নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

জিপিএ ভাবনা (কবিতা)

১৬ ই মে, ২০১৬ সকাল ১১:২৭


জিপিএ ভাবনা (কবিতা)
নূর মোহা্ম্মদ নূরু

হাজার লাখো ছাত্র-ছাত্রী পরীক্ষাতে পাস,
জিপিএর ছড়া ছড়ি ব্যাপক উল্লাস।
হাজার স্কুল পাশ করেছে নিয়ে শত ভাগ,
প্রশ্নবিদ্ধ জিপিএতে বাড়ছে শুধু রাগ।

পিতা মাতা প্রশ্ন খুঁজে পরীক্ষার আগে,
জিপিএটা যদি জোটে ছেলে মেয়ের ভাগে।
জিপিএর মর্যাদা তাই গেছে ক্ষুন্ন হয়ে,
ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষাটা দিয়ে।

আগে ছিলো বিভাগ শ্রেনী এখন তা জিপিএ,
সোনা রূপা মিলে মিশে এক হয়েছে গিয়ে।
তাইতো এখন সোনা রূপা রাংতা দিয়ে মোড়া,
বাজারেতে বিকাচ্ছে তা গাধার দামে ঘোড়া।

এমনি করে দিনে দিনে কমছে শিক্ষার মান,
জিপিএতে মুখে হাসি ভিতরটা ম্লান।
আগের মতো কেউ হাসেনা পরীক্ষা পাশ করে,
উচ্চ শিক্ষার আকাংখাটা তাই যাচ্ছে মরে।

উপায় আছে শিক্ষার্থীদের রাখতে ধরে পাঠে,
অসাধুদের ধরতে হবে নামতে হবে মাঠে।
আগের রাতে প্রশ্ন পত্র হয় না যেনো ফাঁস,
ব্যর্থ হলে ছাত্র-ছাত্রী দেশের সর্বনাস।

সময় আছে আগে ভাবো করনীয় কী,
তানা হলে ছাইয়ের মাঝে পড়ে যাবে ঘী।
গাধা দিয়ে হয়না কভু ঘোড়ার কর্ম করা,
সার শূণ্য জিপিএ তো জীয়ন্তে যে মরা।


প্রকাশকালঃ
ঢাকাঃ সোমবারঃ ১৬ মে’ ২০১৬ ইং

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৬ দুপুর ২:২৭

সুমন কর বলেছেন: সত্য বলেছেন। ভালো লাগল।

১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুমন'দা
ভালো লাগার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.