নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

শহীদ জননী জাহানারা ইমামের ৮৭তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

০৩ রা মে, ২০১৬ সকাল ৯:৪২


মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মায়ের সন্তান বিয়োগের চিরন্তন যাতনা মূর্ত হয়ে উঠেছে যাকে কেন্দ্র করে তিনি শহীদ জননী জাহানারা ইমাম। শহীদ রুমির মা আবির্ভূত হয়েছিলেন লক্ষ শহীদের জননীরূপে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তার সন্তান রুমী ও সঙ্গী মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাদ্য দেয়া, অস্ত্র আনা নেয়া ও যুদ্ধ ক্ষেত্রে তা পৌঁছে দেয়া ইত্যাদি ছিল তার মুক্তিযুদ্ধকালিন প্রধান ভূমিকা। যুদ্ধের শেষদিকে রুমী পাকিস্তানীদের হাতে ধরা পড়েন এবং নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। বিজয় লাভের পর রুমীর বন্ধুরা রুমীর মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন৷ রুমীর শহীদ হওয়ার সূত্রেই তিনি ‘শহীদ জননী’র মযার্দায় ভূষিত হন ৷ জাহানারা ইমাম ১৯২৯ সালের ৩ মে ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। আজ শহীদ জননীর ৮৭তম জন্মবার্ষিকী। জন্মদিনে শহীদ জননীকে স্মরন করছি গভীর শ্রদ্ধা আর ফুলেল শুভেচ্ছায়।শহীদ জননী সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করতে পারেন

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৩২

হুকুম আলী বলেছেন: জন্মদিনে শহীদ জননীকে স্মরন করছি গভীর শ্রদ্ধায়।

০৩ রা মে, ২০১৬ সকাল ১১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ হুকুম আলী
শহীদ জননীকে জন্মিদিনে
শুভেচছা জানানোর জন্য।

২| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ৮৭তম জন্মদিনে শহীদ জননীকে স্মরন করছি গভীর শ্রদ্ধা আর ফুলেল শুভেচ্ছায়.......সেই সাথে নূরু ভাইকেও ধন্যবাদ বিষয়টা সামনে নিয়ে আসার জন্য।

০৩ রা মে, ২০১৬ সকাল ১১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ সাদা মনের মানুষ
শহীদ জননীকে জন্মদিনে
শুভেচ্ছা জানানোর জন্য।
ভালো থাকবেন।

৩| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অন্য সাইটের লিংকটি সরিয়ে নিন ভাইয়া।

০৩ রা মে, ২০১৬ সকাল ১১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ ভাইয়া
অন্য সাইট আউট
সামুর সাইট ইন।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.