নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

অনাদৃত আলোকিত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর ৮০তম মৃত্যুৃদিনে শ্রদ্ধাঞ্জলি

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১০


বিনা তারে বার্তা প্রেরণ সূত্রের উদ্ভাবক স্যার জগদীশচন্দ্র বসু একজন সফল বাঙালি বিজ্ঞানী। ২০০৪ সালের এপ্রিলে বিবিসি রেডিওর জরিপে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে সপ্তম স্থান অধিকার করেন। তার গবেষণার প্রধান দিক ছিল উদ্ভিদ ও তড়িৎ চৌম্বক। তার আবিষ্কারের মধ্যে উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্র ক্রেস্কোগ্রাফ, উদ্ভিদের দেহের উত্তেজনার বেগ নিরুপক সমতল তরুলিপি যন্ত্র রিজোনাষ্ট রেকর্ডার অন্যতম। ১৯৩৭ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। ৮০তম মৃত্যুদিনে আচার্য জগদীশচন্দ্র বসুকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।

জগদীশ চন্দ্র বসু ১৮৫৮ সালের ৩০শে নভেম্বর তারিখে বাংলাদেশের ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবারের প্রকৃত বাসস্থান ছিল বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত বিক্রমপুর নামক স্থানের রাঢ়িখাল গ্রামে। তার বাবা ভগবান চন্দ্র বসু তখন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ইংরেজ সরকারের অধীনে উচ্চপদস্থ কর্মকর্তা থাকা সত্ত্বেও তিনি আর সবার মত নিজের ছেলেকে ইংরেজি স্কুলে ভর্তি করাননি। জগদীশ চন্দ্রের প্রথম স্কুল ছিল ময়মনসিংহ জিলা স্কুল। বাংলা স্কুলে ভর্তি করানোর ব্যাপারে জগদীশ চন্দ্রের নিজস্ব যুক্তি ছিল। তিনি মনে করতেন ইংরেজি শেখার আগে এদেশীয় ছেলেমেয়েদের মাতৃভাষা আয়ত্ব করা উচিত। ভাষার প্রতি বিশেষ মমত্ববোধ ছাড়াও ভগবান চন্দ্র চেয়েছিলেন তার পুত্র দেশের আপামর জনসাধারণের সাথে মিলেমিশে মানুষ হোক এবং তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হোক। তার এই সিদ্ধান্ত কখনও পরিবর্তিত হয়নি। বাংলা স্কুলে পড়ার ব্যাপারটি জগদীশ চন্দ্রের জীবনে যেমন গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে তেমনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করতেও সাহায্য করেছে। এর প্রমাণ বাংলা ভাষায় রচিত জগদীশের বিজ্ঞান প্রবন্ধগুলো। ১৮৮৪ সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ট্রাইপোস’ পাশ করেন। দেশে ফিরেই জগদীশচন্দ্র কলকাতার প্রেসিডেন্সী কলেজে অধ্যাপনা শুরু করেন। কলেজে অধ্যাপনার ফাঁকে ফাঁকেই বিজ্ঞানের মৌলিক গবেষণায় মনোনিবেশ করেন। বিদ্যুৎ এবং আকাশ তরঙ্গ সম্বন্ধে গবেষণা করে তিনি অনেক নতুন তথ্য আবিষ্কার করেন। এসময় লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ‘ডক্টর অফ সায়েন্স’ উপাধিতে ভূষিত করেন। একই সময় তিনি বেতার যন্ত্রের উদ্ভাবন করেন। এরপর তিনি পদার্থ বিদ্যা ছেড়ে মনোনিবেশ করেন উদ্ভিদ বিজ্ঞানের প্রতি। তিনি প্রমান করেন উদ্ভিদ জড় পদার্থ নয়, এরও প্রাণ আছে।

জগদীশচন্দ্রবসু গাছের প্রাণ এবং মার্কনির আগেই রেডিও আবিষ্কার করেছিলেন বলে বাঙালি মহলে একটি ধারণা প্রচলিত আছে। প্রথম ধারণাটি একেবারেই ভুল। গাছের প্রাণ সম্পর্কে অনেক প্রাচীনকাল থেকেই পণ্ডিতেরা সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন। জগদীশ চন্দ্র কেবল প্রচুর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে, উদ্ভিদ এ প্রাণী জীবনের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে; এক কথায় উদ্ভিদজীবন প্রাণীজীবনের ছায়া মাত্র। দ্বিতীয় ধারণাটিও যে অর্থ বলা হয় সে অর্থে সঠিক নয়। মার্কনি আধুনিক ছোট বা শর্ট তরঙ্গ মাপের বেতার তরঙ্গ ব্যবহার করে দূরে বেতার সংকেত পাঠাতে সফল হয়েছিলেন যার ফলশ্রুতি হল রেডিও। কিন্তু জগদীশ চন্দ্র কাজ করেছিলেন অতিক্ষুদ্র তথা মাওক্রো বেতার তরঙ্গ নিয়ে যার প্রয়োগ ঘটেছে আধুনিক টেলিভিশন এবং রাডার যোগাযোগের ক্ষেত্রে।

বিজ্ঞানাচার্য তাঁর ৫৯তম জন্মদিবসে সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে কলকাতায় প্রতিষ্ঠা করেন বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান ‘বসু বিজ্ঞান মন্দির’। ১৯২০ সালে তিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। তিনি বিজ্ঞান গবেষণায়ও প্রভূত সাফল্য অর্জন করেছিলেন যার জন্য তার সুখ্যাতি তখনই ছড়িয়ে পড়েছিল। বাঙালিরাও বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে নিউটন-আইনস্টাইনের চেয়ে কম যায়না তিনি তা প্রমাণ করেন। জগদীশচন্দ্র যে গ্যালিলিও-নিউটনের সমকক্ষ বিজ্ঞানী তার স্বীকৃতি দিয়েছিল লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা, ১৯২৭ সালে। আর আইনস্টাইন তার সম্পর্কে নিজেই বলেছেনঃ
“ জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনটির জন্য বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত "। বিজ্ঞান চর্চায় অসামান্য অবদানের জন্য স্যার জগদীশচন্দ্র ১৯১৬ সালে নাইটহুড, ১৯২০ সালে রয়েল সোসাইটির ফেলো, ১৯২৭ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস-এর ১৪তম অধিবেশনের সভাপতি, ১৯২৮ সালে ভিয়েনা একাডেমি অফ সাইন্স-এর সদস্য, লিগ অফ ন্যাশন্‌স কমিটি ফর ইনটেলেকচুয়াল কো-অপারেশন -এর সদস্য এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ সাইন্সেস অফ ইন্ডিয়া-এর প্রতিষাঠাতা ফেলো সম্মাননায় ভূষিত হন। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর আচার্য জগদীশচন্দ্র বসুর কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে। তাঁর চিতাভস্ম ‘বসু বিজ্ঞান মন্দির’ সংলগ্ন সর্বজনীন মন্দিরে সমাহিত করা হয়। আজ তাঁর ৮০তম মৃত্যুদিনে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় ।

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২

গঢভবণণ বলেছেন: https://youtu.be/b3fb-eiMoAE

আপনি কি File এর সাইজ ছোট করতে চাচ্ছেন? File এর সাইজ ছোট করুন এছারাও যেকোন কিছু Installer File তৈরি করুন মাএ দুই মিনিটে। WinRAR Software এর মাধ্যমে। যা আপনাকে দেবে Resolution ঠিক রেখে যে কোনো File ছোট করে Installer File তৈরি করতে পাবেন এই টেকনিকের মাধ্যমে খুব সহজ ভাবে। আরও জানতে এই লিংকে ক্লিক করুন:- https://youtu.be/b3fb-eiMoAE

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধানভানতে শিবের গীত কেন?
সংশ্লিষ্ট বিষয়ে কিছু বলে পরে
না হয় গাইতেন!

২| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেবেন্দ্রমোহন বসু তো দেখছি বিশাল প্রতিভা ছিলেন!!
খাঁটি বাংলাদেশী এই বিজ্ঞানীকে পাঠ্য বইএ সংজোজন করা উচিত।

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যথার্থ বলেছেন,
এইসকল গুণীজনের কথা পাঠ্য পুস্তকে থাকলে
শিক্ষার্থীদের উপকার হতো।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিজ্ঞানী দেবেন্দ্রমোহন বসুর ১৩২তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।


ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই।

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপাকেও অশেষ ধন্যবাদ আবুহেনা ভাই
বিজ্ঞানী দেবেন্দ্রমোহন বসুর জন্মবার্ষিকীতে
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

রাজীব নুর বলেছেন: কত পিছিয়ে আছি আমি।
এই বিজ্ঞানীর নামই আজ প্রথম শুনলাম।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুণীজনদের নাম ও তাঁদের সম্পর্কে
সম্যক ধারণা দেবার জন্য আছি আমি
আপনাদের সাথে।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২

আমার আব্বা বলেছেন: শুভেচ্ছা, স্যার আপনি হিরক রাজার দেশের রাজা হিরার সন্ধান পান ।

২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা সাধারণত বহি:চক্ষু দিয়ে সত্যকে দেখার চেষ্টা করি আর
মরমীবাদী তা অবলোকন করেন অন্তচক্ষু বা মনোচক্ষুর মাধ্যমে।
আমি চেষ্টা করি অন্তচক্ষু দিয়ে সত্যকে দেখতে সেখানে হীরক রাজাও
আছেন, আছেন মুগাবে, আরাফাত, বঙ্গবন্ধুসহ হাজরো রাজা।
আপনিও চেষ্টা করেন দেখতে পাবেন।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

আটলান্টিক বলেছেন: দেরি করে শুভেচ্ছা জানাচ্ছি।পোষ্টে +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.