নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পঞ্চম এবং শেষ নবাব খাজা হাবিবুল্লাহর ১২৫তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১:৩৮


ঢাকার নওয়াব, রাজনীতিবিদ ও সমাজসেবী নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর। তিনি ছিলেন ঢাকার পঞ্চম এবং শেষ নবাব। তার পিতা ছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর। নওয়াব হাবিবুল্লাহ তাঁর পূর্ব পুরুষদের ন্যায় বিচক্ষণ ও অধ্যবসায়ী ছিলেন না। তাঁর আমলে ঢাকা নওয়াব এস্টেট সরকারের কোর্ট অব ওয়ার্ডসের নিয়ন্ত্রণে চলে যায় এবং নওয়াব একটি সাক্ষিগোপালে পরিণত হন। তাঁর অযোগ্যতার দরুন এস্টেটের ওয়াকফ্কৃত ও খাস জমিগুলিও অব্যবস্থায় পতিত হয়। ফলে আহসান মঞ্জিলের বিলাস বৈভবে ভাটা পড়ে। ইন্দ্রিয়পরায়ণ হাবিবুল্লাহ একাধিক বিয়ে করেন এবং এ কারণে তিনি অনেকের বিরাগভাজন হন। তার শাসনামলেই ঢাকার নবাব পরিবারের সম্পদ ও জৌলুশ কমতে থাকে এবং ১৯৫২ সালে ইস্ট পাকিস্তান এস্টেট অ্যাকিউজিশন অ্যাক্ট দ্বারা যা চূড়ান্তভাবে বর্জন করতে হয়। নবাব হাবিবুল্লাহ বার বার চেষ্টা করেন তার পিতার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু পরিবারের অন্য সদস্য খাজা খায়রুদ্দিন এবং স্যার খাজা নাজিমুদ্দিনের শক্তিশালী রাজনৈতিক শক্তি ভিত্তির কারণে তিনি ব্যর্থ হন। নবাব হাবিবুল্লাহ এসেম্বলি নির্বাচনে বাংলা থেকে স্বতন্ত্রপার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু তিনি তারই আত্মীয় এবং মুসলিম লীগের মনোনয়নপ্রাপ্ত খাজা খায়রুদ্দিনের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। শেষের দিকে অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকে দূরে সরে আসেন। তিনি আহসান মঞ্জিলের প্রাসাদ ছেড়ে দেন এবং ঢাকার পরিবাগে অবস্থিত গ্রীন হাউস নামে নবাবদের আরেক বাসস্থানে বাস করা শুরু করেন। আজ খাজা হাবিবুল্লাহর ১২৫তম জন্মবার্ষিকী। ১৮৯৫ সালের আজকের দিনে তিনি ঢাকার নওয়াব বাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকার পঞ্চম এবং শেষ নবাব খাজা হাবিবুল্লাহর জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

(আহসান মঞ্জিলে ঢকার নবাব পরিবার)
খাজা হাবিবুল্লাহ ১৮৯৫ সালের ২৬ এপ্রিল ঢাকার নওয়াব বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এবং পিতামহের নাম যথাক্রমে নওয়াব স্যার খাজা সলিমুল্লাহ ও নওয়াব স্যার খাজা আহসানুল্লাহ। খাজা হাবিবুল্লাহ বাল্যকালে দার্জিলিং-এর সেন্ট পল স্কুলে এবং পরে ইংল্যান্ডের সেন্ট ভিন্সেন্ট ও ইস্টবোর্ণে শিক্ষালাভ করেন। ১৯১৫ সালে পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র হিসেবে তিনি ঢাকার খাজা পরিবারের কর্তৃত্ব ও নওয়াব উপাধি লাভ করেন। ১৯১৮ সালে তিনি ব্রিটিশদের পক্ষে বিশ্বযুদ্ধে বাঙালি পল্টনে যোগ দেন এবং অবৈতনিক লেফটেন্যান্ট হিসেবে মেসোপটেমিয়ার যুদ্ধাঞ্চলে গমন করেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোর্ট, ঢাকা জেলা বোর্ড ও মিউনিসিপ্যালিটির সদস্য। ১৯১৮ সালের এপ্রিল মাসে তাঁর সভাপতিত্বে ঢাকায় ‘আঞ্জুমান-ই-ইসলামিয়া’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। ঢাকার পঞ্চায়েত প্রধানরূপে মহল্লার সর্দারদের ওপর তাঁর ব্যাপক প্রভাব ছিল। ১৯২৬ ও ১৯৩০ সালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গাকালে ঢাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে তিনি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের লোকদের নিয়ে শান্তি কমিটি গঠন করেন এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেন। নওয়াব হাবিবুল্লাহ খিলাফত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯১৯ সালের ২০ ডিসেম্বর আহসান মঞ্জিল এ তাঁকে সভাপতি করে প্রথম ঢাকা খিলাফত কমিটি গঠিত হয়। ১৯২০ সালের ২ মার্চ তিনি আহসান মঞ্জিলে মওলানা শওকত আলী এবং আবুল কালাম আজাদকে সংবর্ধনা জ্ঞাপন করেন। ওই মাসেই তিনি মিরাটে অনুষ্ঠিত খিলাফত কমিটির সভায় সভাপতিত্ব করেন। খিলাফত আন্দোলন সমর্থন করলেও নওয়াব হাবিবুল্লাহ ব্রিটিশদের বিরোধিতা করতে চাননি।এ ছাড়া শিক্ষায় মুসলিমদের পশ্চাৎপদতার কথা বিবেচনা করে তিনিও ফজলুল হকের ন্যায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পক্ষপাতি ছিলেন না। নওয়াব হাবিবুল্লাহ ১৯১৮-১৯ সালে সংস্কারকৃত প্রথম কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন এবং ১৯২৪ থেকে ১৯৩২ সাল পর্যন্ত ঢাকা শহর থেকে নির্বাচিত বঙ্গীয় প্রাদেশিক ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। ভারত শাসনে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মানসে ব্রিটিশ সরকার ১৯৩২ সালে কম্যুনাল অ্যাওয়ার্ড প্রস্তাব পাস করে। হিন্দু মহাসভা এর বিরোধিতা করে কিন্তু খাজা হাবিবুল্লাহ এবং মুসলিম নেতৃবৃন্দ একে স্বাগত জানান। কম্যুনাল অ্যাওয়ার্ডকে সমর্থন করে ১৯৩৫ সালের ২৪ মার্চ দিল্লিতে মুসলিমদের একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় নওয়াব হাবিবুল্লাহ সভাপতিত্ব করেন।'

নবাব খাজা হাবিবুল্লাহ যখন সেপাইঃ নবাব থেকে সেপাই- শুনলে মনে হয় ঘটনাটি অবাস্তব, কিন্তু সেটিই হয়েছিল সত্য । আর তা ঘটেছিল এই ঢাকা শহরেই, প্রথম মহাযুদ্ধের সময় । ঢাকার নবাব খাজা হাবিবুল্লাহ নবাবের আসন ছেড়ে ১৯১৭ সালের এপ্রিল মাসে সাধারণ সেপাই হিসেবে সেনাবাহিনীতে যোগ দিয়ে মেসোপটেমিয়ার রণক্ষেত্রে পৌঁছান । ১৯১৮ সালের নভেম্বর মাসে যুদ্ধ শেষ হলে ফিরে আসেন ঢাকায় । পল্টনে থাকাকালে পদোন্নতি পেয়ে তিনি সেপাই থেকে জমাদার পদে উন্নীত হন । ঢাকা ফিরে এসে আবার তিনি নবাব পদে অধিষ্ঠিত হন । ইতিহাসে এমন ঘটনা বিরল । সিংহাসনে আরোহণের আগে রাজা, বাদশাহ, নবাবদের মধ্যে কেউ কেউ রাজ্য পরিচালনার জন্য যুদ্ধবিদ্যার শিক্ষা নিয়েছেন ঠিকই, কিন্তু সেটি অফিসার বা কমান্ডার হিসেবে; সাধারণ সৈনিক হিসেবে নয় । নবাব হাবিবুল্লাহ বাঙালি পল্টনে যোগ দেন একেবারে সাধারণ সৈনিক অর্থাৎ, সেপাই হিসেবে । দ্বিতীয় মহাযুদ্ধকালে নবাব হাবিবুল্লাহ প্রাদেশিক সরকারের মন্ত্রী ছিলেন । তিনি বাঙালি তরুণদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে বাংলাদেশের গভর্নর স্যার জন আর্থার হার্বাটের সঙ্গে বিভিন্ন জায়গায় বক্তব্য দেন এবং যুদ্ধসভাগুলোতে অংশ নেন । বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন । অবিভক্ত বাংলা এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভায় তিনি দীর্ঘদিন মন্ত্রিত্ব করেন ।

খাজা হাবিবুল্লাহ বঙ্গীয় মুসলিম লীগের সভাপতি এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের কার্যনির্বাহি কমিটির সদস্য ছিলেন। ১৯৩৬ সালের ২৫ মে নওয়াব হাবিবুল্লাহর নেতৃত্বে কলকাতায় ইউনাইটেড মুসলিম লীগ গঠিত হয়। পরে এটি অল ইন্ডিয়া মুসলিম লীগের অঙ্গীভূত হয়। তিনি ১৯৩৫ থেকে ১৯৪৫ পর্যন্ত ঢাকা মিউনিসিপ্যালিটি থেকে মুসলিম লীগের প্রার্থীরূপে ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। ১৯৩৬ সালে তিনি মুসলিম লীগ পার্লামেন্টারি বোর্ডের সভাপতি মনোনীত হন। ১৯৩৭ সালে এ.কে ফজলুল হকের মন্ত্রিসভার সদস্য নওয়াব হাবিবুল্লাহ কৃষি ও শিল্প মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ১৯৩৮ সালে তিনি উক্ত কেবিনেটে স্থানীয় স্বায়ত্তশাসন ও শিল্প দপ্তরের মন্ত্রী এবং ১৯৪০-৪১ সালে জনস্বাস্থ্য ও শিল্পদপ্তরের মন্ত্রী ছিলেন। ১৯৪০ সালের ডিসেম্বরে জিন্নাহর নির্দেশে মুসলিম লীগ সদস্যগণ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলে ফজলুল হক অন্যান্য সদস্যের সহায়তায় দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করেন। নওয়াব হাবিবুল্লাহ লীগ নেতার নির্দেশ অমান্য করে কৃষি, শিল্প ও বাণিজ্য মন্ত্রীরূপে উক্ত মন্ত্রিসভায় যোগ দেন। ফলে তিনি ৫ বছরের জন্য লীগ থেকে বহিষ্কৃত হন এবং ১৯৪৬ সালে পুনরায় লীগে যোগ দেন। ১৯৪৬ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মন্ত্রিসভা ক্ষমতায় থাকাকালেও তিনি ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। জিন্নাহর নির্দেশ অমান্য করে ফজলুল হকের কোয়ালিশন মন্ত্রিসভায় যোগ দেওয়ায় নওয়াব হাবিবুল্লাহর জনপ্রিয়তা হ্রাস পায়। ১৯৪৬ সালের সাধারণ নির্বাচনে তিনি ঢাকার মুসলিম আসন থেকে প্রাদেশিক পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে লীগ প্রার্থী খাজা খায়রুদ্দীনের নিকট পরাজিত হন এবং ব্রাহ্মণবাড়ীয়া নির্বাচনী এলাকায় তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। তবে পাকিস্তান গণপরিষদ বাতিল হওয়ার আগে তিনি এর সদস্য নিযুক্ত হয়েছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ব পাকিস্তান মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট এবং মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। শেষজীবনে ভগ্নস্বাস্থ্যের দরুন তিনি রাজনীতি ছেড়ে দেন এবং পৈত্রিক প্রাসাদ আহসান মঞ্জিল ত্যাগ করে পরীবাগে ’গ্রিন হাউসে’ বাস করতে থাকেন। এখানেই ১৯৫৮ সালের ২১ নভেম্বর তাঁর মৃত্যু হয়। বেগম বাজারে নওয়াবদের পারিবারিক গোরস্তানে পিতার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। আজ খাজা হাবিবুল্লাহর ১২৫তম জন্মবার্ষিকী। ঢাকার পঞ্চম এবং শেষ নবাব খাজা হাবিবুল্লাহর জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: শেষ নবাব এর সম্পত্তি গুলো এখন কি সরকারের দখলে?

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব তাদের সম্পত্তি বাংলাদেশ সরকারের জিম্মায় আছে।
ঢাকার নবাব স্যার সলিমুল্লাহব্রিটিশ যুগে স্থাবর-অস্থাবর সম্পত্তি
বন্ধক রেখে সরকারের কাছ থেকে ঋণ নিয়েছিলেন । ব্রিটিশ যুগ গেছে,
পাকিস্তানি আমল পেরিয়ে বাংলাদেশেরও প্রায় অর্ধশতাব্দী ছুঁই ছুঁই।
ঋণ শোধ হয়নি। দেনার দায়ে সরকারের হেফাজতে এসেছিল
হীরক খণ্ড ‘দরিয়া-এ নূর’ ও আরো ১০৯ প্রকার স্বর্ণালংকারসহ নবাবদের ভূসম্পদ।
হীরা ও স্বর্ণালংকারগুলো এখন ভূমি মন্ত্রণালয়ের অধীন রক্ষিত আছে সরকারি
মালিকানাধীন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ভল্টে। ঢাকা গড়ায় অবদান
রাখা নবাব সলিমুল্লাহ ১১০ বছরেও ঋণমুক্ত হতে পারেননি।
আর আহসান মঞ্জিল পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও
জমিদারীর সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে।

২| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৮

অনল চৌধুরী বলেছেন: এই তথাকথিত নবাবরা যে ১৮৫৭ সালের মহাবিদ্রোহেএদেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সমর্থন করার পুরস্কার হিসেবে নবাব খেতাব পেয়েছিলো-সেই ইতিহাস নিয়ে লিখবেন কি?

এই চক্রের নাজিমউদ্দিনের নির্দশে ১৬৫২ সালে ভাষা আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ২:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ দাদা
সে আর এক ইতিহাস
নবাবদের সে নবাবী আজ আর নাই।
তদের ন্যায় অন্যায়ের বিচার হয়ে গেছে।
আমি স্বল্প পরিশরে ঢাকার শেষ নবাবের
পরিচিতি তুলে ধরলাম। ইতিহাস শুধু স্বাক্ষী গোপাল।
ভালো থাকবেন।

৩| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫১

আমি রাছেল খান বলেছেন: এরা ছিল সত্যিকারের রাজাকার, দেশদ্রোহী

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হলেও হতে পারে তবে
তখন রাজাকার শব্দটি
প্রচলিত ছিলোনা বলে
আমার ধারণা।

৪| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এরা কেউ বাংলা কথা বলতে পারতো না, বাংলা শেখার চেষ্টাও ছিল না।

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হয়তো উর্দুকে তারা আভিজাত্যের
মাপ কাঠি মনে করতো।

৫| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: এদের অনেক সম্পত্তি বড় বড় প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। সেখানে বড় বড় বিল্ডিং করা হয়েছে।

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রাজ্য হারালে রাজ্যে লুটপাট
হতেই পারে। তাদের সম্পদ
হয় গনিমাতের মাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.