নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
হাসি হাসি পরবো ফাঁসী
দেখবে জগৎ বাসী,
বিদায় দে মা ঘুরে আসি।
ক্ষুদিরামের ফাঁসী উপলক্ষে রচিত এই অমর গানের স্রস্টা যিনি, তিনি কবি মুকুন্দ দাস। যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয়। তার প্রকৃত নাম যজ্ঞেশ্বর দে। চারণ কবি মুকুন্দ দাস ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা। তিনি অন্ধ-কুসংস্কারাচ্ছন্ন ও পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে দেশ মাতৃকার সাধনায় জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। জেল-জুলুমের সমস্ত বেদনা হার মেনেছিল তার সংগ্রামী চেতনার কাছে। এই বাংলায় তিনি স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে জাগরণী গান শুনিয়ে সাধারণ জনগোষ্ঠীকে অনুপ্রাণিত করেছেন। মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। গানে গানে অত্যাচারী ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তুলেছিলেন ঝংকার। তার গানের এতই ধার ছিল যে ব্রিটিশরা তাকে তার গানের জন্য জেলে পুরতে বাধ্য হয়েছিল। তেজোদীপ্ত চারণ কবির কথা বিস্মৃত হয়েছে আমাদের বর্তমান রি-মিক্স প্রজন্ম। আজ চারণ কবি মুকুন্দ দাসের ৮২তম মৃত্যুবার্ষিকী। ১৯৩৪ সালের ১৭ মে তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় মৃত্যুৃবারণ করেন। মৃত্যুবার্ষিকীতে চারণ কবি মুকুন্দ দাসের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। কবি মুকুন্দ দাস সম্পর্কে আরও জানতে চাইলে ক্লিক করুন এখানে।
১৮ ই মে, ২০১৬ দুপুর ২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ আপনাকে শ্রদ্ধা নিবেদনের জন্য।
২| ১৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৩০
ঢাকাবাসী বলেছেন: হারিয়ে যাওয়া প্রতিভাকে তুলে ধরার জন্য ধন্যবাদ।
১৮ ই মে, ২০১৬ দুপুর ২:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ঢাকাবাসী।
সাথে থাকবেন।
৩| ১৯ শে মে, ২০১৬ সকাল ৮:৫১
কামরুল ফারুকি বলেছেন: লেখাটি পড়ে ভাল লাগলো।জানলাম অনেক কিছু।
১৯ শে মে, ২০১৬ দুপুর ১:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ আপনাকে কামরুল ভাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৬ সকাল ১১:৩৫
সোজোন বাদিয়া বলেছেন: ধন্যবাদ তাঁর মৃত্যুবার্ষিকী স্মরণ করিয়ে দেবার জন্য। ভাল থাকুন।