নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

করোনায় তিন টোকা !! (রম্য্)

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:১৯

করোনায় তিন টোকা !! (রম্য্)
নূর মোহাম্মদ নূরু


পূজ্যপাদ বা্বাইদা, সৎসঙ্গের শিরোমনি
করোনাতে টোটকা একখান ঘোষণা দেন যিনি।
তিন টোকা দিলে নাকি নিজের টেস্টিক্যালে
করোনা ভাইরাস ধরবেনা তাকে কোন কালে।

হাজার হাজার ডাক্তার আর বৈদ্য হেকিম কত
করোনাকে সামাল দিতে দিন্ করেছেন গত।
তারা যখন হিমসিম খান করোনাকে নিয়ে
বাবাইদা কয় মারবো তাকে টেস্টিক্যাল দিয়ে।

গুনে গুনে টেস্টিক্যালে তিনটি টোকা মারুন
করোনাকে ডোন্ট কেয়ার দুশ্চিন্তা ছাড়ুন
সহজ পন্থা করনোকে করবো এবার ক্ষয়
হবে হবে হতেই হবে মানুষে্ই জয়।

তিন টোকার বেশী কিন্তু মারা যাবেনা
এই কথাটা কখনোই ভুলে যাবেন না।
বেশী যদি মারেন টোকা কারো টেস্টিক্যালে
টেস্টিক্যাল তাইলে কিন্তু যেতে পারে ফুলে।

গুনে গুনে তিনটি বা্বাইদা যে কহেন।
ব্শী হলে বাবাইদা মোটেই দায়ী নহেন
করোনা তার গুষ্টিসহ ছাড়বে বঙ্গদেশ
কি চমৎকার টোটকা আহা বেশ বেশ বেশ।

তিনটি টোকা টেস্টিক্যালে করোনারই যম
ভয় ভীতি দূরে যাবে বিধিনা হন বাম।
জয় হবে মানুষেরই পরাস্ত যে যম
যুগে যুগে অমর রাহে বাবাইদারই নাম।

বিঃদ্রঃ সুশীলদের জন্য টেস্টিক্যাল লেখাতে একটু ছন্দ পতন হলো

প্রকাশকালঃ ২৮ মার্চ ২০২০ইং
উৎসর্গঃ ঝামাঘষেদেই বাহুবলীর চন্দ্রবদনে

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

কৈফিয়তঃ
আমি আসলে জানতামনা এটা গুজব ব্রেকিং নিউজ ভেবে একটা কবিতা
প্রকাশ করলাম বাবাইদা বাবাজীর টোটকা নিয়ে !! পদাদিক দাদা বললেন এটা ঠিক হলোনা
খানসাব বললেন মুরব্বী বয়সের দিকে তাকান !! কি আর করা কবিতাট কোয়ারেন্টাইনে পাঠালাম!!

বিঃদ্রঃ ভারতে এরকম আজগুবী টোটকার দেশ!! (কেউ গোমুত্র পান করে,কেউ মলে গোসল করে)
আগেও চলতো, এখনো আছে, কোনটা সত্যি আর কোনটা গুজব বোঝা দায়।
কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে দুঃখিত. এটাকে ফান হিসেবে নিলে খুশী হবো।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মহিলারা কোথায় টোকা দিবে? :P

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বর্ডার খুলুক, ভিসা নেই
ভারত গিয়ে তাকে পুছ করবো।
তবে আপাতত পুরুশ নিরাময়
হলে তারা এমনিতেই সেরে
যাবে। অর্ধাঙ্গীনি বলে কথা।

২| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৪১

Subdeb ghosh বলেছেন: টুক্কা টুক্কি বাদ দিন হাতুড়ির সাহায্য নিন।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি ভুল করবেন।
লিটন ভাইয়ের লেখাটি
পড়ুন, কত বড় ভুল তা
বুঝতে পারবেন।

৩| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:৪৫

ব্লগ সার্চম্যান বলেছেন: গিয়াস ভাইয়ের মন্তব্যে লাইক । :P

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এ বিষয়ে বাবাইদা বাবাজীকে জিজ্ঞাসা
করতে হবে, কি করা যাবে না যাবে !!

৪| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:০১

নেওয়াজ আলি বলেছেন: অনন্যসাধারণ  লেখা।

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবা্দ আলি ভাই।
কাউকে কটাক্ষনয় শুধু
মজা করার জন্যই এই
লেখা। কেউ বিনোদিত
হলে খুশী হবো।

৫| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: কে জানে করোনা মুক্ত পৃথিবীতে মানসিক ভারসাম্যহীন জীবন্ত মানুষের সংখ্যা আজকের এই মৃতদের সংখাকেও ছাড়িয়ে যায় কি না ?

০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আসলে প্রতিটি মানুষ স্বভাবগত ভাবেইপাগল
কেউ টাকার, কেই ক্ষমতার কেউ ভালোবাসার।
কিন্ত আমাদের এখন এমন পাগল দরকার
যারা নিজের ভালো বুঝবে না,অন্যের ভালো বুঝবে।
যারা সত্য বলতে ভয় পায়না। যারা বলবে ‘রাজা, তোর কাপড় কোথায়?’

৬| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৬

পদ্মপুকুর বলেছেন: বাবাইদা বাবাজী কোন এলাকায় থাকেন? চীন এই থেরাপি দিয়েই করোনা ঠেকালো কি না কি জানি! /:)

০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভারতের বর্ডার না খোলা পর্যন্ত এই প্রশ্নের জবাব
পাওয়া যাইবেনা। অপেক্ষায় থাকুন।

৭| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তিনটি টোকা টেস্টিক্যালে করোনারই যম
ভয় ভীতি দূরে যাবে বিধিনা হন বাম।

........................................................................
ভালো কথা , মেয়েদের ক্ষেত্রে অন্ডকোষ কোথায় পাবেন ভাই ???
আর করোনা থেকে বাচাঁর জন্য রমনীকুল সব পুরুষ হয়ে যায়
তখন এর দায় কে নেবে ভাই !!!?

০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ছি !! টেস্টিক্যাল বলুন !!
ঘরে যদি করোনা নাই থাকে
তবে তাদের সংক্রামিত হবার
আশঙ্কা না্ই। তবে এ জন্য
69 পদ্ধতি খুবই কার্যকরী।

৮| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৮

আখেনাটেন বলেছেন: বিঃদ্রঃ ভারতে এরকম আজগুবী টোটকার দেশ!! (কেউ গোমুত্র পান করে,কেউ মলে গোসল করে) -- ভারত বড় দেশ। ভালোমন্দে অনেক কিছুই সেখানে ঘটে।

এবার দেশি অতি ধার্মিক হুজুরদের নিয়ে কিছু লিখুন। এরা কত টোকায় করোনা সারার বয়ান দিচ্ছেন। বারবার নিষেধ করা সত্তেও গোঁয়ারের মতো মসজিদের জামাতে, তাবলীগের জামাতে ইত্যাদিতে জড়ো হয়ে নিজের মরার বন্দোবস্ত করছেন সাথে আরো দশজনকে নিয়ে শহিদের সংখ্যা বাড়াতে যাচ্ছেন। এদের নিয়েও আর একটা কবিতা চাই গুরু।

০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আশা আছে তাদের নিয়ে লিখবো একটা কিছু
দ্বিধায় আছি যদি আবার করোনা নেয় পিছু!
আল্লাওয়ালা, মুত্তাকিরা বলে ভালো কথা,
তাদের কাছে থাকলে সারে দিলের যত ব্যাথা।

কিন্তু কিছু বক ধামীক বুঝায় সদাই ভুল
তাদের কথায় কান দিলে হারাবে দুই কূল।
বুদ্ধি দিয়ে দিয়ে বিচার করো কি ভাল কি মন্দ
সহি বুঝ বুঝে যাবে কেটে যাবে দন্ধ !!


আশা করি এটুকুতেই সন্তষ্ট থাকবেন এ্ই
নাজুক সময়ে!

৯| ০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: মুরুব্বী আপনি কোথায়??

০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার আশে পাশেই আছি
তাই বলে এই সময়ে দাওয়াত টাওয়াত
দিবেন না। যদিও পরীমনিকে দেখার খুব শখ
তাছাড়া শু্নলাম সবে পুত্র সন্তানের জনক হয়েছেন!!
নাম টাম রেখেছেন? গুরুর আশির্বাদ টাশির্বাদ ?

৫। আল্লাহর রহমতে প্রথম সন্তানের বাবা হলাম সবার কাছে দোয়াপ্রার্থী।

১০| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: আরে! এটা আপনি আবার ফিরিয়ে এনেছেন? হেহেহে....
কবিতা উপভোগ্য হয়েছে। সেদিন তো মজা করে বলেছিলাম। পরে দেখলাম আপনি তুলে নিয়েছেন।

শুভকামনা প্রিয় নূরু ভাইকে।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি ভাবলাম বাবাইদা বাবজী আপনাকে
শিষ্যত্বে বরণ করছেন কিনা। আমার
ধারণা ছিলো তিনি হয়তো এমনটাই
বলেছন। আপনার কথায় বুঝলাম
গুজব। যে হেতু গুজব তাই আবার
ফিরে এলাম লিটন ভাইয়ের সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.