নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
করোনার ভয়াল থাবায় লন্ডভন্ড পৃথিবী ও পূঁজি বাজারের ব্যাপক ধ্বসের মতো সামুতেও বেশ কিছুদিন কবিদের আনাগোনা উদ্বেগজনক হারে কমে গেলেও বসন্তের আগমনি বার্তায় ধসের পর ইদানিং সামুতে আবার কবিদের পায়ের আওয়াজ পাওয়া যাব্ছে। তাদের অনেক কাব্য চর্চা সামুতে পরিলক্ষিত হচ্ছে। তাই নিজেকে ও কবি ভাবতে ইচ্ছে করছে। কিন্তু বিগত দিনে যে তিমিরে ছিলাম বর্তমানেও তাই। কাব্য প্রতিভা আমাকে চিরদিনই হতাশ করেছে; রয়েগেছে ধরা ছোঁয়ার বাইরে; কিছুই প্রসব করতে পারেনাই আমার উর্ব্বর (!) মস্তিস্ক। তাই খেদ যেমন রয়েছে আগের মতো, আশাও আছে পূর্বের অবস্থানে। পুরানো সেই খেদ আর পুরানো সেই হতাশা, সাথে আসা জাগানিয়া সেই আশার বানী আরও একবার আপনাদের করকমলে নৈবদ্য দিলামঃ খারাপ লাগলে, বা কেউ কষ্ট পেলে তার সম্পূর্ণ দ্বায় ভার আমার, আর কারো যদি একান্ত ভালো্ লেগেই যায় তা শুধু আপনাদের উদারতা ও মহানূভবতার জন্য। কৃতজ্ঞতা তাই জানিয়ে রাখলাম অগ্রিম। যদি না পরে আবার দেমাগে সেই কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই। শুভেচ্ছা সকলের জন্য যাদের ভালো মন্দ লাগায় আমার কবিতা শিক্ত হবে !
ভাবছি একটা কবিতা লিখব, লিখতে কেন পারছিনা?
হবেই হবে এই ভাবনায় খাতা কলমও ছারছিনা।
সকাল থেকে সন্ধ্যা নিশি চেষ্টা করে যাচ্ছি তাই,
সুধী জনে বললো দেখে কবিতা না- যাচ্ছে তাই।
মনে বড় কষ্ট আমার, ভাবছি কী করা যায়,
নেট ঘেটে সামুর সাথে বন্ধুত্বটা হয়ে যায়।
সামুতে দেখি পাতি পুতি অনেক কবির সমাহার,
মনটাকে কই হতাশা তুই করনা এবার পরিহার।
কবিতা লেখা সামুর কাছে এমন কোন ব্যপার না,
ডানে বামে না তাকিয়ে যা ইচ্ছা তা লেখে যা।
তোর কবিতা স্মরণীয় থাকবে হয়ে এখানে,
দেমাগে তোর পা দু’খানি নামবেনা আর জমিনে।
ছন্দ মিলের বালাই নাই, না থাকুক মিল অন্তরায়,
সবাই তোকে নোবেল দিবে যদিও তা কাজের নয়।
তাই বলি লিখতে হলে পড়ো আরো বেশী পড়ো,
তা নাহলে কবি তোমার পা হবে যে নড় বড়ো।
নড় বড় কাঁচা হাতে কবি হওয়া যায়না ভাই,
তাইতো আমি কবিতাকে বলে দিলাম গুড বাই।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক
[email protected]
১৮ ই মে, ২০২০ দুপুর ১:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি জানতাম বই পড়ে কেই দেউলিয়া হয়না!!
আমি কবিতা ছাপা্ই নাই তবে পত্রিকা ছাপিয়ে
দেওলিয়া হতে দেখেছি অনেক কে!! তাই
ছাপা ছাপির মধ্যে নাই। কম্পিউটারে ছাপাই
এতেই খুশি ।
২| ১৮ ই মে, ২০২০ রাত ৩:২৪
শুভ্রনীল শুভ্রা বলেছেন: কবিতাটা বেশ ভালো লেগেছে। বিশেষ করে শেষের দু'লাইন। +++
১৮ ই মে, ২০২০ দুপুর ১:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন ভালো যার
কবিতা প্রিয় তার।
সবাই কবিতা বোঝেনা
তাই তারা খুঁজেনা।
৩| ১৮ ই মে, ২০২০ রাত ৩:৫০
সেলিম আনোয়ার বলেছেন: আপনি দারুন লিখেন। কবিতা গুলোও চমৎকার। অনেক কবিতাই আপনি লিখেছেন। অসাধারণ কিছু পোস্ট ও আছে আপনি তো অলরাউন্ডার ব্লগার।
১৮ ই মে, ২০২০ দুপুর ১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেলিম ভাই কথা সত্য যে আমি সব বিষয়ে লিখি
আমার কাছে লেখার কোন জাতি ভেদ নাই।
তাই বলে আমি অলরাউন্ডার হতে পারিনাই!!
অলরাউন্ডার হওয়া চাট্টিখানি কথা নয়।
তবে খুশি হলাম মনে মনে। মন বলে কথা
৪| ১৮ ই মে, ২০২০ রাত ৩:৫২
চাঁদগাজী বলেছেন:
সামুতে পদ্য আসছে অনেক; অনেক ব্লগার পদ্য ছাড়া কথাই বলতে পারেন না, বেশ সমস্যা!
আমার ধারণা, শুধু পদ্য লিখলে, ছন্দ মিলালে, উহা কবিতা হয় না; কবিতা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী এলাকা। ছন্দ মিলিয়ে, পদ্য লিখে কোন কিছু বলতে পারলে, বাংলা ভাষায় এই ধরণের কবিদের যথাসম্ভব 'চারণ কবি' বলা হয়; আসলে, এই ধরণের লোখকদের কবি বলা ঠিক নয়।
কবিতা মানুষের হদয়ে থাকা ভাবকে, ভাবনাকে, অনুভুতি, প্রেম, ভালোবাসা, ক্ষোভ, সুখ, দু:খকে ভাষা দেয়, কন্ঠ দেয়; কবিরা সমাজের, মানুষের কন্ঠ, বিবেক!
১৮ ই মে, ২০২০ দুপুর ১:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন: অনেক ব্লগার পদ্য ছাড়া কথাই বলতে পারেন না, বেশ সমস্যা!
সমস্যা হবে কেন ? আপনি পদ্য বলতে পারেন না তাই বুঝি !! চেষ্টা করেন , পারবেন।
চারণ কবিরা কবি নন এ্ই ধরনের কথা আপনার লিলিপুটিয়ান মস্তিস্কের চিন্তার ফসল।
আমাদের দেশে অনেক স্বনামধন্য চারণ কবি ছিলেন/আছেন যাদেরকে খুবই সম্মান করা
হয়। আপনি তাদের কবিই বলতে চান না তা দুঃখ জনক। তবে কবিদের সন্মানার্থে যে সকল
বিশেষণ যুক্ত করেছেন তার জন্য এ যাত্রা ক্ষমা করে দিলাম না হলে স্যু করে দিতাম।
৫| ১৮ ই মে, ২০২০ রাত ৩:৫৫
Rajibrpsoft বলেছেন: কে বলেছে পারবেননা
কবিতা লেখা ছাড়বেননা
লাইন না পাইলে ধুর ছাই
আমরা তা পইড়া উড়াইয়া দিব ভাই
১৮ ই মে, ২০২০ দুপুর ১:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কে বেলে পারিনা
এ কথাটা মানিনা।
ইতিহাস বা কবিতা
লিখে যাই সবি তা।
কেউ করে নিন্দা
কেউ বলে ভালো তো
লিখে যাই আমি তাই
আমারি মতো।
৬| ১৮ ই মে, ২০২০ ভোর ৪:১৫
নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা । ভালোবাসা ও শুভ কামনা।
১৮ ই মে, ২০২০ দুপুর ১:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আলি ভাই
আপনার জন্যও শুভকামনা
ও শুভেচ্ছা।
৭| ১৮ ই মে, ২০২০ সকাল ৭:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব -- ই কবি হতে চায়।
১৮ ই মে, ২০২০ দুপুর ১:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাইতো কবি হতে চায়.........
কেউ হয় কেউ হয়না।
জানিনা কি আছে ভাগ্যে লেখা
সবার কপালে নাকি কবিতা জোটেনা।
৮| ১৮ ই মে, ২০২০ সকাল ৮:০৮
জাফরুল মবীন বলেছেন: দুঃখিত ভাই!আপনাকে কবি বলা যাচ্ছে না।কারণ আপনি গদ্যও লেখেন,পদ্যও লেখেন।আমার মনে হয় গদ্য লেথা কবিকে 'গবি' নামে ডাকা যেতে পারে :-) সুধিজনের সামনে বিবেচনার জন্য প্রস্তাব উপস্থাপন করা হলো :-) :-) :-)
১৮ ই মে, ২০২০ দুপুর ২:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মবীন ভাই কবিতার শেষ দুই চরণের প্রতি আপনার
দৃষ্টি আকর্ষণ করছি। কবিতাকে আমি গুডবাই জানিয়েছি!!
তাই কবি বা গবি কোনটাই আমার বেলায় প্রযোজ্য নহে।
৯| ১৮ ই মে, ২০২০ সকাল ৯:৪৯
কালো যাদুকর বলেছেন: নূরু ভাই, আপনার কবিতার হাতও ভাল, আরো লিখুন।
১৮ ই মে, ২০২০ দুপুর ২:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কালো যাদুকর আমার কবিতার হাত একদম ভােলো না
যা টুকটাক লিখি তা কোন অদৃশ্য যাদুকরের ছোঁয়ায়!
সেই যাদুকর আপনি নন তো !
১০| ১৮ ই মে, ২০২০ সকাল ১০:৪৭
ইসিয়াক বলেছেন:
১৮ ই মে, ২০২০ দুপুর ২:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি ভাই মনে কষ্ট পাইলেন
বলছিতো কবিতাকে গুডবাই
ব্যাথা পাবার কারণ নাই।
কবিতা আপনার জানি আমি সত্য
মন খুলে হাসুন গড়ি ঐকমত্য।
১১| ১৮ ই মে, ২০২০ সকাল ১০:৪৯
রাজীব নুর বলেছেন: আপনি কবিতা না লিখতে পারলেও ছড়া লিখতে পারেন।
১৮ ই মে, ২০২০ দুপুর ২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ খানসাব!!
কবিতা কিংবা ইতিহাস
সাথে নিয়ে আইক্কা বাঁশ।
সদা জাগ্রত আমি
অনিয়মে ঠাঁশ ঠাঁশ।
১২| ১৮ ই মে, ২০২০ রাত ৮:৪০
সোহানী বলেছেন: মবীন ভাই এর দেয়া নামটা পছন্দ হয়েছে, গবি!!!!
লকডাউনে কি আর করা সবার প্রতিভার বিকাশ ঘটছে!
১৮ ই মে, ২০২০ রাত ৯:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গদ্য লিখে গবি পদ্যে যদি কবি
আমি তবে কি নিরলে তা ভাবি।
আমিতো গদ্য পদ্য সবই লিখি
কি আমার বিশেষণ বলেন দেখি।
১৩| ১৮ ই মে, ২০২০ রাত ৮:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো আপনাকে কবি হিসেবে পাওয়া আমাদের বাড়তি পাওয়া। অফটপিক- কয়েকদিন আগে আপনার পোস্টে একটা মন্তব্য করেছিলাম। বোধহয় আপনি ভুলে গেছেন...
১৮ ই মে, ২০২০ রাত ৯:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিতো কবি না কবি নিয়েই থাইকো
কবিকে আদর দিয়ে মাথায় করে রাইখো।
মবীণ ভাই বেলে গবি সোহানী আপুর সায়
সে কারণে আমার মতো কবি লজ্জা পায়।।
দুঃখিত দাদা নজরে আসেনি হয়তো,
ইচ্ছাকৃত নয়। তবে খুঁজে পেলে জবা্ব
পাবেন, কথা সত্য !!
১৪| ১৮ ই মে, ২০২০ রাত ১০:৫১
ইব্রাহীম আই কে বলেছেন: চারদিকে দেখি কবিতার ছড়াছড়ি
১৯ শে মে, ২০২০ রাত ১২:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইতো এতো আয়োজন
আপনাকেও ছিলো প্রয়োজন।
আসলেন যদিও দেরী করে
তাও তুলে নিলাম ঘরে।
১৫| ১৯ শে মে, ২০২০ রাত ১:৪৭
রাজীব নুর বলেছেন: কোটি কোটি মানুষের প্রার্থনা বিফলে গেল
করোনা থেকে রক্ষা পাওয়া গেল না।
১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব প্রার্থনা কখনোই বৃথা যায়না।
বিশ্বাস রাখতে হবে আল্লাহ তার সব প্রার্থনা
কবুল করে থাকেন। যার কিছু দুনিয়াতে আবার
কিছু পরকালের জন্য রেখে দেন। পরকালে যথন
তা পাওয়া যাবে তখন আফসোস হবে কেন আল্লাহ
দুনিয়াতে তার প্রার্ধনার পুরস্কার দিলেন।
১৬| ১৯ শে মে, ২০২০ ভোর ৪:০১
আল-ইকরাম বলেছেন: নূরু ভাই সালাম নিবেন। আপনি ভাল লেখেন বুঝা যায়। তবে যে কথা না বললেই নয়, তা হলো সবাই সমান নয়। তা না হলে কেউ জসিম উদ্দীন, আবার কেউ কাজী নজরুল হতো না। যাহোক, আমি বোদ্ধা নই পাঠক। তবে হঠাৎ হঠাৎ নিজের ভাল লাগার প্রয়োজনে দু’চার লাইন লেখার চেষ্টা করি। তারই আলোকে আমার লেখা ’হে কবি তুমি কি শুধুই কবি?’ এটা মনে হচ্ছে আপনার জন্য উৎসর্গ করতে হবে। স্যামু তে এখনও পোস্ট করিনি। ইচ্ছা আছে পোস্ট করবো। তখন না হয় কড়া সমালোচনা করেন? শুভেচ্ছা অগনিত।
১৯ শে মে, ২০২০ রাত ৮:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে স্বাগতম জানাই আমার ব্লগে
অপেক্ষায় রইলাম আপনার কবিতার।
আমি কবিতা লিখিনা। তবে মাঝে মধ্যে
টিকা টিপ্পনী কাটার জন্য পদ্যের আশ্রয় নেই
যার বেশীর ভাগের ভুক্তভূগী গাজীসাব।
তাকে খোঁচাতে গিয়েই কিছু লিখি। এজন্য
গাজীসাবকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২০ রাত ৩:১৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার মধ্যে কবি প্রতিভা আছে।নিয়মিত লিখুন এবং কবিতার বই বের করুন।কবিতার বই বেরকরে কেউ দেউলিয়া হয় নাই।