নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
তিনটি কুকু্র ছানা (রম্য)
এক কুকুরী জন্ম দিলো তিনটি কুকুর ছানা
একটা বধির, একটা লুলা আর একটা যে কানা।
কি নাম তাদের পেশা কি তা প্রকাশ করা মানা।
প্রকাশ পেলে যখ্ন তখন দিতে পারে হানা।
ঘেউ ঘে্উ করে সারাটা দিন পাড়া মাথায় করে,
ঘেষেণা কেউ তাদের কাছে থাকে ভয়ে ডরে।
যন্ত্রনাতে টেকা যে দ্বায় কাউকে নাহি ছাড়ে
ভয়ে থাকে কখন যানি হঠাৎ কামড় মারে।
যন্ত্রণাতে দেয়ালেতে ঠেকে গেছে পিঠ
রুখতে হবে কুকুর ছানা লুঙ্গিতে দেয় গিঠ।
অবশেষে ধরে তাদের রাখলো একটা ঘরে
সেখানেতেই তিনটা এখন ঘেউ ঘেউ করে মরে।
যায়না বাহির বিদ্যা জাহির তিনটা মিলে করে
শোননা কেউ ঘেউ ঘে্উ আর শান্তি সবার ঘরে।
বুঝ ঠেলা করছো মেলা খামচা খামছি ঘেউ
এখন তাদের চেচামেচি পা্ত্তা দেয়না কেউ।
বিশ্ব এখন্ করোনাতে হাবুডুব খায়
এসময় কি ঘেউ ঘেউ করা বলো শোভা পায়?
দোয়া মাগো তাঁহার কাছে ওগো দয়াময়
সবার তরে রহম করো অযথা ঘেউ নয়।।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক লিংক
[email protected]
০১ লা মে, ২০২০ বিকাল ৪:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাওয়া যেমন দরকার দোয়াও তেমনি আবশ্যক।
দোয়া ছাড়া দাওয়াই অকার্যকর। একজন শল্য চিকিৎসক
অপারেশনের আগে শতবার সৃষ্টি কর্তার কাছে দোয়া প্রার্থনা করে।
২| ০১ লা মে, ২০২০ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
"অপারেশনের আগে শতবার সৃষ্টি কর্তার কাছে দোয়া প্রার্থনা করে। "
আপনি আগের জীবনে সার্জেন ছিলেন?
০১ লা মে, ২০২০ বিকাল ৪:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার একটা মাত্রই জীবতাও শেষের পথে।
এজীবনেও সার্জন ন্ই তবে অনেক সার্জনকে
বলতে শুনেছি : বাঁচা মরা আল্লাহর হাতে ,তার কাছে
দোয়া মাগুন রোগীর আরগ্যের জন্য
৩| ০১ লা মে, ২০২০ বিকাল ৪:৫৫
মা.হাসান বলেছেন: নূরু ভাই, বাই এনি চান্স, তিনটার মধ্যে দুইটা মদ্দা একটা মেয়ে কুকুর ? নাকি তিনটাই মদ্দা? নাকি অন্য কম্বিনেশন?
০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখিত মা.হাসান ভাই
আমি ব্যাকারণে খুব কাাঁচা ছাত্র
স্যার যখন ব্যাকারণ পরাতেন
আমি খুব একটা ভালো বুঝতামনা
সেটা ইংরেজী বাংলা দুই ব্যাকারনের
বেলাতেই প্রযোজ্য। তাই লিংগ সবসময়
ধরতে পাতামন না কোনটা কোন লিংগ।
সে যাহোক এই তিনটা বোধ হয় পুংলিংগের
অধিতারী,কারন তাদের চিৎকার চেচামেচিতে
আমার তা্ই ধারনা। বিপরীত লিংগের হলে এত
ঘেউ ঘেউ করতো না।
৪| ০১ লা মে, ২০২০ বিকাল ৪:৫৬
সাইন বোর্ড বলেছেন: রূপকের আড়ালে কিছু বলার চেষ্টা ভাল লাগল ।
০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সাইনবোর্ড
রূপকের মর্মবানী হৃদয়ঙ্গম
করার জন্য।
৫| ০১ লা মে, ২০২০ বিকাল ৫:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: রম্য ছড়াতে ভালো লাগা। কিছু একটা বলতে চেয়েছেন যদিও এর বেশি কিছু মাথায় ঢুকলো না।
ভালো থাকুন সবসময়।
০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদাতিক দাদা
এই মূহুর্তে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা
বেড়ে যাচ্ছে আশংকাজনক হারে। এ সময়
করোনা ছাড়া আর কিছুই মাথায় ঢুকার কথাও
না। তবুও নজর রাখু্ন ওদের দেখা মিলতেও পারে।
৬| ০১ লা মে, ২০২০ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: ভালোই লিখেছেন মিল দিয়ে দিয়ে।
আপনার প্রতিভা আছে।
০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব আমি আপনার মতো ডিজিটাল কবিতা
লিখতে পারিনা তাই মিল দিয়ে লিখি।
আমার প্রতিভা নিভু নিভু শিখার মতো।
মাঝে মাঝে কেউ খোঁচা দিলে ধপ করে
জ্বলে উঠে আবার স্থমিত হয়ে যায়।
৭| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৬:১১
জাফরুল মবীন বলেছেন: রূপকতায় মুগ্ধ আমি ওহে কবি!
০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি লজ্জিত, শিহরিত আপনার
সুতীক্ষ্ণ মন্তব্য বাণে!!
আশির্বাদ যাচি
হামেশা।
৮| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
জ্ঞানী মানুষদের জন্ম ও মৃত্যু দিবসের চেয়ে কুত্তার বাচ্চার ছড়ার পাঠক বেশী? ভালো
০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব আপনি সবসময় শ্রোতর বিপরীতে থাকেন!!
এটা আপনার নেগেটিভ এটিচিউট। আপনার এ মন্তব্যের
উত্তর খুজতে দেখতে পারেন পাঠক ও মন্তব্যবারীদের সম্পর্কে আমার পর্যবেক্ষণ
আশা করি আপনার খেদ কিছুটা হলেও স্তিমিত হবে্
৯| ০১ লা মে, ২০২০ রাত ৮:১৩
নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা । ভালো থাকুন।
০১ লা মে, ২০২০ রাত ৮:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে
১০| ০১ লা মে, ২০২০ রাত ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন রূপকে ছন্দময় প্রতিবাদে ভাললাগা!
সারমেয়দের টিপ্পনীতে সারমেয়দের লাগা কথা! অন্যরা কেনু ঘেউ ঘেউ করে কবি
হা হা হা
+++
০১ লা মে, ২০২০ রাত ৯:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ভৃগু দাদা
আমি চাই সারমেয়দের আঁতে লাকুক ঘা
পরিমলের পরি বাদে সবটুকু তুই খা!
বেশী বাড়া ভালো নয় সমঝে এবার চল
জোট বেধেছি আমরা সবাই একতাই বল।
১১| ০১ লা মে, ২০২০ রাত ৯:২৮
মা.হাসান বলেছেন: সারমেয় দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, হাইকোর্টের এরকম নির্দেশনা আছে। আপনি সাংবাদিক হয়েও কোর্টের বিরুদ্ধে এইভাবে লিখলেন, ভয় হয় কোর্ট না আবার সুয়ো মটু কোরিয়া আপনাকে কয়েদ বাসের নির্দেশ দেয়।
০১ লা মে, ২০২০ রাত ১১:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাসান ভাই
ভয় দিয়েন না, সাহস দেন
জেল ফাঁস তো মানুষের জন্য
সারমেয়দের জন্য বন জঙ্গল !!
জেলে গেলে নেতা হবো
ফুলের মালায় বরণ হবো।
১২| ০১ লা মে, ২০২০ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: প্রতিভা থাকলে সেটা আপনাতেই বের হয়ে আসবে। আবার মন কিছু থাকলে সেটাও আচমকা বের হয়ে আসবে। প্রতিভা এবং মন্দ কিছু লুকিয়ে রাখা যায় না।
০২ রা মে, ২০২০ দুপুর ১২:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য খানসাব
তবে আমাকে খোঁচা না মারলে
আমার প্রতিভা প্রকাশ পায়না।
তাইতো আপনার গুরুকে স্মরি
আমি খোঁচা মারার জন্য।
১৩| ০২ রা মে, ২০২০ ভোর ৪:৩১
মুহম্মদ নাজির হোসেন বলেছেন: অসাধারণ লিখেছেন, আল্লাহ তায়ালা সবাইকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করুক।
০২ রা মে, ২০২০ দুপুর ১২:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ নাজির ভাই আমারও সেই প্রার্থনা
এ্ই দূর্যোগে কাদা ছিটাছিটি নয়।
কাউকে অহেতুক সন্দেহের বশে
কুৎসা রটনা নয়। সবাই সভ্য আচরণ করুক।
১৪| ০২ রা মে, ২০২০ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: কেউ আপনাকে খোচা দিলেও আপনি শান্ত থাকবেন। এটা অনেক বড় গুন।
০২ রা মে, ২০২০ দুপুর ১:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি তাই চেষ্টা করি সর্বদা।
তবে সহ্যেরও একটা সীমা থাকে।
আল্লাহ বলেছেন, তোমরা সীমা লঙ্খন করোনা
সীমা লঙ্ঘন কারীকে আল্লাহ পছন্দ করেন না।
সীমা অতিক্রম হলে আমি প্রতিবাদী হই।
আপনিও কি ব্যথিত হন না্ই কারো কোন বাজে
মন্তব্যে ? ওদের পতিহত করুন তীব্র ভাষায় তবে
গালি গালাজ করে নয়।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২০ বিকাল ৪:০১
চাঁদগাজী বলেছেন:
দয়াময়ের কাছে দোয়াই যদি মাগতে হয়, ভেকসিনের জন্য দোয়া মাগেন; আমেরিকা বা ইউরোপ যদি ভেকসিন বানাতে না পারে, গার্মেন্টস'এর ক্রেতা থাকবে না, ও তেলের দাম বাড়বে না।