নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
মার্কিন সাহিত্যিক, প্রভাষক ও রম্য লেখক মার্ক টোয়েইন। তাঁর প্রকৃত নাম (Samuel Langhorne Clemens) স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স। তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম দ্য অ্যাডভেঞ্চারস অব টম সায়ার এবং অ্যাডভেঞ্চারস অব হাকেলব্যারি ফিন। তার বৃহস্পতি যখন তুঙ্গে, তখন সম্ভবত সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি ছিলেন জনপ্রিয়তম তারকা। এ প্রসঙ্গে গ্রন্থকার উইলিয়াম ফকনারের মন্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলেন, ‘টোয়েইন প্রকৃত এবং প্রথম আমেরিকান লেখক, আমরা তার উত্তরাধিকারী মাত্র।’ মার্ক টোয়েইন কখনো স্কুলে যাননি। কিন্তু লেখালেখির জন্য তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পেয়েছিলেন সম্মানসূক ডি. লিট ডিগ্রি। মাত্র ১১ বছর বয়সে টোয়েইন বাবাকে হারান। পরিনত বয়সে মার্ক টোয়েইন অলিভিয়া ল্যাঙডনকে বিয়ে করেছিলেন।অনেক মজার মানুষ ছিলেন মার্ক টোয়েন। তাঁর সব লেখাই কৌতুক করে লেখা। মার্ক টোয়েইন তাঁর হাস্যরসমূলক লেখালেখির জন্য ব্যবহৃত ছদ্ম নাম মার্ক টোয়েইন নামে বিশ্ববিখ্যাত হয়ে ছিলেন। জনিপ্রিয় এই মার্কিন রম্য লেখক ১৯১০ সালের ২১ এপ্রিল নিউইয়র্কে মৃত্যুবরণ করেন। আজ তাঁর ১০৫তম মৃত্যুবার্ষিকী। ছোট বড় সবার প্রিয় এই রম্য লেখকের মৃত্যুদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি। মার্ক টোয়েইন সম্পর্কে আরো জানতে চাইলে ক্লিক করতে পারেন এখানে।
২| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০২
বিজন রয় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯
ফয়সাল রকি বলেছেন: লেখকের মৃত্যুদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি...