নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
বিখ্যাত রুশ ঔপন্যাসিক, নাট্যকার ও রাজনৈতিক লেখক আলেক্সেই ম্যাক্সিমোভিচ পেশকভ। যিনি মাক্সিম গোর্কি নামে সমধিক পরিচিত। এটি তার ছদ্ম নাম। তিনি নিজেই তার সাহিত্যক ছদ্মনাম হেসেবে বেছে নেন গোর্কি নামকে। গোর্কি শব্দের অর্থ তিক্ত বা তিতো। আক্ষরিক অর্থে তিনি তা-ই ছিলেন। তার লেখায় সবসময় ফুটে উঠেছে তিক্ত সত্য। রাশিয়ার জনজীবনের নিঠুর বাস্তবতাকে তিনি কলমের মধ্য দিয়ে তুলে ধরেছিলেন বিশ্ববাসীর সামনে। অকুতোভয় বীরের মতো জার সম্রাজ্যের শাসকদের বিরুদ্ধে লড়ে গেছেন তার লেখনীর মধ্য দিয়ে। তাকে সোশালিস্ট রিয়ালিস্ট ধারার সাহিত্যের অন্যতম প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। লেখনীর কারণে জীবনে বহুবার জার শাসকের রোষানলে পড়েছিলেন গোর্কি। বারবার তাঁকে কারাববরণও করতে হয়েছে। আবারও গ্রেপ্তার হতে পারেন এমন খবর জানতে পেরে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। অবশেষে তিনি জার্মানি ও ফ্রান্স হয়ে পাড়ি জমান আমেরিকায়। ১৯০৭ সালে সেখানে বসেই তিনি রচনা করেন তাঁর বিশ্ববিখ্যাত উপন্যাস মা। গোর্কির অনেক বিখ্যাত রচনার মধ্যে মা একটি কালজয়ী উপন্যাস। মা উপন্যাস লিখে তিনি উঠে আসেন জনপ্রিয়তার শীর্ষে। নাম লেখান অমরত্বের খাতায়। মা ছাড়াও ম্যাক্সিম গোর্কির উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছেঃ মাকার চুদরা, অরপান পল, চেলকাশ, স্কেচস অ্যান্ড স্টোরিস (তিন খণ্ড), টুয়েন্টি সিক্স মেন অ্যান্ড এ গার্ল, মাই চাইল্ডহুড, ইন দ্য ওয়ার্ল্ড ও মাই ইউনিভার্সিটিজ। বিশ্বখ্যাত এই লেখক ১৮৬৮ সালের ২৮ মার্চ রাশিয়ায় জন্মগ্রহণ করেন। আজ তাঁর ১৪৮তম জন্মবার্ষিকী। বিখ্যাত রুশ সাহিত্যক মাক্সিম গোর্কির জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি। মাক্সিম গোর্কি সম্পর্কে আরো জানতে ক্লিক করতে পারেন এখানে।
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ জুন,
গোর্কিকে প্রিয়তে
রাখার জন্য।
২| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১১
বিজন রয় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি।
৩| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গোর্কির 'মা' তিনবার পড়েছি। প্রতিবারই তাঁকে নতুন করে আবিস্কার করেছি।
ম্যাক্সিম গোর্কির ১৪৮ তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।
ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই।
৪| ২৯ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৫০
রাবার বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা
৫| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৪
শাহীন খাঁন বলেছেন: আজে জন্মদিনে অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসা।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩
জুন বলেছেন: আমার ছেলেবেলা গোর্কির প্রিয় বই আমার কাছে।