর কয়টাকে করেছিলে মানা।
শুনলনা কেউ তোমার কাথা চেন টানিতে হবে
দন্ডের টাকা আমার থেকে উসুল করে নিবে।

যেইনা তোমরা সবাই মিলে চেনে দিলে টান
ট্রেন থামিলো টিটি বলে চেন টানিলা ক্যান।
আমার উপর দোষ চাপিয়ে পার যে পেতে চাও
চুল দাড়ি কি এমনি পাকে পেয়ে পূবাল বাও!!

টিটি তখন আমায় পুঁছে ট্রেন থামানোর কারণ
বলে দিলাম ছুরি ধরে করছো টাকা হরণ।
ছুড়ি টাকা সবই পেলো তোমাদেরই ঝোলায়
বারোটাকে আচ্ছা করে দিলো যে রাম ধোলাই।

তার পরেতে কিযে হলো আছে কি তা মনে
সববটাকে রশি বেধে থানায নিলো টেনে।
ছাড়া পাইলা কবে তুমি? তোামার গুরু কই?
এখনো কি পরের উঠেনে চালায তোমার মই।

দেখতে তুমি হিরোর মতো, ভাব যে বোঝা দায়
পরের জমির সোনার ফসল ওঠাও তোমার নায়।
খানসাব হইলো গাজীর শিষ্য জিং জিং খেলা খেলে
বেশী বাড়া বাড়লে ধুইবো তোমায়, বুড়িগঙ্গার জলে।


নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ৬৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহা দারুন হয়েছে

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি?
খানসাব ইদুর ধরার মন্ত্র নিয়ে সাপ ধরতে এসেছে !!
কাহাতক সহ্য হয় বলেন? তবে খানসাব লোক ভালো।
পরীর মতো একটা কিউট মেয়ের বাবা তিনি তাই অল্পতে
ছেড়ে দিলাম !! =p~

২| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



গুরুকে নিয়ে টানাটানি কেন?

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গুরু তাকে বুঝাতে পারেনাই কেন
যে সাপ ধরতে গেলে সাপ ধরার মন্ত্র
শিখতে হয !! ইদুরের মন্ত্রে সাপ ধরতে
গেলে বেঘোরে প্রাণ দিতে হয়। আপনিতো
জানেন তাইনা !!

৩| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্লগার রাজীব নূর এক জন ভালো মানুষ , আদর্শ মানুষ ।
তাঁর তুলনা নেই।

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সাজ্জাদ ভাই ধন্যবাদ আপনাকে
আপনার মূল্যায়নের জন্য। রাজীবখানকে
সম্ভবত আমি আপনার চেয়েও বেশী জানি।
তার সাথে আমার যে মন্তব্য বিনিময় হয় প্রতিদিন
তা বোধ হয় সবার চেয়ে বেশী। আমি খুব বেশী
ব্লগারকে গুরুত্ব দেইনা তবে সেই কম সংখ্যকদের
মাঝে রাজীব খান একজন।

৪| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহেহেহে.....
নো কমেন্ট নুরু ভাই। তবে আপনি মুখে বলেন আমাদের ছোট ভাই মানে খান সাহেব আপনার হৃদয়েও বিরাট একটা অংশ দখল করে আছে। বেচারা আমরা! কারো কাছে পাত্তা পেলাম না। হেহেহে

০১ লা জুন, ২০২০ বিকাল ৫:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।
তবে পাশ কাটিয়ে গেলেতো চলবেনা।
খানসাব আজকে তার হেহেতে আমােকে
ধরাশায়ী করতে চেয়েছিলো। চুল দাড়িতো
এমনি এমনি পাকেনি !! এটা তার কথা তাই
তাকে কুপেকাত করে দিলাম। না হলে সে
সুযোগ পেলে আবারো প্যাচে ফেলবে। তাই
একটু সতর্ক করা আরকি !! হা হা =p~ হা

৫| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া।

০১ লা জুন, ২০২০ বিকাল ৫:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লক্ডাউন খুলে দিবার দিন সর্বোচ্চ সংখ্যক মৃত্যু !!
খুব আতঙ্কের মাঝে্ আছি। দোয়া করবেন। সাবধানে
থাকবেন।

৬| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫৭

মিরোরডডল বলেছেন: রাজীবের ট্রেনের গল্পটা আমি অনলাইনে পড়েছিলাম । ও মনে হয় ভুলে গেছে ‘কালেক্টেড’ লিখতে ।
ডিফারেন্স হচ্ছে রাজীব শুধু ভালবেসে শেষ লাইনে ‘নূর মোহাম্মদ নুরু’ অ্যাড করেছে :)

০১ লা জুন, ২০২০ বিকাল ৫:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ মিরোরডডল
আমিও গল্পটি জানতাম। তাইতো
আমার লেখার শেষ প্যারায় তার
ইঙ্গিত করেছি।
দেখতে তুমি হিরোর মতো, ভাব যে বোঝা দায়
পরের জমির সোনার ধান ওঠাও তোমার নায়।

৭| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


শিষ্য এখনো গোখরো ও কানা সাপের মাঝে পার্থক্য বুঝে না।

০১ লা জুন, ২০২০ বিকাল ৫:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য !!
তবে এ ব্যার্থতা আপনার গাজীসাব!!
তাকে আরও একটু শিখান । :P

৮| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:০০

মিরোরডডল বলেছেন: **ভালোবেসে**

০১ লা জুন, ২০২০ বিকাল ৫:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমস্যা নেই ! বুঝতে পেরেছি।
আমারও মাঝে মাঝে এমন টাইপো
হয়ে যায় অসর্তকতার কারনে।

৯| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:২৬

বিজন রয় বলেছেন: বাহ!!

০১ লা জুন, ২০২০ বিকাল ৫:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ বিজন দাদা,
কেমন আছেন। মহামারীতে
সতর্ক থাকবেন আর নিরাপদে
থাকবেন সবসময়।

১০| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:৪৩

সত্যপীরবাবা বলেছেন: লেখক বলেছেন: রাজীবখানকে সম্ভবত আমি আপনার চেয়েও বেশী জানি।

যেহেতু ভাল জানেন তাই কিছুটা কৌতুহল থেকে জানতে চাইছি: ব্লগার রাজীব নূরের ঘন ঘন পল্টি খাওয়া আর পোষ্টের সাথে সম্পর্হীন কমেন্ট করার কারণ কি মানসিক নাকি চারিত্রিক? মননের রোগ নাকি চরিত্রদোষ?

০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব সরল সোজা ও সহজ মানুষ।
ঘোর প্যাচ কম বোঝেনণ তাই তার
মন্তব্য অনেকসময় বুমেরাং হয়ে যায়।
তবে তার ভুল ধরিয়ে দিলে তা স্বীকার
করে নেন তাই মনে হতে পারে তিনি
ঘন ঘন পল্ন্টি খান। আসলে তা নয়।
অতিরিক্ত সরলতার কারনে তিনি বুঝতে
পারেন না কোনটা সাদা আর কোনটা
কালো!! হ্যা কথা সত্য তিনি পোস্টের
সাথে সম্পর্কহীন মন্তব্য করেন। তবে
এটাও ঠিক যে পোস্টে কোন মন্তব্যই
থাকেনা সেখানেও তিনি একটি মন্তব্য
করেন তা পোস্টের সাথে সম্পর্ক থাকুক
বা নাই থাকুক। আমি এটাকে ইতিবাচক
হিসেবেই দেখি। আমার বিবেচনায় আমার
আজকের একটি পোস্ট যেখােনে অন্যকারো মন্তব্য নাই সেখানেও তিনি হাজির।
আমি তাকে খুবই পছন্দ করি যার এটিও একটি কারণ।
গুরুত্বপূর্ণ পোস্ট (

১১| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:৫৩

ডার্ক ম্যান বলেছেন: নুরু ভাই ব্লগে আপনার কোন শিষ্য নাই ?????????????

০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডার্কম্যান একবার নিজাম মন্তল নামে আমার একজন ভক্ত
আমার শিষ্য হতে চেয়েছিলো। কিন্তু অনেক দিন তার দেখা
পাচ্ছিনা। জানিনা সে এখ্ন কোথায় আছে, কেমন আছে। তার
মঙ্গল কামনা করছি আর ফিরে আসার আহ্বান জানাজ্ছি।
তার পর থেকে আমার কোন শিষ্য নাই। সবাই আমার গুরু
আমি সবার শিষ্য।
"বিশ্বজোড়া পাঠশালা মোর,সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিসশিখছি দিবারাত্র।"

১২| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

রাজীব নুর বলেছেন: আমার হে হে পোষ্টের পরে যে আপনি আক্রমন চালাবেন তা আমি জানতাম।
আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম মানসিকভাবে। ধাক্কাটা সামলাতে পারছি।

ভালো থাকুন। আর হ্যা আরেকটা ধাক্কা আসতে পারে। একটু সাবধানে থাকবেন।

০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রোজা রেখে শুয়ে ছিলাম কাজ কর্ম সেরে
জানতামনা এই সুযোগে সিধ কাটিবে ঘরে
ইট মারিলে পাটকেল খেতে হয় তা জানো?
তাইতো বলি সবখানেতে গুরুজনকে মানো।

করোনার থেকে বেশী ধাক্কা !!

১৩| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১০

মীর আবুল আল হাসিব বলেছেন: কি কাউন্টার রে বাবা!!!!
সত্যিই আপনার চুল বাতাসে পাকেনি।

০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ হাসিব ভাই
আপনার যখন চুল পাকবে তখন
আপনিও কথায় ও কাজে পাকা
হবেন।

১৪| ০১ লা জুন, ২০২০ রাত ৮:০৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: হা হা হা..
অসাধারণ ।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বুরহানউদ্দীন ভাই
ধন্যবাদ আপনাকে।

১৫| ০১ লা জুন, ২০২০ রাত ৮:১২

মীর আবুল আল হাসিব বলেছেন:





লেখক বলেছেন:

আপনাকে ধন্যবাদ হাসিব ভাই
আপনার যখন চুল পাকবে তখন
আপনিও কথায় ও কাজে পাকা
হবেন।

=================================================================

বয়স হওয়ার আগে/চুল পাকার আগে- কথা ও কাজে পাকা হওয়ার কোন উপায় আছে??

০১ লা জুন, ২০২০ রাত ৯:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চুল না পাকলে কথা ও কাজে পকা হবার
কোন সুযোগ নাই। তবে ক্যাচাল করা যায়।
তাই কলপ দিয়ে হলেও অন্তত চুল পাকান!
তা হলে মানুষ কথার গুরুত্ব দিবে। কানের
নিচে সাদা চুল দেখলে নাকি মেরিকান এম্বেসী
ভিসা প্রদান করেন। এটাই বয়সের মহত্ব!

১৬| ০১ লা জুন, ২০২০ রাত ৮:১৮

কল্পদ্রুম বলেছেন: জিং জিং খেলা জিনিস টা কি?

০১ লা জুন, ২০২০ রাত ৯:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই খেলার আমদানীকারক খানসাবের গুরু
গাজীসাব। খানসাব এ বিষয়ে ভালো বলতে
পারবেন। খানসাবের জামালভাইও শিখে
নিয়েছেন এই খেলা।

১৭| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৩৭

কাছের-মানুষ বলেছেন: আপনারা দুজন কাব্যে কাব্যে মিথস্ক্রিয়া চালিয়ে যান।
গ্যালারিতে বসলাম উপভোগ করার জন্য।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ কাছের মানুষ
কাছে থাকুন আর দেখতো
রাহো আগে কেয়া কেয়া হোতায়ায়।

১৮| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৪১

নেওয়াজ আলি বলেছেন: আপনাদের ভালোবাসার এমন খুনসুটি যেন আজীবন-পোষিত হয়। আপনারা বগ্লে অনেক পুরাতন মানুষ। শ্রদ্ধা সবাইকে

০১ লা জুন, ২০২০ রাত ৯:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আলি ভাই আগে খানসাবের গুরুর সাথে চলতো
এই লড়াই। এখন তিনি রণে ভঙ্গ দেওয়াতে তার
ভাব শিষ্য গুরুর পদে আসীন। তাই তাই তার সাথে
চলছে লড়াই। তবে তাকে স্নেহ করি বিধায় বেশী আঘাত
করিনা। যদি ভড়কে যায় !!

১৯| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: বাঘের লেজে পাড়া দিয়েছেন।
তাড়াতাড়ি দুঃখ প্রকাশ করে নিন। অন্যথায় বুলডোজার নিয়ে আসবো।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার গুরু একসময় ট্রাকটর নিয়ে আসতো।
এখন গাধার পিঠে !! সময় জবাব দেবে বুলডোজার
কতটুকু শক্তি রাখে !! আপনার গুরুর বচন মানুন
গোখরা আর কানা সাপকে চিনুন।

২০| ০১ লা জুন, ২০২০ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন: চরম বিনোদন।
# আমি শুধু চেয়ে দেখি।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি ভাইর বলার কিছু ছিলোনা!!
তাইলে আপনি গেলারীতে বসে
গান শুনুন, আমার বলার কিছু ছিলোনা।

২১| ০১ লা জুন, ২০২০ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবই আল্লাহ পাকের ইচ্ছা । উনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে । আমরা কেবল দোয়া করতে পারি।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দোয়া ইবাদতের প্রাণ
আল্লাহ সবার দোয়াই
কবুল করেন যার কিছু
দুনিয়াতে আর কিছু পরকালে
দিয়ে থাকেন।

২২| ০১ লা জুন, ২০২০ রাত ৯:২৫

সাদা মনের মানুষ বলেছেন: মনে হচ্ছে বিষয়টা বেশ জটিল, আমি কিন্তু অন্ধকারে B:-)

০১ লা জুন, ২০২০ রাত ৯:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
থানসাবের হেহে লেখাটি পড়ুন
সব ফকফকা সাদা হয়ে যাবে।
একটু পানি্ ছিটানোর পরিণাম।

২৩| ০১ লা জুন, ২০২০ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!


খুবই ভালো কাব্য!!! :)

০১ লা জুন, ২০২০ রাত ১০:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ আপু
খা্নসাব পোলাপাইন তাই
হালকার উপর একটু ঝাপসা !!
তার গুরু হলে খবর আছিলো!! =p~ :-P

২৪| ০১ লা জুন, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: ওকে সাবধান করলাম। কিন্তু সাবধান হলেন না।
রেডি থাকুন।

০১ লা জুন, ২০২০ রাত ১১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
. "কি কহিলি, বাসন্তি? পর্ব্বত-গৃহ ছাড়ি,
বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশে, কার
হেন সাধ্য যে সে রোধে তার গতি?
“আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে?
পশিব লঙ্কায় আজি নিজ ভুজ-বলে;
দেখিব কেমনে মোরে নিবারে নৃমণি?

২৫| ০১ লা জুন, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: সুনামী আসবে। আম্পান আসবে। মোড়া আসবে। সমস্ত ঝড়ের শক্তি নিয়ে একটি ঝড় আসছে।

০২ রা জুন, ২০২০ রাত ১২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

প্রতিরোধ ব্যবস্থা আমার আছে
বড় বড় গাছ লাগানো আছে
ঝড় কোন ক্ষতি করার সাহস
পাবেনা।

২৬| ০২ রা জুন, ২০২০ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! নূরু আর নূর এর খেলা জমে উঠেছে।

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমরা দুই নূর দেখাই পথের আলো
আমাদের আলোয় ঘুচে যাবে কালো
বন্ধু করি তাকে যার সব ভালো!

শিশুর সাথে লড়াই নয় এযে একটু রঙ্গ
যানি অতি শিঘ্র র্খান রেণে দিবে ভঙ্গ।

২৭| ০২ রা জুন, ২০২০ সকাল ১১:৩৪

তারেক ফাহিম বলেছেন: চলিতেছে সার্কাস :D

নূরু ভাইয়া; নূরের রম্য গল্পটি আমি বছর খানক আগে এই ব্লগেই পড়ছিলাম, কার নিক থেকে পড়া হল মনে করতে পারছি না।

০২ রা জুন, ২০২০ দুপুর ১২:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ফাহিম ভাই
গল্পটি আমি আপনি সবাই জানে
কিন্তু এটা খানসাবের কেরামতি!!
তিনি পরের ধনে পোদ্দারী করে।

২৮| ০২ রা জুন, ২০২০ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: এমন ঝড় ধেয়ে আসছে কোনো গাছই আপনাকে পিছলে পড়া থেকে বাচাতে পারবো না।
মনে মনে প্রস্তুতি নিয়ে রাখুন। তাহলে ধাক্কা সামলাতে পারবেন।

০২ রা জুন, ২০২০ দুপুর ১২:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যত গর্জে তত বর্ষে না
তাই যদি হতো কেউ রেহাই পেতো না।

২৯| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:১৫

সত্যপীরবাবা বলেছেন: লেখক বলেছেন: আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে?
=p~
রাজীব নুর মেঘনাদ বধ পড়েছেন বলে মনে হয় না।

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একই ধারণা আমি পুষি মনে
উদ্ভট স্বপ্ন ভাসে তার চোখের কোনে ... =p~

৩০| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: রাখাল বালকের কথা বিশ্বাস না করার ফল নিশ্চয়ই জানেন?

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তালপাতার সেপাই কেনো করো বড়াই
জানো তুমি কার সাথে লড়ছো ?
গুরু তোমার কুপেকাত রণে দিয়ে ভঙ্গ
সে কাহিনী কিতার কাছে শু্নছো?

ফের যদি মিথ্যা দম্ভ উচ্চারো সমরে
নির্ঘাত আমি তবে বধিব পামরে !!

৩১| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গুরু এবং শিষ্য একই প্রকৃতির :D

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যথার্থ মূল্যায়ন আপনার।
জিং জিং গুরুর জিং জিং শিষ্য।

৩২| ০২ রা জুন, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: আসলে আপনি ভাবছেন- আমাকে এক পেয়ে ধরেছেন। ভাবছেন কেউ এগিয়ে আসবে না।
মনে রাখবেন ছোট মরিচের ঝাল বেশি।

০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ও মনু তুমি এইডা কি কইলা !!
আমি সারাদিন ফেবিকল আঠার মতো
লইটকা আছি তোমার সাথে । তোমার
সব পোস্টে আমি আছি তার পরেও
নিজেকে একা মনে হবার কারণ কি?
ছোট মরিচের ঝাল বেশী তবে বোম্বাই
মরিচের মতো না হে :P হে :P হে :-P

৩৩| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগার রাজীবের ব্যাপারে আমার অ্যাসেসমেন্ট হলো- তিনি খুব বেশি ট্যালেন্টেড, অ্যাট দ্য সেইম টাইম, খুবই সরলমনা। যে যেটা বলে, খুব সহজেই তিনি সেটা গ্র্যাস্প করতে পারেন এবং সেটাকেই তার ইন্স্যান্টলি সঠিক মনে হয়। ফলে, তার একটা কমেন্ট বা পোস্টের সাথে অন্য পোস্ট বা কমেন্টের মধ্যে ওয়ান এইটি ডিগ্রি ডিফারেন্স দেখা যায় হরহামেশাই। এজন্য, তার প্রত্যেকটা পোস্ট ও কমেন্টকে আলাদা আলাদা ভাবে বিচার করতে হবে।

আমি ব্লগার রাজীব নুর এবং আপনি - দুজনেরই খুব ভক্ত সেই আদিকাল থেকে। যখন আপনাদের পোস্টে কেউ গরু চরাতে আসতো না, তখন আমি একা আসতাম। এসে কমেন্ট করতাম, পরের পোস্টে গালিসহ কমেন্ট করতাম কোনো রিপ্লাই দিতেন না বলে :)

তো, ব্লগার নাম্বার-ওয়ানের উপর আমার অভিমান ছিল, যেটা এখন রাগে পরিণত হয়েছে। সর্বশেষ তার একটা পোস্টে কমেন্ট করে এসেছিলাম, বলেছিলাম- বার বার পথ পরিবর্তন না করে যে-কোনো একটা পথে থাকার জন্য। তিনি সেই পথটা এখনো চিনতে/ধরতে পেরেছেন বলে মনে হয় না।





০২ রা জুন, ২০২০ রাত ৮:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
রাগ করে না সোনা ভাই!!
মানুষের সময় সব সময় একরকম
যায়না। আপনি যে সময়ের কথা বলছেন
সেটা ছিলো আমার পিক টাইম। দিনে
২/৩টা পোস্ট করে চাকুরীর দ্বায়িত্ব
পালন করে ওই পোস্টের কি অবস্থা
তা আর ফিরে দেখা হতোনা। সময়
পাল্টেছে দ্বায়িত্ব কমেছে তাই একটু
বেশী সময় এখানে। আশা করি তার
প্রতিফলন দেখছেন।

ব্লগার নাম্বার ওয়ানকে আমিও সেই
কথা বুঝানোর চেষ্টা করি। তিনি
তার কথাতেই জড়িয়ে পড়েন ফ্যাসাদে !!
বাচ্চা মানুষ ক্ষমা করে দিয়েন, যেমন আমি দেই। =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.