নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

পাল্টে যাও পাল্টে দাও (কবিতা)

১৪ ই মে, ২০২০ ভোর ৪:৪১

পাল্টে যাও পাল্টে দাও (কবিতা)
নূর মোহাম্মদ নূরু

চোর ডাকাতে ভরে গেছে সোনার এই দেশটা
চুরি করার ধান্দাতে সব পাল্টে নেয় বেশটা।
খুনি যেমন খুন করে ফেলে রাখে লাশটা
চোর ডাকাতে সব লুটেছে ফাঁকা এখন দেশটা।

সোনার বাংলা চোর ডাকাতে লুটতে আছে দিন রাত
কেউ লুটে গাড়ি বাড়ি কেই শুধু ডাল ভাত।
ফাইল কলমে চুরি করে শিক্ষিত সব আমলা
মূর্খ চোরে পেটের দায়ে খোঁজে ভাতের গামলা।

যাদের আছে ভূড়ি ভূড়ি তাদেরও চাই আরো
প্রয়োজনে গুম অথবা পারলে মানুষ মারো।
যাদের হাতে নিরাপদে থাকবে সোনার দেশটা
তারাই এখন মারছে মানুষ ধরা যায়না কেশটা।

ক্ষমতাধর এতই এরা পিষে পায়ের নিচে
আম ছালা দুটোই যায় লাগলে এরা পিছে।
চোরে চোরে মাশতুতো ভাই উপর থেকে নীচে
সময় আর এনার্জি ক্ষয় দৌড়ে এদের পিছে।

তেল গ্যাস আর সোনার খনি আছে অনেক দেশে
বঙ্গবন্ধু চোরের খনি পেলেন বাংলাদেশে।
মান সম্ভ্রম সোনা দানা সব নিয়েছে চোরে
শেষ সম্বল কম্বলটিও নিছে ঘুমের ঘোরে।

ধরবে কে চোর সাহস কাহার বাধবে গলায় ঘণ্টা
চোর ডাকাত ধরতে হলে পাল্টাতে হয় মনটা।
সময় আছে পাল্টে নাও নিজের কালো মনটা
তা না হলে অতি লোভে খোয়াবে যে প্রাণটা।


নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২০ ভোর ৪:৫০

নেওয়াজ আলি বলেছেন: চোর টোর চাল ডাল বলা শেষ এখন এবার যাকাত খাবে ডাকাতেরা

১৪ ই মে, ২০২০ দুপুর ১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাল খায় ডাল খায় তেল চিনি সব খায়
এত ক্ষুধা তোদের যদি মল কেন বাদ যায়?
ভুখা নাঙ্গা মুচিদের মল আছে বিস্তর
খেয়ে নে মজা করে জঞ্জাল দূর কর।।

২| ১৪ ই মে, ২০২০ ভোর ৫:২০

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের হাতে ছিলো অগাধ ক্ষমতা; উনি চোর চোর করে মফিজের মতো চীৎকার দিয়েছেন; কিন্তু থামানোর ব্যবস্হা নেননি।

১৪ ই মে, ২০২০ দুপুর ১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি খাজ কাটা কুমিরের মতো সব কথায়
বঙ্গবন্ধুকে টানেন কেন? আর কারো উপমা নাই?
কাকে থামাতেন তিনি? সবইতো আমরা আমরা!!
তার সরলতাকে দূর্বলতা মনে করা হয়েছে।
তার মতো ভালো মানুষ পৃথিবীতে বারে বারে আসেনা।
শ্রদ্ধা করতে না পারেন, দূর্ণাম করবেন না।

৩| ১৪ ই মে, ২০২০ ভোর ৬:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতা তো ভালোই লেখেন,কিন্ত শেষ লাইনে ক্রসফায়ার এর হুমকি।

১৪ ই মে, ২০২০ দুপুর ১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব ক্রিয়ারই একটা শেষ পরিণতি থাকে।
ভােলো কাজে ভালো আর মন্দ কাজে মন্দ
ফল এটাই নিয়ম।

৪| ১৪ ই মে, ২০২০ ভোর ৬:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের মত সাধারণ নাগরিককে নিয়েই দেশ। সেই আমাদের মধ্যে যদি অবক্ষয় বেড়ে যায় তাহলে সমাজে তার কুফল নেমে আসতে বাধ্য। তাই দরকার জনগণের সদিচ্ছা সঙ্গে দক্ষ প্রশাসন। এই দুয়ের মিশেল না হলে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব নয়।
কাব্য ভালো হয়েছে; কবির প্রচেষ্টা প্রশংসনীয়।। কিন্তু এমন কাব্য যে কোন সচেতন দেশবাসীর কাছে কোন অবস্থায়ই কাম্য নয়।

শুভেচ্ছা প্রিয় নুরু ভাইকে।

১৪ ই মে, ২০২০ দুপুর ১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেশবাসী সচেতন হলে হয়তো এমন কাব্য
কোন কবিই লিখতেন না। কবির কবিতা
বা লেখকের সাহিত্য সমাজের দর্পণ বা
বাস্তবতার কাব্যিক রুপ। কবি যা দেখে
যা শুনে তাই তার কাব্যে তুলে ধরার চেষ্টা
করে। যেমন ভোরের আলো আর অন্ধকারের
তমাশার রাত। ভালো থাকবেন দাদা

৫| ১৪ ই মে, ২০২০ সকাল ৯:৪৯

জাফরুল মবীন বলেছেন: কাব্য তো ভালোই রচনা করেছেন কিন্তু এটার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের কোন ধারা যেন প্রযোজ্য ? =p~ :P

১৪ ই মে, ২০২০ দুপুর ১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মবীন ভাই, ডর দেখাইয়েন না।
করোনার ভয়ে ঘরে সেধিয়ে আছি
তার পরে যদি নিরাপত্তা আইনের
ধারা দেখান তা হলে বাাঁচা যে দায়
হয়ে পড়বে!! ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১৪ ই মে, ২০২০ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: যে চোর ধরবে সে ই বড় চোর।

১৪ ই মে, ২০২০ দুপুর ১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোর ধরা সহজ নয় সাহসের কাজ
চোররা ঘৃন্য অতি নেই কোন লাজ
নরম হাতে ধরতে গেলে পড়বে মাথায় বাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.