নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

এবার তোরা মানুষ হ !!

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪১

এবার তোরা মানুষ হ !!
নূর মোহাম্মদ নূরু

আল্লাহ রসুল (সঃ) ভুলে গিয়ে অহমিকা করেছো জাহির
অফুরন্ত ক্ষমতা নিয়ে ঘর থেকে কেন হওনা বাহির?
পর্যুদস্ত মানব জাতি অদৃশ্য এক কঠিন রোগে
প্রতিষোধক নাইকো যাহার অন্তহীন কষ্টে ভোগে ।

কোথায় তোমার বজ্র নিনাদ দেখাও দেখি এবার তবে!
ক্ষমতা তোমার আছে কত এবার তা বোঝা যাবে!
মুখে শুধুই বড় বোল হেন করেঙ্গা তেন করেঙ্গা
করোনা এসব ধার ধারেনা বাগে পেলে নেহি ছারেঙ্গা।

গরীব মানুষ অনাহারে পরিজনের আহার নাই
হাত পাতে জঠর জালায় বাচতে হলে খাবার চাই।
গরীবের ত্রানের চালে বাড়াও তোমার কালো হাত
ধরা পড়ে অবশেষে খুয়ালে যে তোমার জাত।

হাত পা থাকলেই হয় না মানুষ না থাকিলে মান আর হুস
সময় এখন হুস ফেরাবার যদি তোরা বুঝতে পারিস।
সময় আছে বুঝতে শেখ মা্নুষ তুমি তুচ্ছ অতি
পাপাচার ভুলে গিয়ে ধর্ম কর্মে হওগো মতি।

যতই করো ফালা ফালি লাটাই কিন্তু তারি হাতে
তাইতো বলি দয়া মাগো সকাল বিকাল সন্ধ্যা রাতে।
সৃষ্টিকর্তা দয়ার সাগর বান্দাকে সে ভালোবাসে
ইচ্ছা নয় তাহার কভু মানবের জীবন নাশে!

কষ্ট ক্লেশ যাহা আসে আমাদের কর্মদোষে
ফিরতে হবে তাহার কাছে ক্ষনিকের এইজীবন শেষে।
নিজের বলে নাইরে কিছু সব এবার ভুলে যা
হাত পা ওয়লা প্রাণি গুলো এবার তোরা মানুষ হ!


প্রকাশ কালঃ ঢাকা ১৫ এপ্রিল ২০২০ ইং
উৎসর্গঃ নীল সাধু ভাইকে যিনি ঝুঁকির মধ্যে থেকেও অসহায় মানুষের মাঝে খাদ্য পৌঁছে দিচ্ছেন

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৭

ইসিয়াক বলেছেন: অসাধারণ লাগলো নুরু ভাই।
শুভকামনা।

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ কবি ভাই
আমার ভা্বনাগুলো ছন্দবদ্ধ করার
ক্ষুদ্র প্র'যাস। ভালো লাগার জন্য কৃতজ্ঞতা।

২| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: চমৎকার!!

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সাড়ে চুয়াত্তর।
ভালো লাগার জন্য।

৩| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
ধর্ম নি্যে যারা ঝামেলা করে তাদের মানুষ হওয়া দরকার।
যুগ যুগ ধরে ধর্ম নিয়ে ঝামেলার শেষ নেই।

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর্ম নিয়ে ঝামেলা আর ধর্ম চিন্তা
প্রকাশ যোজন যোজন ফারাক।
সুতরাং আগে বুঝতে হবে কোনটা
ঝামেলা আর কোনটা প্রকাশ।
সত্য বুঝতে হবে, সত্য খুঁজতে হবে।
একবার সত্য বুঝে গেলে আর ঝামেলা
মনে হবেনা ধর্মকে। আল্লাহ সবাইক ধর্ম
বুঝার তৌফিক দান করুন। আমিন

৪| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



আপনি নীল সাধুকে ব্যক্তিগতভাবে চেনেন?

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যই চিনি । এক সাথে অনেক আড্ডা সেমিনার
খাওয়া দাওয়া বিশেষ করে প্রথম আলো ব্লগে আমরা্
ছিলাম সুসমেযে দুঃসময়ের সহযাত্রী । তা হঠাৎ এ
প্রশ্ন কেন ?


দেখৃুনতো চিনতে পারেন কিনা !!

৫| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৬

রাজীব নুর বলেছেন: বাশির শব্দ পছন্দ না হলে বাশি ফেলে দিলেই হয়।
ঠিক তেমনি ধর্ম ঝামেলা করলে ধর্মকে ফেলে দিতে হয়।

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা হলে মাথার সমস্যা হলে কি মাথাটাই আলাদা করে ফেলবেন।
সমস্যা হলে চিকিৎসা করান। দেহের অসুখে ওষূধ আর মনের
অসুখে ধর্মের অনুশীলন করুন।

৬| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


ঘোষণা দিয়ে ব্লগ ছাড়লেন, সেজন্য প্রশ্ন করা

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হয়তো অভিমান, নয়তো ক্ষোভ
কিংবা রাগ বা অনুরাগ।
তবে আমার বিশ্বাস আবার তিনি
ফিরে আসবেন। কারণ এ নেশা
কি যে নেশা বুঝে কি আন জনে!!

৭| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৭

নেওয়াজ আলি বলেছেন: মনোরম ও অপরূপ কাব্য। সকল প্রশংসা একমাত্র বিধাতার। তার কাছে পাঁচবার মাথা নত করি মোরা।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আলি ভাই
ত্রিভূবনের রাজাধিরাজ মহান
আাল্লাহর কাছে পানাহ চাই।
তিনিই একমাত্র রক্ষাকর্তা।
নিদানের ভরসা।

৮| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৮

সোহানী বলেছেন: ভালো লাগলো নুর ভাই।

নীলসাধুদা ফিরে আসুক আবার আমাদের মাঝে এ প্রত্যাশায়।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপু কবিতা ভালো লাগার জন্য।
নীলদা আবার ফিরে আসবে সে প্রত্যাশা
আমাদে সবার।

৯| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। সময়োপযোগী পোস্ট।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ আনোয়ার ভাই
সবাই সবার জন্য দোয়া
করবেন যেন নাজাত পাই ।

১০| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


অনেক ব্লগার উনাকে থাকার জন্য বলেছিলেন, উনি ১টি উত্তরও দেননি

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কারো ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাইনা।
তিনি জ্ঞানী মানুষ যা ভালো মনে করেছেন
তাই করেছেন। আমরা অনুরোধ করতে
পরি, কিন্তু সিদ্ধান্ত তার। ভালো থাকুন সবাই।

১১| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: সবাই মানুষ হোক!!

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্লগার_প্রান্ত
সবাই মানুষ হোক এ প্রত্যাশা ব্যক্ত করা
হয়েছে আমার কবিতায়।

১২| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৫

পদাতিক চৌধুরি বলেছেন:

ভালো লিখেছেন নুরু ভাই। ‌
উৎসর্গ শ্রদ্ধা।
শুভেচ্ছা নিবেন।

১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ দাদা
মানবতার কর্মীকে
শ্রদ্ধা জানাতেই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.