নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ভার্জিন ইলিশ কাহিনী (রম্য)

১৫ ই মে, ২০২০ দুপুর ২:৪৬


ইলিশের বাজারে প্রচলিত প্রবাদ আছে যে ডিমওয়ালা ইলিশের স্বাদ হয় না।
-এক বর্ষার দিনে দরদাম হচ্ছিলো চতুর ইলিশওয়ালা আর অফিসের বাবুর মধ্যে,
বাবুঃ মাছটায় ডিম হবে নাতো ??"
মাছ বিক্রেতাঃ "হে হে হে... কি-যে বলেন কত্তা !!
একেবারে কুমারী মাছ !"

বাবুঃ "নে কাট, ডিম না হলে যা দাম পুরোটাই দেবো!"
- কিন্তু বিধি বাম, বিক্রেতা মাছ যেই না কেটেছে,
বাবুঃ "তোর মাছে তে ডিম ভর্তি রে...!! তুই যে বললি কুমারি মাছ...!!"
- মাছওয়ালার মাথা নিচু...
কিছুক্ষন চুপ থেকে কন্যাদায়গ্রস্ত পিতার ন্যায় মিনমিনে গলায় ছলছল চোখে বলে উঠলো,
"মাফ করে দেন কত্তা ,
আপনার বড়ো মন, আজকাল ঘরের মেয়েদেরই ঠিক রাখা যায়না,
এতো গভীর জলের মাছ, যে অন্যায় সে করে ফেলেছে তারতো আর মাফ নেই,
গরম কড়াইতে ফেলে ওকে শাস্তি দেবেন একটা কথাও বলবে না।
এই বারের মতো তাকে ক্ষমা ঘেন্না করে ঘরে তুলে নিন কত্তা!"

- বাজারের সমস্ত ঘটনা দেখে একটি মধ্য বয়স্ক মহিলা বললেন,
"শালারা মাছেও ভার্জিন চায়... !!"

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২০ দুপুর ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


ইহা জোকের কছাকাছি, হাসিরও কিছু নেই; অনেকটা কলিকাতার পরিবেশের মতো, কথার ফুলঝুরি

১৫ ই মে, ২০২০ বিকাল ৩:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার হাসির বয়স শেষ !!
কোন কিছুতেই আপনার আর
হাসি পা্ব্নো।
রাম গড়ুরের ছানা
হাসতে তাদের মানা
হাসির কথা শুনলে বলে
হাসবো না না না না!!

২| ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা কি ঢাকা শহরের কোন বাজারের ঘটনা?

১৫ ই মে, ২০২০ বিকাল ৩:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথার টোনে বোঝা যায় এটা বাংলাদেশের কোন
বাজারের ঘটনা নয়। গাজীসাব জ্ঞানী মানুষ ধরতে
পেরেছেন তবে হাসতে পারেন নি, বয়সের কারণে!!

৩| ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইলিশ মাছের ডিম ভুনা খেতে আমার কিন্তু ভালোই লাগে। আর ভার্জিন ইলিশ তো জীবনে চোখেই দেখলাম না।

১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আশরাফ ভাই ইলিশ ভার্জিন হোক বা নিশিকন্যা
ডিম আমার ভালোই লাগে, তবে ইলিশে ডিম হলে
মাছের স্বাদ কমে যায় এটা কিন্তু সত্য !! কারন ডিম
হলে মাছের তেল কমে যায়, রুক্ষ লাগে !!

৪| ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাষার স্টাইলে বুঝা যায় এটা কলকাতার জোক তবে এর ঢাকাইয়া ভার্সনও আছে।

১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিটন ভাই, ঢাকাইয়া
ভার্সনটা জানা যাবে?
শুনতে মন চায়!!

৫| ১৫ ই মে, ২০২০ বিকাল ৪:২৫

মীর আবুল আল হাসিব বলেছেন: জোকস কলকাতার হোক বা ঢাকার --- দারুন লাগলো। :)

গাজীসাব জ্ঞানী মানুষ ধরতে
পেরেছেন তবে হাসতে পারেন নি, বয়সের কারণে!! :D
=================================

আমার মনে হয় উনি চিরকালই সিরিয়াস টাইপের মানুষ। উনি সবসময় এমন পোস্ট দেন যা মানুষের কাজে আসবে; পরামর্শও দেন অর্থবহ পোস্ট দেওয়ার জন্য।

১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব পৃথিবীতে আগমন কালে
মধুর স্বাদ পান নি!! তাকে মধু পান
করানো হয়নি বিধায় তার ভাষা এত
কর্কশ !! চিনির পানিতে কি কথা
মিষ্টি হয় ? তবে লোক ভালো!
তিক্ত কথাও হজম করেন ভ্রু
না কুচকিয়ে !!

৬| ১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৪০

ইসিয়াক বলেছেন: হো হো হো......। ভালো লাগলো।

১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভালো লাগার জন্য ধন্যবাদ কবি ।
শুভেচ্ছা জানবেন।

৭| ১৫ ই মে, ২০২০ বিকাল ৫:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কোলকাতার দাদারা আবার আস্ত ইলিশ কিনে নাকি?
তারা তো , দাদা, অর্ধেকত ডিম এর পুরোটাই সাটিয়ে দেয়।

১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদারা এখন আর আগের দাদা নাই
মাংস এখন তারা হাফ কিলো কিনে
মেহমান এলে। বড়জোর দুদিন
চালিয়ে নেয় তার বেশী নয়!!

৮| ১৫ ই মে, ২০২০ বিকাল ৫:১৬

জাফরুল মবীন বলেছেন: ভার্জিন ফিস!!! নতুন একটা টার্ম শিখলাম =p~

১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সব মাছ সাধীসুধা হলেও
ইলিশের ভাব বোঝা দায়।
কখন কোথা যায় কে জানে !!

৯| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: মুরুব্বী আপনি আসলে অন্য জিনীশ। আপনার মনটা রুন।

১৫ ই মে, ২০২০ রাত ৮:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: রাজীব নুর বলেছেন: মুরুব্বী আপনি আসলে অন্য জিনীশ। আপনার মনটা রুন।

মানে কি? হট ইজ রুন
মথায় জট লেগেছে ?
আপনি এই মুভিগুলো দেখুন মন ফ্রেস হবে।
১। আনফ্রিডমঃ রাজ অমিত কুমার পরিচালিত
২। দ্য পিংক মিরর
৩। গান্ডু- কৌশিক মুখোপাধ্যায়র 'গান্ডু'
৪। ডেজড ইন দুনঃ
৫। পাঁচঃ অনুরাগ কাশ্যপ পরিচালিত প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি 'পাঁচ'।

১০| ১৫ ই মে, ২০২০ রাত ৮:৫৮

নেওয়াজ আলি বলেছেন: ইলিশ মাছ কেটে লবন দিয়ে রেখে পরে ভাজা করে খেলে খুব মজা।

১৫ ই মে, ২০২০ রাত ৯:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নোনতা ইলিশ !
লবন বেশী থাকে তাই
খুব মজা লাগেনা।
তা ছাড়া তাজাই যখন পাই
তবে কেন লবন দিযে খাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.