নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কোয়ারেন্টাইনে গাজী !!

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৩

কোয়ারেন্টাইনে গাজী !!


চাঁদ গাজীকে কোয়ারেন্টাইনে
পাঠিয়ে দিছে সামু !!
চার দেয়ালে বন্দি এখন
কেমন বোঝ মামু!!

বাড়াবাড়ি করতে ছিলো
বেশ কয়েক দিন ধরে,
অর্থনীতি, স্বাস্থ্য নীতি
কোনটা না ছাড়ে।

করোনাতে থিসিস লেখেন
কি করে কি হলো,
গজব এটা মানতে নারাজ
এ তথ্য কোথায় পেলো?

সব জান্তা গাজী মশাই
ধর্মে থোড়াই কেয়ার।
রাজীব ভায়া এ কারনে
তাকে করেন পেয়ার।

রাজীব খান মানেন তাহা
যাহা বলেন গাজী,
কথা সত্য সবাই জানে
ধরতে পারি বাজি।

সামু তাকে অবশেষে
চুপ করিয়ে রাখেন
ম্যাওপ্যাও করেন তিনি
মাথাটাও ঝাকেন!!

আমরা তাকে মিস করি যে
সামুর কাছে তাই,
কোয়ারেন্টাইনের মেয়াদ তাহার
ছোট করেন ভাই!!


প্রকাশকালঃ ২৭ মার্চ ২০২০ইং
উৎসর্গঃ গাজীর ভাবশিষ্য রাজীব খানকে
সূত্রঃ বাণীঃ সামু আমাকে ভালো সময়ে "জেনারেল" করেছে, (চাঁদগাজী)

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৮

নতুন বলেছেন: হা হা হা, একেই বলে জাত কবি। যে কোন কিছু নিয়েই কবিতা লিখতে সবাই পারেনা।

তবে রোগ বালাই কোন গজব না। দুনিয়ার হিসাব আমাদের সময়ের সাথে মেলাইলে বুঝতে পারবেন না।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন সুন্দর মন্তব্যে উৎসাহ প্রদানের জন্য।
মুসলমান হিসেবে কোরানের আলোকে করোনাকে আমি গজব হিসেবে
আখ্যায়িত করেছি।
আজকেও জুম্মার নামাজের বয়ানে এটাকে আল্লাহর গজব হিসেবেই
বলা হয়েছে।
মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর শাস্তি নাজিল হয়। আল্লাহ তায়লা যুগে যুগে অসংখ নবী রাসুল প্রেরণ করেছেন। কোরআনুল কারিমের অসংখ্য ঘটনাবলী থেকে জানা যায় বিভিন্ন নবী রাসুলদের উম্মতরা আল্লাহর দেওয়া বিধানের অবাধ্য হওয়ায় আল্লাহ তায়ালার পক্ষ থেকে দেওয়া বিভিন্ন ধরেনের মহমারিতে ওই গোত্র ও জনপদ পুরোপুরি ধ্বংসে করে দিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের যে বিপদ-আপদ ঘটে তা তো তোমাদের কর্মফল। আমি তোমাদের অনেক অপরাধ মাফ করে থাকি’ (সূরা শুআরা : ৩০)। আল্লাহ আরও বলেন, ‘মানুষের কৃতকর্মের জন্য জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করানো হয়। পাপিষ্ঠ ফেরাউনকে আল্লাহ তাআলা তখনই ধরেছেন, যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন : ‘হে মুসা! তুমি ফেরাউনের কাছে যাও, সে অত্যন্ত উদ্ধত হয়ে গেছে।’ (সুরা ত্বাহা : ২৪)
তাই "হে ইমানদারগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।" (সূরা বাকারা আয়াত নং ১৫৩)

২| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: এই রোগ থেকে হোক শেফা।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
"হে ইমানদারগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো,
নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।" (সূরা বাকারা আয়াত নং ১৫৩)

৩| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


সামু আমার কোয়ারেনটিনকে আরও বিশুদ্ধ করার চেষ্টা করেছে।

এখন বেশীর ভাগ সময়ে ঘরে, জেনারেল করার জন্য এটা ভালো সময় নয়।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


বেশীর ভাগ সময় মানে কি?
আপনি কি কিছু সময় বাইরেও কাটান?
ওই কাজটি করবেন না। ঘরে থাকুন
স্ত্রীকে কাজে সহায়তা করু্ন। হার্ট
শক্ত রাখবেন। কোয়ারেন্টাইন সময়
যুগ যুগ থাকেনা! আপনার শিষ্যকে
কিছু উপদেশ টুপোদেশ দেন.
আপনার কারণে বেচারা
দাড়িগোফ কামানো
বন্ধ করে দিবে
মনে হয়!!

৪| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


জুমার নামাজে, কিংবা হজ্বে, যেখানেই প্রাকৃতিক দুর্যোগকে গজব বলা হয়েছে, সেখানে নতুন ভুলের জন্ম দেয়া হয়েছে; প্রকৃতি এই রকমই; এর ফলে, হাজার হাজার ধরণের প্রানীর বিলোপ ঘটেছে বিশ্বে, ওরা এমন কইছু করেনি যে, গজব নেমে আসবে। 'গজব' প্রাকৃতিক দুর্যোগের লজিকবিহীন ব্যাখা।

কোন বাইওলোজিষ্ট, পেথোলোজিষ্ট, ডাক্তার যদি ইমাম হতেন, মসজিদে কোরনার সঠিক ব্যাখ্যা দেয়া হতো; কমশিক্ষিত মানুষেরা ইমাম ইত্যাদি হওয়াতে মানুসকে করোনা সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে,

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইমামদের তুচ্ছ জ্ঞান করবেন না।
ডাক্তার বাইওলোজিস্ট যেমন এক এক
বিষয়ে বিশেষজ্ঞ তেমনি ইমাম, মোহাদ্দেসরাও
কোরআন সম্পর্কে বিশেষজ্ঞ। তারা কোরআন
রিসার্স করেই ফতোয়া প্রদান করেন। কোরআনে
বলা হয়েছে শেষ বিচারের কথা, বলা হয়েছে পাপ-পূণ্যের কথা ,
অবাধ্যতার শাস্তির কথা। কিছু মানুষ তা অস্বীকার করবে আর তারাই
শাস্তি ভোগ করবে। আর সত্যবাদীদের জন্য আছে পুরস্কার। কারো প্রতি
বিন্দুমাত্র অবিচার করা হবেনা।

৫| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৭

ইসিয়াক বলেছেন: চরম বিনোদন....।
ভালো লাগলো নুরু ভাই।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ ইসিয়াক ভাই
করোনায় বাসায় থাকতে থাকতে
হাপিয়ে উঠেছি তাই কিঞ্চিত বিনোদন।

৬| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৭

একনিষ্ঠ অনুগত বলেছেন: বুঝতে পারছিনা মন্তব্য করা ঠিক হবে কিনা, মডারেশন স্ট্যাটাস এখনও আমাকে ৩ দিন পর্যবেক্ষণে রাখার কথা বলছে, যদিও এখানে আছি ১৫ দিনের বেশী হয়ে গেছে, কিভাবে এই মডারেশন স্ট্যাটাস পরিবর্তিত হয় একটু বলবেন কি?

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই উয়িন্ডোর উপেরের ডান দিকে
সহযোগীতায় ক্লিক করে
আপনার মমস্যা জানান
আশা করি সুফল পাবেন।

৭| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই ব্লগে ভালোর কদর নেই, পলাশমিঞাকেও একবার জেনারেল করেছিল। এটা একটা ভ্যালা সমস্যা।


আজ জুম্মাবার, মসজিদ তো বন্ধ, ঘরে জোহর পড়তে হবে। সকলের মঙ্গল হোক।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নিয়মের মধ্যে থাকলে সমস্যা হবার কথা নয়।
সর্তাবলীর খেলাপ হলে কর্তৃপক্ষ যথা যথ
ব্যবস্থা নিতেই পারেন।

আমাদের কম্পাউন্ডের মসজিদেই জু্ম্মার নামাজ
পড়লাম। সংখ্যায় মুসল্লি কম ছিলো। দোয়া করবেন
সবা্ই সবার জন্য।

৮| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: নুরু সাহেব এই দিন না। আরো দিন আছে। কথাটা মনে রাখবেন।

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি হুমকি দিলেন নাকি ধমকি ?

দিন আসে দিন যায়
নদীর স্রোত যেমন।
পিছনের কথা কি
রয়েছে স্মরণ?

৯| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



বৃটিশ প্রধানমন্ত্রীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আল্লাহ তাকে সেফা দান করুন। আমিন

১০| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "ইমামদের তুচ্ছ জ্ঞান করবেন না। ডাক্তার বাইওলোজিস্ট যেমন এক এক বিষয়ে বিশেষজ্ঞ তেমনি ইমাম, মোহাদ্দেসরাও কোরআন সম্পর্কে বিশেষজ্ঞ। "

-কোরানে ভাইরাস সম্পর্কে কোন "সায়েন্টিফিক জ্ঞান" থাকার কথা নয়; এগুলো বিজ্ঞানের নিদ্দিষ্ট শাখার জ্ঞান; সেজন্য ইমাম, মোহাদ্দেসরা ভাইরাস সম্পর্কে জানার কথা নয়; দরকার ছিলো, মসজিদে একজন ডাক্তার করোনার উপর আলোচনা করা।

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১৪০০ বছর আগে কোরআনে ভাইরাস সম্পর্কে বলা হয়েছে
মহান আল্লাহর শ্রেষ্টতম সৃষ্টি মানুষ যখন আল্লাহ্কে ভুলে যায়, বেপরোয়া হয়ে
ওঠে তখনই আল্লাহর গজব নেমে আসে শান্তির পৃথিবীতে:
তাই করোনা আল্লাহর পক্ষ থেকে গজব।

“ভূমিতে ও পানিতে সব জায়গায়,
লোকজন কুকাজে অশান্তি ছড়ায়
যেরূপ কাজ ওরা থাকে করিতে,
আল্লাহ্ চান তার শাস্তি দিতে.......”
(কাব্যানুবাদ সুরা রূম, আয়াত: ৪১)।

আল্লাহ বলেনঃ “আমি ভয় দেখানোর জন্যই (তাদের কাছে আযাবের) নিদর্শনসমূহ পাঠাই” (সুরা বনি ইসরাইল, আয়াত: ৫৯)
ইসলাম সবসময় একটি সুস্থ-সক্ষম মানবগোষ্ঠীর ধারণা দেয়। তাই বর্তমানেও সব রোগের প্রতিকার, প্রতিরোধ সম্পর্কে আমরা সঠিক ধারণা পেতে পারি পবিত্র কুরআন থেকে। মহান আল্লাহ্ বলেন “আমি কুরআনে এমন বিষয় নাযিল করি যা মু’মিনদের জন্য আরোগ্য ও রহমত” (সুরা বানী ইসরাইল, আয়াত: ৮২)।
সাম্প্রতিক কালের রোগ-শোক করোনা, জিকা, নিপা ভাইরাসসহ সব রোগ থেকে মহান আল্লাহ্র রহমত ছাড়া আরোগ্যলাভ অসম্ভব। এজন্যই পবিত্র কুরআনে আছে, মহান আল্লাহ্র পরিচয় প্রসঙ্গে হযরত ইব্রাহিম (আ.) বলেন “ওয়া ইযা মারিয্তু ফাহুয়া ইয়াশ্ফিন” অর্থাৎ ‘যখন আমি অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন’ (সুরা শু’আরা, আয়াত: ৮০)।

শুধু তাই নয়, যে কোনো মহাবিপদ থেকে একমাত্র উদ্ধারকারী ও রক্ষাকারী মহান আল্লাহ্। অপর আয়াতে আছে লা- ইলাহা ইল্লা আন্তা সুব্হানাকা ইন্নি কুন্তু মিনাজ-জ্বয়ালিমিন অর্থাৎ ‘তুমি ছাড়া কোনো উপাস্য নেই, সব পবিত্রতা তোমারই- আমি তো গোনাহ্গার’ (সুরা আম্বিয়া, আয়াত : ৮৭)। দোয়াটি কবুলের সুসংবাদ দিয়ে মহান আল্লাহ্ জানালেন “...এভাবেই আমি বিশ্বাসীদেরকে মুক্ত করে থাকি”। (সুরা আম্বিয়া, আয়াত: ৮৮)।

সুতরাং হতাশ হবেন না। আপনার ততটুকুই ক্ষতি হবে যতটুকু আল্লাহ চাহেন। আর কোন কিছুই আপনাকে রক্ষা করতে পারবেনা যদি আল্লাহ না চাহেন।

১১| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৭

নেওয়াজ আলি বলেছেন: নুর ভাই নিজের সেরাটা আমাদের পড়তে দিলেন। চাঁদগাজী ভাই ফিরে আসার অপেক্ষা করছি। এখানে সবাই আমরা আমরাই। উনি মনে হয় আমার বাবার বয়সী। আমার বাবা এজমা রোগী তাই খুব ভয়ে আছি। বাবাও একটু রাগী । সবকিছু চাকরি জীবনের মত টাইমমত চায়।

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আলি ভাই
অনেক দিন পর শ্রদ্ধা জানাই, শুভেচছা জানাই,
ধন্যবাদ, শুভকামনার বাইরে আজ বড় আকারের
মন্তব্য পড়ে প্রীত হলাম। অবশ্য গুণী জনদের নিয়ে
আমার লেখায় এর বেশী কিইবা আশা করা যায়।

আমিও গাজীসাবের অন্তরীণ অবস্থার পরিসমাপ্তি চাই।
ওনার যা শাস্তি তা পেয়ে গেছেন বলে আমার ধারণা।
সবাইকে নিয়ম মেনে চলতে হয়, গাজীসাবের অবস্থা
থেকে আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করি।

১২| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১২

কূকরা বলেছেন: শেষের প্যারাটা বাদ দিলে বাকিটা দারুন হইছে। পাঁদগাজী এখন ঘরে বইসা ম্যাঁওপ্যাঁও করবে। হা হা হা হা ...............

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি তার মু্ক্তি চাই তাই
শেষ প্যারাটা সংযোজন করেছি।
আশা করি একসময় আপনিও তার
মুক্ত জীবনের প্রত্যাশী হয়ে উঠবেন।
আমরা সবাই মানবিক!! মানাবতার জয় হোক।

১৩| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অসাধারণ এক জন ব্লগার।
এই ব্লগের প্রথম ও প্রধান আকর্ষণ তিনি।

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একথা অস্বীকার করার কোন কারণ নাই!!
তিনি অসাধারণ তবে সবাইকে ছাত্র মনে করেন
এই যা একটু ...........।

১৪| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫০

খাঁজা বাবা বলেছেন: চমতকার ছিল :)
কোয়ারান্টাইনের মেয়াদ ছোট করা হোক

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সামু কর্তৃপক্ষের কাছে নিবেদন
গাজীসাবের সকল অপরাধ ক্ষমা
করে দেওয়া হোক। ক্ষমা মহত্বের লক্ষণ।

১৫| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে ছড়া খাসা হয়েছে।
তবে নুরু ভাই ওনার একটা পোস্ট এই মুহুর্তে দেখলাম আলোচিত ব্লগে আছে।
একটা কথা মনে ডর লইয়া বলতেছি। যতদিন আপনার কোট প্যান্ট পরা ছবি দেখতাম যত সহজে ভাই বলতে পারতাম বর্তমানের ছবিটা দেখে ভাই বলতে রীতিমতো বাধো-বাধো লাগছে। আবার আপনার বন্ধু গাজী সাহেব যদিও ব্লগে এমন সম্বোধনের ঘোর বিরোধী।
যাইহোক উনি যদি জেনারেল হয়ে গিয়ে থাকেন তবে মডারেটরের কাছে আপনার সঙ্গে সহমত রেখে সেভ করতে একান্ত অনুরোধ রইলো।
সকলের মঙ্গল হোক।

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদাতিক দা
মিডিয়িায় সবাই ভাই ভাই
সেখানে কেউ চাচা মামা নাই।
আমার বস আমার ভাই আবার
আমার সাব অডিনেটও আমার ভাই।
সুতরাং সংকোচের কিছু নাই।

আমার বিশ্বাস গাজীসাবের শিক্ষা হইছে
এবার তাকে দুধে জলে গোসল করিয়ে
আমাদের মাঝে ফিরিয়ে দেবে সামু।

১৬| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৩০

রাজীব নুর বলেছেন: হুমকি ধামকি আমি কাউকে দেই না।
কথায়ই তো আছে- সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ।

২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এতদিন আপনার গুরু সুখ ভোগ করছে এবার
কোয়ারেন্টাইন !! মাজারে সিন্নি মানত করুন
মুক্তি পেয়ে যাবে !!

১৭| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:




লেখক বলেছেন, " ১৪০০ বছর আগে কোরআনে ভাইরাস সম্পর্কে বলা হয়েছে মহান আল্লাহর শ্রেষ্টতম সৃষ্টি মানুষ যখন আল্লাহ্কে ভুলে যায়, বেপরোয়া হয়ে ওঠে তখনই আল্লাহর গজব নেমে আসে শান্তির পৃথিবীতে: তাই করোনা আল্লাহর পক্ষ থেকে গজব "

-১৪০০ বছর আগে, সেই সময়ের ভাষায় ও মানুষের বুঝার ভেতর যা বলা হয়েছে, তাতে ভাইরাসকে বুঝাতে হয়তো 'গজব' শব্দটার দরকার ছিলো; আজকে ইলেক্ট্রন মাইক্রোস্কোপে সেই গজব "আসল ভাইরাস" হিসেবে মানুষের সামনে এসেছে; এটুকু আপনাকে বুঝতে হবে।

২৭ শে মার্চ, ২০২০ রাত ১১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্য জানতে হলে কোরআন বুঝতে হবে।
বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর।
ঈমান রাখতে হবে আসমানী কেতাব সমুহে।
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর যারা
তাঁর আগমনের ব্যাপারে জানতো, তারা হিংসা ও অজ্ঞতাবশত তাঁর
বিরোধিতা করতো। তাঁর ওপর নাজিলকৃত কোরআনকে মিথ্যা
সব্যস্ত করে বেড়াতো।

এ কারণেই আল্লাহ তায়ালা তাদেরকে ফেরাউন ও তার আগের যুগের
অবিশ্বাসীদের সঙ্গে তুলনা করেছেন। তাদের অবস্থা তুলে ধরেছেন, যাতে
তারা সেসব বর্ণনা থেকে শিক্ষা গ্রহণ করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ করে। সে বর্ণনা থেকে শিক্ষা নিয়ে
পরকলীন জীবনকে সুন্দর ও সফল করতে পারে।

মক্কার ইয়াহুদি, খ্রিস্টান ও মূর্তিপূজকদের উদ্দেশ্যে আয়াত নাজিল করে
সে ঘটনা বর্ণনার মাধ্যমে সতর্ক করেছেন। এ সতর্কতা শুধু সে সময়ের
জন্যই নয় বরং বর্তমান সময়ের অবিশ্বাসীদের জন্যও সতর্ক বার্তা। যাতে
বর্তমান সময়ের অবিশ্বাসীরাও এ আয়াত থেকে শিক্ষা নিতে পারে। কেননা
আল্লাহ তায়ালা অবিশ্বাসীদেরকে তাদের অবিশ্বাসের কারণে পাকড়াও করবেন।
আল্লাহ তায়ালা অবিশ্বাসীদের উদ্দেশ্য সূরা আল-ইমরানের ১১নং আয়াতে আল্লাহ
তায়ালা ফেরাউন সম্প্রদায়ের অবস্থা আগের অবিশ্বাসীদের সঙ্গে তুলনা করেছেন।
আর ঘোষণা করেন-আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করার কারণে তাদের জন্য
কঠিন শাস্তির হুঁশিয়ারি দেয়া হয়েছে। যাতে মানুষ কোনোভাবেই মহান আল্লাহর
বিধানকে অস্বীকার না করে।

এ আয়াতে কাফেরদের পরিণাম কেমন হবে তার বিবরণ দেয়া হয়েছে।
যারা ইসলামকে অবিশ্বাস করে তাদের অবস্থা হলো অবিশ্বাসী ফেরাউন
সম্প্রদায়ের মতো। যেভাবে ফেরাউন সম্প্রদায় এবং তার পূর্বে লোকেরা
হজরত মুসা আলাইহিস সালামসহ অন্যান্য নবি-রাসুলদের বিরোধিতা ও
তাদের ওপর অবতীর্ণ নির্দেশকে অমান্য করেছিল, আল্লাহর বাণীকে
মিথ্যা সাব্যস্ত করেছিল।

১৮| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:০৮

নতুন বলেছেন: ভাই চায়নিজরা গজবে পতিত হয়েছিলো।

কিন্তু তারা এমন কি করলো যে তারা এখন করোনা থেকে মুক্তি পেতে যাচ্ছে?

মুসলমানেরা তওবা করলে সৃস্টিকতা মাফ করে দেবেন কিন্তু চাইনিজদের কেন মাফ করলেন?

চাইনিজরা তো দোয়া দুরুদ বলেনাই, ভাইরাসকে নিয়ন্ত্রন করতে কাজ করেছে!!!

২৭ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নতুন ভাই আপনার এই একই প্রশ্নের জবাব
অন্য এক পোস্টে দিয়েছি। আশা করি আপনি
সন্তুষ্ঠ !!

১৯| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১১:৩২

শের শায়রী বলেছেন: মুরুব্বী চাদ্গাজী আপনার পোষ্টটা দেখলাম আপনি ডিলিট করছেন অথবা ড্রাফট করছেন, যেখানে আমি কমেন্ট দিয়েছিলাম এখনো সর্বাধিক মন্তব্য প্রাপ্ত তালিকায় ঝুলছে। কাহিনী কি মুরুব্বী?

আর নুরু ভাই, কাহিনীটা কি? কি কামে উনার এমুন প্রোমোশান অইছে? কিছুই বুঝলাম না।

২৭ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শের শায়রী ভাই আমিও নিশ্চিত না কি কারণে
সামু তাকে কোয়ারেন্টাইনে রেখেছেন!! তবে
ধারণা তিনি সামু ব্যবহারের শর্তাবলী লঙ্ঘণ
করেছেন। তিনি কারো পোস্টে তার স্বভাবশুলভ
সেচ্ছাচারী মন্তব্য করে থাকবেন যা সামু মুছে দিয়ে
তাকে কোয়ারান্টইনে নিয়েছেন অন্য ব্লগাররা
সংক্রামিত হবার আগে।

২০| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১:০৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজীর কিছু কিছু রাজনৈতিক পোস্ট আমার কাছে পক্ষপাতদুষ্ট মনে হলেও তার অনেক এনালাইসিসই যথেষ্ট বুদ্ধিদীপ্ত বলেই মনে হয় | তিনি অনেক পূর্ব থেকেই কভিড১৯ ও অর্থনৈতিক রিসেশন নিয়ে আশংখা প্রকাশ করছিলেন তা নিয়ে অনেকে টিজ করলেও তা সত্যি বলে প্রমাণিত হয়েছে | তার মতো একজন ব্লগারের উপস্থিতি সামুকে অনেক সমৃদ্ধ করে |

ফিরে আসুন চাঁদগাজী........

৩০ শে মার্চ, ২০২০ রাত ১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমরা তাকে উপভোগ করি।
বিনোদিত হই। তিনি যে
মাঝে মঝে উল্ফণ করেন
তাতে মজাই পাওয়া যায়।
তাই আমরা তাকে মিস করি।

২১| ২৮ শে মার্চ, ২০২০ ভোর ৪:৩১

সুপারডুপার বলেছেন: আপনারা দুই জনেই রিটায়ার্ড ও দুইজনেরই হবি ঘরের মধ্যে থেকে ব্লগিং করা। এখন এমন যে ব্লগ ছাড়া আপনাদের বেঁচে থাকা খুবই কষ্টকর। এই হিসেবে আপনারা দুই জন -ই অনেক আগে থেকেই কোয়ারেন্টাইনে ! পার্থক্য এটাই, একজন নিয়মত লেখলে ও অন্যজন নিয়মত না লেখলে সামু ব্লগে ভ্রান্ত বিশ্বাসে বন্দী ব্লগারদের পাল্লা অনেক অনেক ভারী হবে।

৩০ শে মার্চ, ২০২০ রাত ১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে যা বুঝবার সে তাই বুঝবে।
কাউকে বেশী বোঝাতে গেলে
তার না বোঝার জীদ আরো
বাড়ে। যা হোক আমি ধর্মে
বিশ্বাসী। তাই ধর্মের কথা
বলি। এতে কারো গাত্রদাহ
হলে আমার কিছু বলার নাই।

২২| ২৮ শে মার্চ, ২০২০ ভোর ৪:৩২

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজীকে বলছি, ওয়াশিংটন ডিসিতে
আমেররিকার সবচেয়ে বড় লাইব্রেরীর
আলাদা একটা অংশে সাইবোর্ড আছে।
কন্ট্রিবিউশন রিলিজিয়ন ইসলাম ফর
ফিজিক্স। সেখানে গিয়ে কিছুদিন পড়াশুনা
করুন।
কোরআনের জ্ঞান অতপর বিজ্ঞান,কোরআনের
জ্ঞানকে এত খাট করে দেখা আপনার উচিৎ
না। মুসলিম বিজ্ঞানীর উথ্যান না হলে ইউরোপের
রেঁনেসা বিপ্লব ঘটত না।
বিজ্ঞান পরিবর্তনশীল, কোরআন অপরিবর্তিত
থেকেই যাবে চিরকাল। যেমন মানুষের গঠন
অপরিবর্তিত। আপনি বলেছেন কোরআন রুপ
কথার গল্প। এসব গায়ের জোরের কথা ছেরে
বিবেক প্রশমিত করেন। ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০২০ রাত ১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি এই কথাটাই এইমাত্র
উপরের পাঠক সুপারডুপারকে
বলেছি। বুঝলে বুঝপাতা না বুঝলে
তেজ পাতা।

২৩| ২৮ শে মার্চ, ২০২০ ভোর ৬:৫২

কালো যাদুকর বলেছেন: দারুন ছড়া লিখেছেন। ছড়া বিচারে ভাল লেগেছে। চাঁদগাজী সাহেবকে খুঁজছিলাম। ভদ্রলোক নিউইরয়কে থাকেন। এমনিতেই কোয়ার টেইন আছেন, এরমধ্যে লেখালেখি বন্ধ হলে কেমনে চলবে। আমি তার মঙ্গল কামনা করছি।

৩০ শে মার্চ, ২০২০ রাত ১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাদগাজী ফিরে এসেছেন
বহাল তবিয়তে আছেন।
সম্ভবত তার আগের ভাব্
কিছুটা হ্রাস পেয়েছে।
শুভকামনা তার জন্য্।

২৪| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: যাক অবশেষে চাদগাজী চাচাজান কোয়ারেনটি থেকে ছাড় পেয়েছেন বলে মনে হচ্ছে । :) ধন্যবাদ চাচাজান ।

৩০ শে মার্চ, ২০২০ রাত ১২:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বি তিনাকে মুক্তি দেওয়া হয়েছে।
শিঘ্র তাকে মুক্তি দেবার কারনে তিনি
সামুর মডারেটরদের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.