নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বিষয়ঃ লোভনীয় অফারে গ্রামীণফোনের প্রতারণা প্রসঙ্গে

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮

৩০ মার্চ ২০১৬

বরাবর,
মাননীয় প্রতিমন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
মেইলঃ [email protected]

বিষয়ঃ লোভনীয় অফারে গ্রামীণফোনের প্রতারণা প্রসঙ্গে

জনাব,

যথা বিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনিত নিবেদ এই যে গত ২৭ মার্চ ২০১৬ আমি আমার মোবাইল নং ০১৭১******* এ ফোন গ্রামীণফোন প্রদত্ত একটি ম্যাসেজের আকৃষ্ট হয়ে ১৫ দিনের জন্য সকল নাম্বারে ১ পয়সা সেকেন্ড কল রেট পেতে ২৯টাকা রিচার্জ করি। (ম্যাসেজের স্ক্রীন সর্ট)

দুঃখের বিষয় রিচার্জ করার পরে গ্রামীণ ফোন থেকে জানানো হয় এই অফারের মেয়াদ মাত্র চার দিন। (ম্যাসেজের স্ক্রীন সর্ট)

এ ব্যাপারে আমি গ্রামীণ ফোনের ফার্মগেট শাখায় যোগাযোগ করলে তারা একটি অভিযোগ গ্রহণ করে এবং আমাকে অপেক্ষা করতে বলে। আমি অপেক্ষায় থাকাবস্থায় গ্রামীনফোন আমার মোবাইলে একটি ম্যাসেজ দিয়ে যানায় যে তারা পর্যালোচনা করে দেখেছেন আমার কলরেট সম্পর্কিত অভিযোগের কোন অসামঞ্জস্যতা নাই। ((ম্যাসেজের স্ক্রীন সর্ট)

যেখানে অফারে বলা হলো ২৯ টাকা রিচার্জে ১৫ দিন যে কোন নাম্বারে ১ পয়সা সেকেন্ডে কথা বলা যাবে সেখানে মাত্র ৪ দিন পরে কেন সেই অফার শেষ হয় যাবে? এটা কি অসামঞ্জস্যতা নয়? অধিকন্ত পরবর্তী দিনে একই ম্যাসেজ আসে আমার মোবাইলে। সেখা্নেও বলা হয় ২৯ টাকা রিচার্জে আমি যে কোন নাম্বারে ১ পয়সা সেকেন্ডে কথা বলতে পারবো যে কোন অপারেটরে দিন রাত ২৪ ঘণ্টা ১৫ দিনের জন্য। (ম্যাসেজের স্ক্রীন সর্ট)

প্রসঙ্গতঃ এভাবে আমি ২ বার প্রতারিত হয়েছি। এর পূর্বে ২২ মার্চ একই ম্যাসেজ য়েয়ে ২৩ মার্চ ২৯ টাকা রিচার্জ করে একই আচরণ পেয়েছি গ্রামীণ ফোনের কাছ থেকে। উপরোক্ত বিবরণের আলোকে জনা্বের নিকট প্রার্থনা অনুগ্রহ করে গ্রামীণ ফোনের এই প্রতারণার বিষয়ে যথা যথা ব্যবস্থা গ্রহণ করতঃ আমার মত সাধারণ গ্রাহকদেকে গ্রামীন ফোনের প্রতারণার হাত থেকে নিস্কৃতি দেবার বিনীত আবেদন জানাচ্ছি।

বিনীত
নূর মোহাম্মদ নূরু
ফোন নংঃ ০১৭১*******

অনুলিপিঃ
১। Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC)
মেইলঃ [email protected]
২। Grameenphone Ltd.
Email- [email protected]

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬

আবুল হাসান নূরী বলেছেন:
আপনার লেখাটি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ফেসবুক পেজে শেয়ার করেন। ফেসবুকে তিনি ভালোই অ্যাক্টিভ থাকেন।
https://www.facebook.com/TaranaHalimMP/

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
সুন্দর পরামর্শের জন্য।

২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫

আরাফআহনাফ বলেছেন: রক্তচোষার দল - সব রক্তচোষার দল।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: যথার্থই বলেছেন,
অভিযোগ করলাম
দেখি কি হয় !!

৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬

রাশেদ রাহাত বলেছেন: একটা প্রিন্ট আউট করে PM এর দপ্তরে অভিযোগ বক্স এ প্রেরণ করুন।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ আপনাকে,
তবে আমি আপনার সাথে এক মত পোষণ করতে পারছিনা,
পিএম যদি সব দেখবেন তা হলে আর বিভিন্ন মন্ত্রণালয় কিংবা
দপ্তর থাকা কেন? সংশ্লিষ্ঠ বিভাগ বিষয়টি দেখেলেই সমস্যার সমাধান
হবে যাবে।

৪| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুধু গ্রামীন ফোন নয়, সবগুলো মোবাইল অপারেটর প্রতারণার জাল বিছিয়ে রেখেছে। তিক্ত অভিজ্ঞতার কারণে আমি কোন অফার এ্যাকসেপ্ট করি না। আমি এমনও দেখেছি, গ্রামীন ফোন গ্রাহকের ব্যাল্যান্সও চুরি করে। ননসেন্স।

চিঠিটি লিখে খুব ভালো কাজ করেছেন নূর মোহাম্মদ ভাই। যদিও কাজ কতটুকু হবে এ বিষয়ে আমার সন্দেহ আছে। ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আবুহেনা ভাই,
হয়তো কিছুই হবেনা, তার পরেও
কাউকে না কাউকে বিড়ালের গলায়
ঘণ্টা বাঁধতে হয়। আমি ঘণ্টা বাঁধার কাজটি
করলাম, ঘণ্টা শব্দ শুনে কেউ যদি সতর্ক হয়
সেটা কম পওয়া নয় !! যথা যথা কর্তৃপক্ষের কাছে
আমার আমার কথা জানিয়েছি বাকী কাজ তাদের।
বিশ্বাস হারাতে চাইনা, জয় আমাদের হবেই, ইনসাআল্লাহ।

৫| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

থিওরি বলেছেন: সবগুলো মোবাইল অপারেটর প্রতারণার জাল বিছিয়ে রেখেছে।
অসংখ্য ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ঠিক বলেছেন।
এর থেকে পরিত্রানের
উপায় খুঁজতে হবে।

৬| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

আমিই মিসির আলী বলেছেন: ভাইরে,
হাজার কোটি টাকা কৈ থেকে কৈ চইলা যায়! আর আপ্নে ২৯ টাকা নিজের জন্য খর্চ করিয়াও আবার নালিশ দিতাছেন!! =p~

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: প্রশ্নটা টাকার নয়, প্রশ্নটা্ নৈতিকতার!!
১৫ দিনের কথা বলে ৪ দিনে কেন মেয়াদ দিবে?
তা ছাড়া অনেক কষ্টের টাকা। ২৯ টাকাকে মনে হয় ২৯,০০০/=
তা্ই কষ্ট লাগে !! যাদের কাছে ৮০০কোটি কিছুনা তাদের কাছে
চেয়ে দেখেন ৮ টাকাও দিবেনা্!!

৭| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ১বার এদের ইন্টারনেট প্যাকেজ নিয়ে এমন ধরা খাইসি।স্ন্যাপ নেয়া আসে, পোস্ট করিনাই আর।
কোন রেজাল্ট পান নাকি জানায়েন ||

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কাউকে না কাউকে তো প্রতিবাদ করতে হবে তাইনা !!
বিচারের বানী হয়তো নিভৃৃতে কাঁদবে তবুও আশা্য় রইলাম
প্রতিকার পাবার।

৮| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: আপনার সাহসী ও সচেতনতামুলক অভিযোগে দাপ্তরিকভাবে কার্যকর কোনোকিছু হোক বা না হোক আমার মত অনেক বে-আক্কেল গ্রাহক উপকৃত হবে। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ মঙ্গল ভাই
প্রতিকার পেলে সবার মঙ্গবে ইনসা আল্লাহ ।
ভালো থাকবেন।

৯| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৩

আশিকুর রহমান সাগর বলেছেন: হ

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: জে !!

১০| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:২১

গেম চেঞ্জার বলেছেন: জাইত্তা ধরেন ভাই, আমার ডাবল খরচ হৈছে এদের অফার/প্লানের ফাঁদে পইড়া!!!!!

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধরতে পারলাম কই !!
বাইন মাছের মতো পিছলে যাচ্ছে।
বারে বারে প্রতারিত হই,
আছাড় খাই পিচ্ছিল পথে
আবারও ঘুরে দাড়াতে চেষ্টা করি
প্রত্যাক্ষাত হ্ই একই ধারায়।

১১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমাকে ইনটারনেট নিতে বলে।দুই তিন কানেকসান থাকেনা। অভিযোগ করে ও কিছুই হয়নি।প্রতারক।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: মামদোবাজী !!!

১২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৫

নকীব কম্পিউটার বলেছেন: তাদের কথা মতো অফার চালু করেও দেখেছি কোন কাজ হয় না। ওরা বিশেষ করে গ্রামীণফোণ পৃথিবীর শ্রেষ্ঠ প্রতারক। বিকাল ৫টা থেকে রাত ১১টার মধ্যে তাদের অপারেটরেই কল করলে ২ টাকা মিনিট কেটে নেয়। অথচ এমন কিছু অপারেটর আছে যারা ২৪ ঘন্টাই যে ‍কোন অপারেটরে ১ টাকার বেশি কাটে না। আমি তো গ্রামীণ নম্বরটিকে এখনও ধরে রেখেছি শুধুমাত্র কল রিসিভ করার জন্য। যেহেতু আগে কিনেছিলাম এই নম্বরটি এবং অনেক পরিচিত। ফেসবুকে দেখি অনেকেই লিখে‘ গ্রামীণ ফোন, হারামীর ফোন, দূরে থাকুন।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বড় মাছের বড় কাঁটা !!
সময় এসেছে কাঁটা উপড়ে ফেলার।
কিন্তু এখনো কোন তরফ থেকে (বিটিআরসি, মন্ত্রণালয়, জিপি)
কোন উত্তর পাইনি !! হয়তো পাবোওনা কোন দিন।
তবে বড় পাওয়া আপনাদেরসে সাথে পাওয়া।
ধন্যবাদ সাথে থাকার জন্য।

১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যবসার নামে প্রতারণা শুরু করেছে ওরা!!!

ধন্যবাদ একটা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে তুলে ধরায়..

আরও কত রকম হয়রানী যে করছে ইয়ত্তা নাই। সারকার সেই সবের খবর নেয়না আবার তাদের হাতে সবার ফিঙ্গার প্রিন্ট তুইলা দিতে বেহুশ!!! কার কাছে বিচার চাইবেন?????

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর
এরা প্রতারণা করে হারম আয় করে নিজেদেরকে
জাহান্নামের কাষ্ঠে পরিণত করছে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.