নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

করোনার সাথে এক মিডিয়া কর্মীর কাল্পনিক সাক্ষাৎকার

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৫৬


সম্পতি করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। টালমাটাল বিশ্ব অর্থনীতি। দরপতন হয়েছে শেয়ারবাজারে, কমেছে জ্বালানি তেলের দাম। এর উত্তরণে কাজ করছে বিশ্ব মিডিয়া। নিত্য নতুন তথ্য উপাত্ত প্রকাশ করছে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায়। করোনার মরণ থাবার করণ খুঁজতে গিয়ে এক মিডিয়া কর্মীর সাক্ষাৎ হয় করোনা ভাইরাসের এক নতুন সদস্যের সাথে। তুলনামূলকভাবে কম মেধা সম্পন্ন এই সদস্য ফাস করে দেয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য। মিডিয়াকর্মী ও করোনা ভাইরাসের সদস্যর মাঝে কথাবার্তার অডিও রেকর্ড ফাস করে দেন মিডিয়াকর্মী। নিম্নে তাদের কথোপকথনের বিস্তারিত জনস্বার্থে প্রকাশ করা হলোঃ

মিডিয়াকর্মীর প্রশ্ন: করোনা আসলে তুমি ক?
করোনাঃ আমি তো আমার মহান মালিকের হুকুম মাত্র।

মিডিয়াকর্মীর প্রশ্ন: কে তোমার মালিক?
করোনা: যিনি তোমার মালিক তিনিই আমার মালিক। মহান আল্লাহ্ তায়ালা।

মিডিয়াকর্মীর প্রশ্ন: মানুষ তোমাকে অনেক ভয় করছে তুমি চলে যাও।
করোনাঃ মানুষ কি আমাকে দেখেছে?

মিডিয়াকর্মীর প্রশ্ন: না দেখেনি
করোনাঃ আমাকে না দেখেই এত ভয় করছে মানুষ। মানুষ তো আল্লাহ্কে দেখেনি কই আল্লাহ্ কে তো কেউ ভয় করে না।
আমি আল্লাহর সৃষ্টি মাখলুক আমার ভয়ে গোটা দুনিয়া গৃহবন্দী তবে তো আল্লাহর ভয়ে মানুষের সিজদা থেকে ওঠার কথা নয়।

মিডিয়াকর্মীর প্রশ্ন: সারা দুনিয়া কে তুমি গৃহবন্দী করলে কেন?
করোনাঃ যেদিন সিরিয়া,আফগান,ফিলিস্তান,চিনের ওই ঘর মুসলিমদের গৃহবন্দী করা হলো হত্যা করা হলো, মুসলিম মেয়েদের বেপর্দা করা হলো, ভারতের বাবরি মসজিদ ভাংগা হলো, সেদিন তোমরা দুনিয়া বাসিরা কি করছিলে বলো কেন প্রতিবাদ করলে না?

মিডিয়াকর্মীর প্রশ্ন: তুমি কেন আসছো?
করোনাঃ আল্লাহর হুকুমে পুরো পৃথিবী টাকে আমি একটা রিস্টার্ট মারবো যেমন তোমরা কম্পিউটারে বা মোবাইলে মেরে থাকো।

মিডিয়াকর্মীর প্রশ্ন: এতে কি লাভ হবে?
করোনাঃ ১. পৃথিবীর যাবতীয় পাপ কাজ কমে গেছে।
২. ডি.জে ক্লাব বন্ধ, নাইট ক্লাব এবং প্রস্টিটিউশন বন্ধ। হত্যা কমে যা বে।
৩. মুসলিম দেশগুলোর উপর হত্যা জুলুম বন্ধ।
৪. বায়ু দূষন বন্ধ
৫. আমি অবিশ্বাসি দের জন্য ভয়ের আর বিশ্বাসি দের জন্য সাধারন সর্দি কাশি, বিত্ববান আর সম্পদ ওয়ালারা সম্পদের পাহাড় গড়েছে, অথচ দান, সদকা করে না। তাদের সম্পদ তারা সম বন্টন করছে না। দরিদ্ররা নির্যাতিত। আমার জন্য গোটা দুনিয়ায় অর্থ সংকট হবে এতে অনেক বিত্যবান ধনী ফতুর হবে। করোনাঃউইঘুরের মুসলিম নিধন কমেছে। সিরিয়া, আফগান যুদ্ধ থেমেছে।

মিডিয়াকর্মীর প্রশ্ন: তুমি আর কত জীবন নেবে? অনেক ভয়ে আছে সবাই।
করোনাঃ যাদের হায়াত শেষ তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আর কেন তোমরা কি বিশ্বাসি নও যে মহান আল্লাহ যখন যেভাবে মৃত্যু দেবেন সেভাবে হবে। আর আমাদের হাত থেকে নিরাপদ থাকতে অর্থাৎ বালা মুছিবত থেকে আলকুরআনের নির্দেশ মতো চলো। আমাকে ভয় না করে আল্লাহকে ভয় করো। ৫ ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহর জিকির করো।
নবী করিম (সঃ) এর সুন্যত মতো চলো। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো।
মনে রেখো এই ২০২০ সালে আল্লাহ আমার মত অদৃশ্য এক মাখলুক পাঠিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন তাদের বানানো বিশাল যুদ্ধ বিমান, পারমানবিক বোমা কিছুই করতে পারছে না। আমেরিকার যুদ্ধ জাহাজ রুজভোল্ট সমুদ্রের মাঝ খানে থেকেও আমার হাত থেকে রেহাই পা্য় নাই। ইতালীর প্রধানমন্ত্রী নিরুপায় হয়ে দেশবাসীকে আল্লার কাছে নিজেকে সপে দিয়েছে।

মিডিয়াকর্মীঃ এতক্ষন আপনার জানলেন করোনার সাথে প্রশ্নোত্তরের বিস্তারিত। এতে প্রতিয়মান হয় মানুষের বাহাদুরি জমিনে নেই ওই আসমানের বাদশা এক আল্লাহ তিনি যখন যাকে যেভাবে খুশি সেভাবে মৃত্যু দিতে পারেন আবার তিনিই জীবন দাতা কারো কিছু করার নেই। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


ইলেকট্রন মাইক্রস্কোপ ব্যতিত ভাইরাস দেখা যায় না; আপনি উহার সাথে কথা বলেছেন; আলোচনার এক পর্যায়ে বলা হচ্ছে, মানুষ করোনাকে আল্লাহ থেকেও বেশী ভয় পাচ্ছে! ধর্মীয় গ্রন্হ বলা হয়েছে যে, আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী ও সীমাহীন দয়ালু; তা'হলে আল্লাহকে ভয় পাবার কথা কেন বলা হচ্ছে?

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা আল্লাহর নির্দেশ, আদেশ অমান্য করে
কোরআনের বানীকে অস্বীকার করে, বিশ্বাস
করেনা সৃষ্পিকর্তাকে তাদের হুসিয়ার করতে
আল্লাহ পবিত্র কোরআনের সুরা আল-বাক্বারাহ ১৪৯-১৫০ আয়াতে
বলেন, "ওদেরকে ভয় করো না, আমাকে ভয় করো"

২| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১২:৩২

রিদওয়ান হাসান বলেছেন: @চাঁদগাজী বলেছেন, ধর্মীয় গ্রন্হ বলা হয়েছে যে, আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী ও সীমাহীন দয়ালু; তা'হলে আল্লাহকে ভয় পাবার কথা কেন বলা হচ্ছে?

মানুষ তো বাপকেও ভয় পায়। এই ভয়টা মূলত সাপকে দেখে ভয় পাবার মতো নয়। শ্রদ্ধাজনিত ভয়। যেন তিনি নারাজ না হন। তবে করোনাকে ভয় পাবার বিষয়টি সাপ দেখে ভয় পাবার মতো। লেখকটি ভয়ের বিষয়টি খোলাসা করতে পারেনি।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখানে করোনার সাথে কথাবার্তা হচ্ছে একজন মিডিয়াকর্মীর
মিডিয়াকমীর বলেছেন তোমাকে মানুষ ভয় করছে তুমি চলে যাও।
তখন করোনার বক্তব্য আমাকে নয় আল্লাহকে ভয় করো। আল্লাহ
আমাকে পাঠিয়েছেন যেমন তোমাদের পাঠিয়েছেন। তোমরা তার
আদেশ নির্দেশ ভুলে গিয়ে তার নাফরমানি করেছো। তাই তার
অবাধ্যতার শাশ্তি দিতে আমাকে পাঠিয়েছেন। আমি তোমাদের
মতোই মাখলুক আমি তার হুকুম পালন করছি। তাই আমাকে
নয় তোমরা আল্লাহকে ভয় করো আর তার কাছে তোমাদের
কৃত কর্মের ক্ষমা চাও। আল্লহতে যার পূর্ণ ঈমান আছে তারতো
ভয় পাবার কথা নয়। সে গোলাম তার মনিবের সব কাজ নিষ্ঠার
সাথে করে সে বোনাস পাবে আর যে চুরি করবে তারতো শাস্তি
পাবারই কথা।

৩| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:


@রিদওয়ান হাসান ,
আপনি বলেছেন, "মানুষ তো বাপকেও ভয় পায়। "

-বাপ ও আল্লাহ সমান নন।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কোন কথার কি অর্থ তা বুঝেও
না বোঝার ভান করে অহেতুক তর্ক করছেন।
সহজ কথাটিকে দূর্বোধ্য করে তুলছেন।
অযথা তর্ক করা সম্পর্কে ইসলাম বলে
তিনটি কাজের ফলে আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য
জান্নাতের তিনটি স্তরে ঘর নির্মাণ করেন। এ তিনটি কাজের এ
কটি হলো যারা সত্য বিষয়ে বিতর্ক পরিহার করে।

৪| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১:৫৭

আলআমিন১২৩ বলেছেন: যিনি এ বয়সে এসেও আল্লাহ কে বুঝেন না বা তর্কের খাতিরে জেগে ঘুমান তাকে বুঝিয়ে সময় নষ্ট না করাই ভাল।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আল্লাহ তার কিছু বান্দার চক্ষু ও কর্ণকে সীলগালা করে দেন
যার কারনে তারা সত্যকে চিনতে ও তার শাশ্বত বানী শুনতে পাননা।
আল্লাহ আমাদের সত্য জানতে ও চিনবার তৌফিক দান করুন। আমিন

৫| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


@আলআমিন১২৩ ,

আপনি বলেছেন, " যিনি এ বয়সে এসেও আল্লাহ কে বুঝেন না বা তর্কের খাতিরে জেগে ঘুমান তাকে বুঝিয়ে সময় নষ্ট না করাই ভাল। "

-আপনার পোষ্ট টোষ্ট পড়ে আপনার সম্পর্কে যেই আইডিয়া হয়েছে, উহা থেকে বলা যায় যে, আপনি তেমন কিছু বুঝেন না

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব আপনার একটু শেতলা হন !!
চারিদিকে দূর্যোগের ঘনঘটা এ সময়
পরসহিষ্ণুতা প্রদর্শন করুন।

৬| ০৩ রা এপ্রিল, ২০২০ ভোর ৫:১৯

পলাতক মুর্গ বলেছেন:
করোনা ভাইরাসের প্রভাবে মৌলিকভাবে গ্লোবাল ইকোনোমির ধরণ পরিবর্তিত হয়ে যেতে পারে, লেখকের নীচের বক্তব্য অনেক গুরুত্বপূর্ন মনে হচ্ছে:

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পলাতক মুর্গ আপনাকে অনেক ধন্যবাদ
সুন্দর মূল্যায়ণের জন্য। আমাদের এখনি
আগামীর পরিকল্পনা করা দরকার।

৭| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: হাস্যকর।

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবকিছুতে হা্সাহাসি করা মূর্খতা
অতিরিক্ত হাসাহাসি করবেন না,
কেননা মাত্রাতিরিক্ত হাসাহাসিতে
অন্তর মরে যায়।
— ইমাম সুফিয়ান আস সাওরি (রাহিমাহুল্লাহ)

৮| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: নিশ্চয়ই আলকুরআন মুত্তাকিন দের জন্য

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই, যার বাক্য পড়ে ফুঁ দিলে রোগ ভালো হয়ে যায়।
কিন্তু এই পৃথিবীতে এমন একটি বিস্ময়কর কিতাব আজো পৃথিবীতে আছে, যার
আয়াত পড়ে ফুঁ দিলে অনেক রোগ আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। সেই
মহাগ্রন্থটি হলো- আল কুরআন। মহান আল্লাহ বলেন,
‘আমি কুরআনে এমন কিছু নাজিল করেছি যা রোগের জন্য সুচিকিৎসা
এবং মুমিনদের জন্য রহমত।’ (সূরা বনী ইসরাইল : ৮২)

৯| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: .... হেদায়েত। খোদাভীরু বা মুত্তাকিরা আল্লাহ তায়ালার অনেক প্রিয় এবং তারা সত্য পথের সন্ধান লাভ করবেন পবিত্র কোরআন থেকে।

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুরআনের এক বিস্ময়কর মর্যাদা হচ্ছে, যা পড়লেও সাওয়াব হয়,
]শুনলেও সাওয়াব হয়, মহব্বতের সাথে দেখলেও সাওয়াব হয়।
পৃথিবীর এমন কোন গ্রন্থ এমন নেই যা পড়লে বা শুনলে কিংবা
দেখলে নেকি পাওয়া যায়। শুধু এতোটুকুই নয়, মহানবী (সাঃ} বলেছেন,
‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐ ব্যাক্তি, যে নিজে কুরআন শিক্ষা করে এবং
অন্যকে শিক্ষা দেয়।’ (মিশকাত শরীফ : ৮৩) পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই
যা স্পর্শ করতে হলে পাক-পবিত্রতার প্রয়োজন হয়। আল্লাহ তায়ালা বলেন,
‘নিশ্চয়ই কুরআন সম্মানিত কিতাব, পবিত্র ব্যক্তি ব্যতিত কেউ ইহা
স্পর্শ করবে না।’ (সূরা ওয়াকিয়া : ৭৭-৭৯)

১০| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:২১

পদাতিক চৌধুরি বলেছেন:

থিম অফ দ্যা স্টোরি ভালো লেগেছে।
++

শুভেচ্ছা প্রিয় নুরু ভাইকে।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১২:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ দাদা মন্তব্যে খুশী হলাম।
সংঙ্কাও কেটে গেলো।
শুভেচ্ছা ও শুভকামনা
আপনার ও ছোট
কবির জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.