নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
কাকবিতা
নূর মোহাম্মদ নূরু
কাকটা প্রতিদিন ভাবে তাকে নিয়ে,
কবি কোন এক দিন কবিতা লিখবে।
কবি কখনোই তাকে নিয়ে কবিতা লিখে না,
বড়ই বেখেয়াল সামনে বই মেলে সে!
কাক টার এখন খুব মন খারাপ,
আজকেও কবি কবিতা লিখল না ।
কার্নিশে থাকতে ভাল লাগছে না,
উড়ে গিয়ে বসলো টেলিফোনের তারে।
পায়ের নিচে কথা ভেসে যায় ইথারে ইথারে
প্রেমিকা প্রেমিককে বলে আই লাভ ইউ
জবাবে প্রেমিক বলে আই মিস ইউ
কাক তার কচুও বোঝে না । উড়ে যায় কাক
মনের দুঃখে এবার বসলো গিয়ে একটা
বিদ্যুতের ট্রান্সফরমারের তারে ।
বজ্রপাতের সাথে বৃষ্টি পড়তে শুরু করেছে।
হঠাৎ বিকট একটা শব্দ, বিদ্যুতের ঝলকানি!
শব্দ শুনে কবি বেরিয়ে এলেন, দেখলেন
বিদ্যুতের তারে একটা কাক করুন ভাবে ঝুলে আছে ।
কবির বড্ড কবিতা লিখতে ইচ্ছে হল ।
লিখতে শুরু করলেন কবি....।
'' ঝুলন্ত মৃত কাকটার মত
আমিও মৃত কবি হয়ে যাই
একদম নিস্পাপ নিথর
অর্থহীন কবিতার মাঝে ''
রচনাকালঃ ঢাকাঃ ১০ ফেব্রুয়ারি ২০১৫ ইং
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ একটি কাকবিতা পড়ার জন্য
যা কোন মানদণ্ডে্ই কবিতা হওয়ার যোগ্যতা রাখেনা।
২| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে, আরে, দারুন কবিতা লিখেছেন তো! ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই। মাঝে মাঝে লিখবেন।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আবুহেনা ভাই,
সোনার আবরণে রাংতা দিয়ে মোড়া একটি অকবিতা
যা কাকবিতার নামে পরিচিত হয়ে গেলো।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
প্রামানিক বলেছেন: কাকের কবিতা খুব ভালো লাগল। তবে নুরু ভাই, কবিতা সামলে রাখবেন। চোরেরা কবিতাই বেশি চুরি করে।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুকুরের কাজ কুকুর করিছে
কামড় দিয়েছে পায়,
তাই বলে কি কুকুর কামড়ানো
মানুষের শোভা পায়।
ধন্যবাদ প্রমানিক ভাই সতর্ক করার জন্য।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
তারেক ফাহিম বলেছেন: আহা নুরু ভাই শেষ পর্যন্ত কাকটাকে শর্ট খাওয়াইয়া মেরে দিলেন
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাক কোথায় দেখলেন ভ্রাতা!
কাকের খোলসে কবির অকাল মৃত্যু
অর্থহীণ কবিতার মাঝে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: নূরু ভাই, আপনার কবিতায় সত্যিই আমি চমৎকৃত। আপনার এই পরিচয়টা এতো দিন পরে পেলাম দেখে নিজেরই অবাক লাগছে।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সাদা মনের মানুষ !
সাদা মনের মানুষেরাই পারে সামান্য
বিষয়েও চমৎকৃত হতে। কুটিল স্বভাবের
মানুষেরা কখনোই খুশি হতে পারেনা অন্যের খুশিতে।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন:
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাদা মনে বলছি,
মানুষ অকবিতা, অকাজেই বেশী সময় দেয়! এই বাজে কবিতাটি ইতিমধ্যে ৪৪৪বার পঠিত অথচৎ
আমার বিবেচনায় আমার একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমার বাংলা ভাষা মাত্র ৩৮ বার পঠিত হয়ে মাত্র ২টি মন্তব্য পাওয়ার দুঃর্ভাগ্য অর্জন করেছে। হায়! সেলুকাস !!
ধন্যবাদ আপনাকে সাদা মনের মানুষ
৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: দেখে এলাম আপনার পোষ্ট, এতো বড় পোষ্ট সাধারণত কেউ পড়তে চায় না, এমন কি আমি নিজেও না।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাহলে কি আহ্বান জানাবো,
সল্পবসনা, সদ্য স্নানানের ছবি
সম্বলিত লেখার শিরোণাম দিয়ে
আসুন নায়িকার গোসল দেখি !!
৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬
ফেরদৌসা রুহী বলেছেন: কাকবিতা ভালো লিখেছেন।
কাকবিতা লিখতে গিয়ে কাকের মৃত্যুটা কষ্টদায়ক।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাকের কষ্টটাই দেখলেন !!
এভা্বে হাজার কবি নিরবে মূখ ধুবড়ে পড়ে
লোকচক্ষুর আড়ালে মৃত্যুহয় অখ্যাত কবিদের
তাদের জন্য কষ্ট অনুভূত হয়না ?
৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আসুন নায়িকার গোসল দেখি !.........এটা কম খারাপ না নূরু ভাই
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শালীনতার বিপক্ষে বলে আমি প্রতিবাদ করেছিলাম
কিন্তু সহযোদ্ধা পাইনি কাউকে। ধন্যবাদ সহমত প্রকাশ করার জন্য
১০| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০১
এম আর তালুকদার বলেছেন: এমনি হয়, ভাল লাগলো কথাগুলো।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ তালুকদার ভাই
ভালো লাগার জন্য।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৮
প্রামানিক বলেছেন: লেখক বলেছেন:
সাদা মনে বলছি,
মানুষ অকবিতা, অকাজেই বেশী সময় দেয়! এই বাজে কবিতাটি ইতিমধ্যে ৪৪৪বার পঠিত অথচৎ
আমার বিবেচনায় আমার একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমার বাংলা ভাষা মাত্র ৩৮ বার পঠিত হয়ে মাত্র ২টি মন্তব্য পাওয়ার দুঃর্ভাগ্য অর্জন করেছে। হায়! সেলুকাস !!
ধন্যবাদ আপনাকে সাদা মনের মানুষ
নুরু ভাই, ভালো লেখা একটু বড় হলে আর কেউ ছুঁয়েও দেখে না। ছোট আকারে সাপ ব্যাঙ দিলেও দুইবার ঢু মারে। আপনার এই কবিতাটাই তার প্রমাণ। অথচ আপনার কত ভালো ভালো লেখা ব্লগে আছে সেসবে এত মন্তব্য তো দূরের কথা পাঠকও নাই।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাই বলে হাল ছেড়ে দিতে বাধ্য নই আমি,
মূর্খ্যের দেশের পণ্ডিত না হয়ে বরং শিক্ষিতদের মাঝে
অনাখ্যাত হয়ে থাকা শ্রেয়।
১২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
সুমন কর বলেছেন: এইতো, আপনিই কাক নিয়ে একটা কবিতা লিখে ফেলেন এবং দারুণ হয়েছে।
+।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সুমন কর
আপনার আন্তরিক ভালোলাগায়
আপ্লুত হলাম।
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১
শামচুল হক বলেছেন: নুরু ভাই, কি আর বলবো-- আপনার কত ভালো ভালো লেখা আছে, তার চেয়ে এই কাকের কবিতার পাঠকই বেশি মনে হলো।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা হয়ত সব প্রাণিদের সহজাত প্রবৃত্তি।
ভালো রেখে মন্দ খুঁজবে, ডানে নয় বাম দিকে যাবে,
শুনেছি মাছও নাকি পানির উপরে শ্বাস ছেড়ে বাম দিকে যায়।
১৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
সকাল রয় বলেছেন:
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ট্রাজেডি। আমার অবস্থা কাকের মতই।
কেউ কবিতা লিখলো না । সে কবিতা লিখলো না ।।।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্ভবত আমাদের সবার অবস্থাই এই মৃত কাকের মতো।
হতাসাগ্রস্থ হেয়ে অক্কা লাভ করি নিরবে নিভৃতে্ !!
ধন্যবাদ সেলিম ভাই
১৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২১
চিন্তিত নিরন্তর বলেছেন: আপনার অন্য রূপটাও দেখলাম।
ভালই লিখেছেন। গভীরতা আছে।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রূপ দেখে বিভ্রান্ত হবেন না ভাই,
অন্তরটা দেখার চেষ্টা করবেন
তা হলে ঠকবেন না।
ধন্যবাদ আপনাকে ব্লগে আসার জন্য।
১৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৪
সাফা জারিন বলেছেন: খুব ভালো লেগেছে।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে স্বাগত আমার ব্লগে সাফা জারিন
আশা করি সাথে পাবো আগামীতে।
ভালো থাকবেন।
১৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: খুব কষ্টের!
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবির নীরব প্রস্থান সত্যিই কষ্টের
কেউ অনুধাবন করেন, কেই করেন না।
১৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৮
মোস্তফা সোহেল বলেছেন: আধুনিক কবিতা বেশ লাগল।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আধুনিক নয় আমি বলি অকবিতা,
নাম দিয়েছি কাকবিতা।।
২০| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: রূপক কবিতা তো ভালই হলো।
কে বলেছে কাকা-কে নিয়ে কেউ লেখেনা
আপনিই তো লেখে ফেললেন।
হা.হা.হা............................................
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিকই তাকে নিয়ে কবিতা লেখা হলো
কিন্তু জীবদ্দশায় তার জানা হলোনা,
অনেক কবির মরোনোত্তর পদকে ভূষিত হন
কিন্তু তাতে সেই কবির কি আশে যায় !!
২১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কবিতা পড়ে আফসোস আরও বেড়ে গেল। কেন বেশি বেশি কবিতা লিখেন না? চমৎকার লেখনীর হাত আপনার।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্রাট সাহেব,
লোভ করতে নেই,
লোভে পড়ে কত রাজা তার
রাজ্যপাট হারিয়েছে তার ইয়ত্তা নাই।
আমি গুণীজনদের নিয়ে থাকতে চাই।
ধন্যবাদ আপনাকে।
২২| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
বিলিয়ার রহমান বলেছেন: নিপুন হাতের লেখা!!!!
কবিতার ভাঁজে ভাঁজে মুগ্ধতা!!!!!
রেডিমেড কমেন্ট করলাম আরকি!
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রেডিমেডের দুনিয়াতে কে আর নিপুন ছোঁয়া প্রত্যাশা করে।
সোনার আবরণে রাংতা দিয়ে মোড়ার জৌলুশ বেশী, কদরও বেশী,
জবার পরিবর্তে মানুষ চেরী ফুল প্রত্যাশা করে। কিন্তু চেরীতে পূঁজা হয়না।
২৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন একটি কবিতা।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই,
পাঠক নতুনত্ব চায় জানি, তবে
কোন বিবেচনাতেই এটা কবিতার পর্যায়ে
পড়ে জানিনা, তবে আপনাদের ভালো লেগেছে যেনে
খুশি হলাম।
২৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮
ধ্রুবক আলো বলেছেন: খুব কষ্টের।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যিই তাই,
তবে কষ্টটা কার?
কাকের না কবির ?
২৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: একজন শিল্পীর কর্মই হলো কোন একটা ক্যম্পাসে তার মনের মতো করে রঙ মেখে নিজের চিন্তাদের আবিরের মাঝে পাঠকদের রুচিবোধের উন্নতি সাধন করবে।
পাঠক আপনার কবিতা দেখে আসেনি, শুধুই আপনাকে দেখে ভীর করেছে। সাথে বোনাস আপনার ক্যাম্পাস প্রদর্শন করে গেল। পাঠকের কি দোষ!
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাঠক আপনার কবিতা দেখে আসেনি, শুধুই আপনাকে দেখে ভীর করেছে।
এটা আপনি বিশ্বাস করলেও আমার তাতে যথেষ্ট সন্ধেহ আছে। কারণ পূর্বেও আমি ছিলাম এখনো সেই আমি, অথচ
এখানে অনেক নতুন মুখ আছে যাদের কোন কালেই আমি চিনতামনা। এই অকবিতার সুবাদে তদের সাথে পরিচিত হলাম।
ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
২৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
জাহিদ অনিক বলেছেন:
ইশ !
মরার আগে কাক টা কবিতা শুনে যেতে পারল না !
কবিদের কি দোষ বলুন !
২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাকবিদের হাল এমনই হয় !!
মরার পরে তার মূল্যায়ণ হবে হয়তো।
২৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল গদ্য কবিতা
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ছবি আপু
শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য।
অনেকদিন দেখিনা তবে আজ আপনার মন্তব্যে
দারুনভাবে আপ্লুত হলাম। ভালো থাকবেন।
২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: কাক নিয়ে কবিতা (কাকবিতা) ভাল হয়েছে। পাঠক হয়তো সহজে বুঝতে পেরেছে, নিজের ভাবনার সাথে রিলেট করতে পেরেছে। তাইতো এটা ইতোমধ্যে ৯০১ বার পঠিত হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
সামিয়া বলেছেন: দারুন লিখেছেন কবি।।