নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
অব্যবস্থাপনার বলি (কবিতা)
নূর মোহাম্মদ নূরু
জ্যান্ত মানুষ লাশ হয়ে যায় সড়ক, আকাশ, নদীতে,
হাসি খুশি মানুষ গুলো যমদূত আসে বধিতে।
নদী পথে মানুষ মরে, সড়ক পথে একই হাল,
সবখানেতে মানুষ মারার পাতা আছে মরণ জাল।
বাড়ী যাওয়া আসার পথে মানুষগুলো হচ্ছে লাশ,
তোমরা কী কেউ শুনতে পাও স্বজনদের দীর্ঘশ্বাস।
বাস ট্রেন আর লঞ্চ বিমানে কোথাও নয় নিরাপদ,
পায়ে পায়ে লেগে আছে মৃত্যু দূতের পাতা ফাঁদ।
ত্রুটিপূর্ণ বাস ট্রেন আর ভাঙাচোড়া রাস্তা ঘাট,
লঞ্চগুলির ফিটনেস নাই সাথে আছে যানজট।
এত কিছুর পরেও মানুষ চলছে এসব গাড়িতে
তা না হলে সাধ্যি কার পারে তাদের মারিতে।
নদীর মাঝে লঞ্চ ডুবিতে লাশ হয়েছে তাজা প্রাণ,
নিখোঁজ আছে অনেক মানুষ কাঁদতে আছে তার স্বজন।
অব্যবস্থাপনায় মৃত্যু চাইনা স্বাভাবিক মরণ চাই,
দোষীদের শাস্তি হোক তা না হলে রক্ষা নাই।
১ম প্রকাশঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০১৪ ইং
০৩ আগস্ট ২০১৪ ইং পদ্মায় লঞ্চ ডুবিতে নিহতদের স্মরণে
©somewhere in net ltd.