নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আধুনিক রুশ সাহিত্যের জনক আলেক্সান্দর সের্গেয়েভিচ পুশকিনের ২১৭তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২৬ শে মে, ২০১৬ সকাল ১১:২৪


খ্যাতনামা আধুনিক রুশ সাহিত্যের স্থপতি কবি আলেক্সান্দর সের্গেয়েভিচ পুশকিন, যাকে রাশিয়ান প্রধান জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। আলেক্সান্দর পুশকিন প্রেম বিষয়ক কবি হিসাবে জগদ্বিখ্যাত। সমসাময়িককালে তিনি শুধু রাশিয়ান হিসাবেই নয়, বরং সমগ্র পৃথিবীতে অত্যন্ত শক্তিমান কবি হিসাবে স্বীকৃত। রুশ সাহিত্যে পুশকিনের আসনের সঙ্গে তুলনীয় ইংরেজি সাহিত্যে শেক্সপীয়র, জার্মন সাহিত্যে গোয়টে ও বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের আসন। কথাসাহিত্যিক ও সমালেচক ভ্লাদিমির নাবোকভ বলেছেন, "সব কটি রুশ সম্রাটের রাজত্বকাল মেলালেও পুশকিনের কবিতার একটি পঙক্তিরও যোগ্য হবে না"। মূলতঃ কবি হলেও তিনি নাটক, গল্প, মহাকাব্য, উপন্যাসও লিখেছেন। মাত্র আটত্রিশ বৎসর আয়ুষ্কালে তিনি রুশ ভাষা ও সাহিত্যে একাধারে আধুনিক কাব্যভাষা, বাস্তববাদ, গদ্যকাহিনী, ট্রাজেডি, কাব্যনাট্য প্রভৃতির জনক হিসেবে বিবেচিত হয়ে আসছেন। পুশকিন ছিলেন রাজতন্ত্র বিরোধী। রাশিয়ান রাজতন্ত্রে জারের রাজনৈতিক পুলিশের কঠোর প্রহরায় প্রকাশনা যখন কঠিন ছিল, তখনই নিজের জনপ্রিয়তম নাটক বরিস গদুনভ রচনা করেন। পুশকিন এতই জনপ্রিয় ছিলেন যে সম্রাট প্রকাশ্যে কিছু করার সাহস পাননি, কিন্তু আমৃত্য তার পিছনে গুপ্তচর লাগিয়ে রেখেছিলেন। এমনকি গোপনে কবির ব্যক্তিগত দাম্পত্য সম্পর্কের চিঠিপত্রও খুলে খুলে পড়ত। তাকে নাস্তিক হওয়ার জন্য নির্বাসন দণ্ডও ভোগ করতে হয়েছিল কিছুকাল। রাশিয়ান রোমান্টিজম এর প্রদর্শক হিসাবে স্বীকৃত পুশকিনের ২১৭তম জন্মদিন আজ। ১৭৯৯ সালের ২৬ মে তিনি রাশিয়ার মস্কোতে জন্মগ্রহন করেন। আধুনিক রুশ সাহিত্যের জনক আলেক্সান্দর সের্গেয়েভিচ পুশকিনের জন্মদিনে আমাদের আন্তরিক শুভেচ্ছারাশিয়ার শেক্সপিয়ার নামে খ্যাত আলেক্সান্দর পুশকিন সম্পর্কে আরও জানতে ক্লিক করতে পারেন এখানে

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৫১

সোজোন বাদিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। ভাল থাকুন।

২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ সোজন বাদিয়া,
মন্তব্য প্রদানের জন্য। ভালো থাকবেন।

২| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:২৮

হামিদ আহসান বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ৷

কেমন অাছেন নুরু ভাই?

২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: অসংখ্য ধন্যবাদ হামিদ ভাই
ভালো লাগলো আপনাকে ফিরে পেয়ে।
কুশলে আছি, আপনার মঙ্গল কামনায়...........

৩| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুশকিনের অনুবাদ বই প্রথম কলেজ লাইফে পড়ে যেন প্রথার বাইরে লিখনির স্বাদ পেয়েছিলাম। ভাবনায় নতুন কিছু খেলে গিয়েছিল।

কবি আলেক্সান্দর পুশকিনের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।

২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ ভৃগু'দা
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৪| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:১১

প্রামানিক বলেছেন: আধুনিক রুশ সাহিত্যের জনক আলেক্সান্দর সের্গেয়েভিচ পুশকিনের জন্মদিনে আমাদের আন্তরিক শুভেচ্ছা।

২৮ শে মে, ২০১৬ সকাল ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।

৫| ২৭ শে মে, ২০১৬ সকাল ৭:২১

কোলড বলেছেন: You should have written about his death.

২৮ শে মে, ২০১৬ সকাল ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: You may visit ( if you really need) link which is mentioned above to know about his death

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.